
ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের কদমতলীর গ্যাসলাইন এলাকায় একটি বাড়ি ও দোকানপাট দখলকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এলাপাথাড়ি কুপিয়ে ৫-৬ জনকে গুরুতর আহত হয়েছে বলে জানাগেছে। এদের মধ্যে গুরুতর মিলন (৩০), মেহেদী (৩০) ও রাজন (৪০) এর নাম পাওয়াগেছে তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানাগেছে। গত শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানাগেছে। সংঘর্ষের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির মালিক টুটুল ও স্থানীয়রা জানায়, কদমতলী গ্যাস লাইন এলাকায় সিদ্ধিরগঞ্জের টুটুলের ২ বিঘার একটি জমিতে ঘরবাড়ি ও দোকানপাট রয়েছে সেখানে কদমতলী এলাকার সজু নামে পদপদবী বিহীন যুবলীগ নেতা দাবিদার কিশোরগ্যাং নিয়ে জোরপূর্বক টুটুলের বাড়িঘরে হামলা করে আসছে বেশ কিছু দিন ধরে। বাড়ির মালিক গত শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে সজুর এ অন্যায়ের প্রতিবাদ করলে টুটুল ও তার সঙ্গীয় লোকজনের উপর হামলা করে এবং ধারালো রামদা দিয়ে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। এ সময়ে টুটুলকে বাঁচাতে এগিয়ে এলে মিলন নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে সজু অভিযোগ করেন আমার জমি দখল করতে টুটুলও তার বাহিনী এসে আমার অফিসে হামলা করে আমার অফিস সহকারী মেহেদী ও নিরাপত্তা প্রহরী রাজনসহ ৪-৫জনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত আহত করেছে। দুজনের নাম পাওয়াগেলেও অন্যদের নাম জানা যায়নি। এদিকে টুটুল ও সজু একে অপরকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন জমিজমা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনাস্থল পরিদর্শন করেছি সজুর লোকজন বেশী আহত হয়েছে। ওসি আরও বলেন আমি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯