
ডান্ডিবার্তা রিপোর্ট আগামী ২১ রমজানের মধ্যে নৌ শ্রমিকদের নতুন মজুরী কাঠামো অনুযায়ী বকেয়া বেতন ও বোনাস প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। সরকার কর্তৃক ঘোষিত নতুন মজুরী কাঠামোর গেজেট অনুযায়ী সকল নৌ শ্রমিকদের মজুরী প্রদান করা না হলে সেজন্য যদি কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এজন্য ষড়যন্ত্রকারী মালিক সমিতির নেতারা দায়ী থাকবে বলে হুশিয়ারী দেন নেতারা। গতকাল শনিবার সকালে শীতলক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট এলাকায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। মানববন্ধন থেকে নৌ শ্রমিকদের ২০১৬ সালের ঘোষিত মজুরী স্কেল থেকে বর্তমানে মূল মজুরী ৬০ শতাংশ বেতন বৃদ্ধি করে নতুন মজুরী কাঠামোর গেজেট গত ৩০ মার্চ প্রকাশ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা। পাশাপাশি সকল নৌ শ্রমিকদের ঈদের আগের ৫ দিন ও ঈদের পরের ৫দিন এই ১০ দিন ছুটি প্রদানের দাবি জানান তারা । মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা তৈয়ব আকন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাকির হোসেন চুন্নু মাষ্টার, কবির হোসেন, আক্তার হোসেন, সাইফুল ইসলাম, শাহাদাৎ হোসেন প্রমুখ। সবুজ শিকদার বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে আমাদের নৌ শ্রমিকরা ৯ হাজার টাকা মজুরী দিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতরভাবে জীবনযাপন করছে। অথচ এমন অনেক জাহাজ মালিক রয়েছেন তারা একটি জাহাজ থেকে অনেকগুলো জাহাজের মালিক হয়েছেন। সরকার সবদিক বিবেচনা করে সবপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ৬০ শতাংশ বেতন বৃদ্ধি করে নতুন মজুরী কাঠামোর গেজেট ঘোষণা করেছেন। কিন্তু আমরা হতবাক হয়েছি মালিক সমিতির কিছু ষড়যন্ত্রকারী নেতা যারা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায় তারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৩ এপ্রিল গণমাধ্যমে বিবৃতি দিয়েছে। তারা বিভিন্ন জাহাজ মালিকদের প্রতি বিবৃতিতে নতুন মজুরী কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন না দেয়ার জন্য বলেছে। আমরা এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের প্রতি ধিক্কার জানাই। ওই মালিক সমিতির নেতারা শ্রমিকদের উস্কে দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায়। আগামী ২১ রমজানের মধ্যে সরকার কর্তৃক গেজেটকৃত মজুরী কাঠামো অনুযায়ী শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস প্রদান করতে হবে। যদি মালিকপক্ষের ষড়যন্ত্রের কারণে শ্রমিকার তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকে এবং সেজন্য কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব ঘটে সেজন্য শ্রমিকরা দায়ী থাকবেনা। শ্রমিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা নতুন গেজেটকৃত মজুরী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটবোনা। যদি মালিকরা আপনাদের ন্যায্য পাওনা না দেয় তাহলে প্রয়োজনে আমরা আইনগত পদক্ষেপ নিতেও আপনাদের সহযোগিতা করবো।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯