আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:৩১

বিএনপির অবস্থান কর্মসূচীতে আ’লীগে কঠিন জবাব

ডান্ডিবার্তা | ০৯ এপ্রিল, ২০২৩ | ১২:৫৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় বিএনপি ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেছেন। গতকাল শনিবার বিদ্যুৎ, গ্যাস দ্রব্যমূল্যের উর্ধগতি ও ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীত অংশ হিসেবে বিভিন্ন থানায় স্থানে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। রূপগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম প্রমুখ। এসময় বক্তারা সরকার দ্রুত ১০ দফা দাবি মেনে নেয়ার হুশিয়ারি দেন। অন্যথায় জোরালো আন্দোলনের কথা বলেন তারা। সোনারগাঁয়ে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সোনারগা উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি জামান, বিডিআর রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম ভূঁইয়া, মুজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোরশেদ মোল্লা, সদস্য ডালিম শিকদার, নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের দল নেতা রুবেল হোসেন, ছাত্রদল নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক রিফাত হোসাইনসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধে আমি অংশ নিয়েছিলাম। আজ থেকে ৫০ বছর পূর্বে আমি আপনাদের মত ছিলাম। আমি মন্ত্রী হব এমপি হব সেই স্বপ্ন দেখিনা। যেই বাংলাদেশের স্বপ্ন দেখে আমি যুদ্ধে গিয়েছিলাম মৃত্যুর আগে যেন সেই বাংলাদেশ দেখে যেতে পারি সেই আশা করি। এক অনির্বাচিত সরকার আজ দেশকে খুব খারাপ অবস্থায় নিয়ে গেছে। এ অবস্থা চলতে পারেনা। তিনি বলেন, এই সরকারকে পতন ঘটিয়ে আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। একটি মিথ্যা মামলায় আজ তিনি বন্দি। তারেক রহমান দেশের মানুষের জন্য আজ আন্দোলন করছেন। মানুষ আজ কি বলতে চায় তা আমরা বুঝতে পারি। যুদ্ধ আমার স্বাধীনতা সবার। এই স্বাধীনতা, গণতন্ত্র সবকিছুর জন্য আজ আমাদের আবার লড়তে হবে। এই দ্রব্যমূল্যসহ সবকিছুর দাম কমাতে আমাদের আন্দোলন করতে হবে। জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম ইমন বলেন, রূপগঞ্জ সকল অঙ্গ সহযোগী সংগঠন কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে দলের সকল কর্মসূচী পালন করবে। আমরা দ্রুত খালেদা জিয়ার মুক্তি চাই। আমরা রূপগঞ্জের সন্তান আমরা রূপগঞ্জেই কর্মসূচী পালন করবো। বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান আরো বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধে আমি অংশ নিয়েছিলাম। আজ থেকে ৫০ বছর পূর্বে আমি আপনাদের মত ছিলাম। আমি মন্ত্রী হব এমপি হব সেই স্বপ্ন দেখিনা। যেই বাংলাদেশের স্বপ্ন দেখে আমি যুদ্ধে গিয়েছিলাম মৃত্যুর আগে যেন সেই বাংলাদেশ দেখে যেতে পারি সেই আশা করি। এক অনির্বাচিত সরকার আজ দেশকে খুব খারাপ অবস্থায় নিয়ে গেছে। এ অবস্থা চলতে পারেনা। তিনি বলেন, এই সরকারকে পতন ঘটিয়ে আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। একটি মিথ্যা মামলায় আজ তিনি বন্দি। তারেক রহমান দেশের মানুষের জন্য আজ আন্দোলন করছেন। মানুষ আজ কি বলতে চায় তা আমরা বুঝতে পারি। যুদ্ধ আমার স্বাধীনতা সবার। এই স্বাধীনতা, গণতন্ত্র সবকিছুর জন্য আজ আমাদের আবার লড়তে হবে। এই দ্রব্যমূল্যসহ সবকিছুর দাম কমাতে আমাদের আন্দোলন করতে হবে। জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম বলেন, দেশে আজ আইনের শাসন নেই, ভোটাধিকার নেই। এক মানুষের আইনে সবকিছু চলছে। সবকিছুর দাম আজ বাড়িয়ে দিয়ে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে হলে দলমত নির্বিশেষে সবাইকে মিলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। চাল, ডাল, বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে রূপগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, এই অবস্থান কর্মসূচি বাংলাদেশের প্রায় ৭০০ স্থানে পালিত হচ্ছে সারাদেশের মতো রূপগঞ্জ বিএনপির আয়োজনে আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের দশ দফা দাবি আদায় করে তত্ত্বাবধায় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারকে উৎখাত করবো। উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল হক রিপনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এড মাহফুজুর রহমান হুমায়ুন। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সানাউল্লাহ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবদলের সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম বিল্লাহ, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, শ্রমিক দলের সভাপতি শাহআলম কনক, উপজেলা জাসাসের সভাপতি একে এম সুমন, মনির মেম্বার, আব্দুল জলিল, শুক্কুর মাহমুদ, হাফিজুর, রাজিবসহ বিএনপির সকল অঙ্গসংঘঠনের নেতাকর্মীবৃন্দ। ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু বলেছেন, আপনারা যারা ত্যাগী তাদের কোন চিন্তা নেই। আমরা যখন পূর্ণাঙ্গ কমিটি করবো তখন ত্যাগীদের যোগ্যতা অনুসারে মূল্যায়ন করা হবে। আপনাদের কিছু থাকলে আমাকে আমার সদস্য সচিব বারী সাহেবকে জানাবেন। তিনি বলেন, যদি গণতন্ত্র ফেরাতে চান, তারেক রহমানকে দেশে ফেরাতে চান, বেগম খালেদা জিয়ার মুক্তি চান তাহলে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশের গলিতে আয়োজিত অবস্থান কর্মসূচীতে অংশ নিয়ে একথা বলেন তিনি। এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুতফর রহমান খোকা, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আমাদের দলের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য তাদের কিছু এজেন্ট অলরেডি নিয়োগ দেয়া হয়েছে। তারা বিভিন্ন ভাবে দলে প্রবেশ করে আমাদের ঐক্য বিনষ্টে সচেষ্ট হবে। আপনারা সকলে সেদিকে দৃষ্টি রাখবেন। দুপুরে সিদ্ধিরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি বলেন, জনগণ এ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। সংসদে বিল উত্থাপিত হয়েছে ধর্মঘট নাকি করা যাবে না। তারা শ্রমিকদের মুখ বন্ধ করে দিতে চায়। তারা সেনাবাহিনীকে ধ্বংস করেছে, সাগর রুনীকে হত্যা করেছে। তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েমের পথে এগুতে চাচ্ছে। তিনি আরও বলেন, সরকারের দায়িত্বশীলরা আগে প্রভু রাষ্ট্রের হাতে দেশের সম্পদ তুলে দিয়ে ক্ষমতায় টিকে ছিল। আজ তারাও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজ তারা সব হারিয়ে লন্ডনমুখী, নেতার শরণাপন্ন হয়েছেন যে দেশকে বাঁচানোর জন্য আপনার সহায়তার প্রয়োজন। এটা সম্ভব জাতীয়তাবাদী দলের জিয়ার আদর্শের সৈনিকদের কারণে। তিনি আরো বলেন, এ সরকারের প্রশাসনের আশি ভাগ লোক সরকারের কাছ থেকে বিমুখ। তারা অপেক্ষায় আছেন। এ দেশের দুই তিন হাজার সরকারি কর্মকর্তাদের ওপর ভর করে ষোল কোটি মানুষকে দাবিয়ে রাখতে চাইছে। আজ সবাই আজ তাকিয়ে আছে জাতীয়তাবাদী দলের দিকে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমি দীর্ঘদিন বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি ছিলাম। আমি লজ্জাবোধ করি। আপনাদের দলের অনেক নেতা বলেন বর্তমানে যারা এমপি তারা হল খয়রাতি এমপি। এই লজ্জা নিয়ে আবার আমাদের নিয়ে কথা বলেন, হুমকি দেন। জনগণের কাছে আপনাদের কী ভিত্তি সেটা দেখেন। তিনি আরও বলেন, আমরা জনগণের সাথে আছি। আমি দীর্ঘদিন প্রশাসনিক দায়িত্বে ছিলাম। প্রশাসনের অনেক লোক আমার পরিচিত। তাদের কাছে গল্প শুনি এখনকার সরকারি দলের এমপি মন্ত্রীরা প্রশাসনের কাছে আবদার নিয়ে গেলে তারা যদি বলে করতে পারবো না তখন এমপি মন্ত্রীরা মেজাজ দেখায়। তখন প্রাশসনের কর্মকর্তারা বলে বড় বড় কথা বলবেন না। আপনারা জনগণ দ্বারা নির্বাচিত হননি। আমরা আপনাদের নির্বাচিত করেছি। আপনাদের কতটুকু জনপ্রিয়তা আমরা জানি। তিনি বলেন, মানুষ বাজারে গেলে দ্রব্যমূল্য দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এই পবিত্র মাহে রমজানে সেহরি খায় তো ইফতার খেতে পারে না ইফতার খায় তো সেহরি খেতে পারে না। এমন অবস্থায় দেশ চলছে। সরকারের পৃষ্ঠপোষক কিছু সুবিধাবাদী ছাড়া সকলে কষ্টে আছে। আর সরকারে যারা আছে তারা দেশেই মানুষের অর্থ লুট করে, তারা মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কোন কাজ করতে পারে না। আমাদের দীর্ঘদিনের দাবী মানুষের কল্যানে কাজ করুন। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করুন। তারা সেটা করোনি। তাই মানুষ আজ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তাই তাদের ক্ষোভ বিএনপির ওপর। সরকার বার বার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। আমি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম। এভাবে শাসকরা দেশ লুট করবে দেশ বিদেশিদের হাতে তুলে দেবে, একারণে সেদিন যুদ্ধে যাইনি। দেশের মানুষের কল্যানে রাষ্ট্র পরিচালিত হবে, সেজন্য গিয়েছিলাম। তিনি বলেন, তারা শুধু তাদের স্বার্থ বোঝে। বিদেশে কিভাবে কোটি কোটি টাকা পাচার করবে তাদের সন্তানদের জন্য। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার জন্য আজ বিএনপিকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদের আন্দোলন কোন ব্যাক্তি কোন সরকারের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন স্বৈরাচারের বিরুদ্ধে। গত চৌদ্দ বছরে তাররা বিরোধী দল ছাড়া দেশ শাসন করছে। সংসদে শক্তিশালী বিরোধী দল থাকলে তারা সরকারকে বিপথে যাওয়া থেকে বাঁচায়। কিন্তু এ সরকার গত চৌদ্দ বছর কোন বিরোধী দল হতে দেয়নি। রাজপথে বিএনপি কথা বলছে, সেটাও তারা সহ্য করে না। বিএনপি রাজপথে না থাকলে এ রাষ্ট্রের কী অবস্থা হত তা কেউ ভাবতেও পারবেন না। সরকারের বিরুদ্ধে কথা বলে আমরা সরকারের সহায়তা করতে চাই। মুখে যত ভাল কথা বলুক অন্তরে বিষ। অন্তরে নিজেদের ভাগ্য পরিবর্তনের আকাঙ্খা। এই দাবী মেনে নিন। নয়ত ভবিষ্যতে ক্ষমতাচ্যুত হলে রাজপথে রাজনীতি করতে পারবেন না। এখনই তো পারেন না। প্রশাসনের ওপর ভর দিয়ে রাজনীতি করছেন। এই দুরবস্থার জন্য বিএনপিকে দায়ী করতে পারবেন না। এর জন্য দায়ী আপনাদের চরিত্র। আপনারা ন্যায় নিষ্ঠা, মানবিকতা ভুলে গেছেন। তিনি আরো বলেন, আজ প্রশাসনের যা অবস্থা এটা দেশের জন্য অমঙ্গলজনক। তাদের যখন অন্যায় কাজে পরিচালনা করা হয় তারা চাকরির খাতিরে প্রতিবাদ না করলেও মনে মনে ঘৃণা প্রকাশ করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা