আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৯

বন্দরে এবার বেপরোয়া আপা গ্রুপ!

ডান্ডিবার্তা | ০৯ এপ্রিল, ২০২৩ | ১২:৪৬ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি নারায়ণগঞ্জ বন্দরে ভাইয়া গ্রুপ ও হাম্বা গ্রুপ নিয়ে সদর-বন্দর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম সেলিম ওসমানের করা হুশিয়ারিমূলক মন্তব্যের পর এই দুটি গ্রুপ কিছুটা নিবৃত হলেও বেপরোয়া হয়ে উঠেছে আপা গ্রুপ। এমন তথ্য মিলেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে এক ভুক্তভোগীর লিখিত অভিযোগ থেকে। নারায়ণগঞ্জ সিটি কর্র্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীকে আপা গ্রুপ হিসেবে উল্লেখ করে যুবলীগ নেতা হিমেল খান হিমুর বিরুদ্যে অভিযোগ করা হয়েছে। আভিযোগে লেখা হয়েছে,অতি সম্প্রতি বন্দরে কয়েকটি আলোচিত খুন সহ নানা পর্যায়ে আইন সৃঙ্খলা পরিস্তিতি ব্যপক অবনতি হয়। যার কারন হিসাবে কিছু সন্ত্রাসী গ্রুপের নাম পত্র পত্রীকা সহ সাম্প্রতিক কালে নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় এমপি মহোদয়ের নানা বক্তব্যে উঠে আসে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম সেলিম ওসমান সম্প্রতি বন্দরে ভাইয়া গ্রুপ ও হাম্বা গ্রুপ নিয়ে করা হুশিয়ারিমূলক মন্তব্যের পর এই দুটি গ্রুপ কিছুটা নিবৃত হলেও সম্প্রতি সময়ে বন্দরে আলোচনায় আপা গ্রুপ। বন্দর আমিন, রেলি, রুপালী, লেজারাস সহ ১৯ ২০ ২১ ২২নং ওয়ার্ডে এখন আতঙ্ক এই আপা গ্রুপ। ২০২১ এর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বন্দরে এসব এলাকায় নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কাছে চলে আসে বন্দর খানবাড়ি এলাকার বিতর্র্কিত এক প্লেবয় যুবক কথিত মুক্তিযোদ্ধা আসাবুদ্দিনের পুত্র অভিযুক্ত হিমোল খান হিমু। কিশোর বয়স হতেই মারামারি, দাঙ্গা, জালিয়াতি, নারী কেলেঙ্কারি সহ এলাকায় নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। মাঝে কিছু সময় ইটালি প্রবাসী থাকলেও নানা অপকর্মে ইতালি ছাড়তে হয় তাকে। দেশে ফিরে নিজে যুবলীগ কর্মী দাবি করে এলাকায় সাটায় বড় বড় বেনার পোস্টার। কৌশলে ভিরে যায় নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলয়ে। নাসিক মেয়রের সাথে নিজের ছবি দিয়ে বেনার ফেস্টুন করে সাটিয়ে দিয়ে কৌশলে বাহিনী গরে তুলে এলাকায় প্রভাব বিস্তার শুরু করে অভিযোক্ত হিমেল খান। এখন তার বাহিনীকে রাজি খুশি না করে আমিন, রেলি, রুপালী, লেজারাস এলাকায় করা যায়না কোন নির্মান কাজ। বাড়ি নির্মানের সামগ্রীও আনলোড করতে হয় তার অনুমতি নিয়ে। সিটি কর্পোরেশনের মোবাইল কোর্টের ভয় দেখিয়ে আদায় করা হয় চাঁদা। তাকে খেপালে বাড়ীর আবর্জনাও নিতে নিষেধ করে নাসিক সুইপারদের। ২২নং ওয়ার্ড এলাকায় নাসিকের সিরাজদ্ধৌল্লা ক্লাব মার্কেটে অফিস সাজিয়ে ঠিকাদারি অফিসের সাইনবোর্ড লাগিয়ে নিয়মিত লোকজন ডেকে বন্দরে চাঁদাবাজিকে করপোরেট রুপ দিয়েছে এই হিমেল খান। তাছাড়া বন্দর ঘাট সংলগ্ন বিআইডাব্লিউটিএর জমি দখল নিয়ে গরেছেন খান ডক নামে অবৈধ ডকিয়ার্ড। ডকিয়ার্ডে আছে হিমেলের টর্চার সেল। তার দাবি পুরনে ব্যর্থ হলেই টর্র্চারসেলে নিয়ে চলে নির্যাতন। বন্দরে খান সাহেবের চাচাতো ভাই হওয়ায় অপর বলয়ও তার মেনেজ করা। তাই নিরবে চলছে হিমেলের কুকর্ম। হিমেল বন্দর খান বাড়ির মুক্তিযোদ্ধা আশাবুদ্দি খানের ছেলে। যদিও তার বাবার মুক্তিযোদ্ধার সনদ নিয়ে দীর্ঘদিন আগে আপত্তি উঠেছিল। এলাকাবাসীর কাছে হিমেল বাহিনী পরিচিত আপা গ্রুপ নামে। আপা গ্রুপের হাত থেকে নিস্তারে প্রশাসনের সহায়তা চায় এলাকাবাসী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা