আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ৪:২৪

সিদ্ধিরগঞ্জে দুপক্ষের সংঘর্ষ ৫জনকে কুপিয়ে আহত

ডান্ডিবার্তা | ০৯ এপ্রিল, ২০২৩ | ১২:৩৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের কদমতলীর গ্যাসলাইন এলাকায় একটি বাড়ি ও দোকানপাট দখলকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এলাপাথাড়ি কুপিয়ে ৫-৬ জনকে গুরুতর আহত হয়েছে বলে জানাগেছে। এদের মধ্যে গুরুতর মিলন (৩০), মেহেদী (৩০) ও রাজন (৪০) এর নাম পাওয়াগেছে তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানাগেছে। গত শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানাগেছে। সংঘর্ষের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির মালিক টুটুল ও স্থানীয়রা জানায়, কদমতলী গ্যাস লাইন এলাকায় সিদ্ধিরগঞ্জের টুটুলের ২ বিঘার একটি জমিতে ঘরবাড়ি ও দোকানপাট রয়েছে সেখানে কদমতলী এলাকার সজু নামে পদপদবী বিহীন যুবলীগ নেতা দাবিদার কিশোরগ্যাং নিয়ে জোরপূর্বক টুটুলের বাড়িঘরে হামলা করে আসছে বেশ কিছু দিন ধরে। বাড়ির মালিক গত শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে সজুর এ অন্যায়ের প্রতিবাদ করলে টুটুল ও তার সঙ্গীয় লোকজনের উপর হামলা করে এবং ধারালো রামদা দিয়ে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। এ সময়ে টুটুলকে বাঁচাতে এগিয়ে এলে মিলন নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে সজু অভিযোগ করেন আমার জমি দখল করতে টুটুলও তার বাহিনী এসে আমার অফিসে হামলা করে আমার অফিস সহকারী মেহেদী ও নিরাপত্তা প্রহরী রাজনসহ ৪-৫জনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত আহত করেছে। দুজনের নাম পাওয়াগেলেও অন্যদের নাম জানা যায়নি। এদিকে টুটুল ও সজু একে অপরকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন জমিজমা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনাস্থল পরিদর্শন করেছি সজুর লোকজন বেশী আহত হয়েছে। ওসি আরও বলেন আমি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা