
ডান্ডিবার্তা রিপোর্ট প্রতি গাড়ি অগ্রীম ১ হাজার ও দিনে ৫০ টাকা দিয়ে পাওয়া যায় শহরে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অনুমোদন। গাড়ি রেকার হবে না, পুলিশ ধরবে না, ধরলেও ফোন দেয়ার সাথে সাথেই অটোরিকশা ছেড়ে দিবে। প্রতিদিন, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক অটোরিকশার চাঁদা উঠানোর জন্য রয়েছে দালাল চক্র। সরজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জের চাষাড়া মোড়, কলেজ রোড, কালির বাজার, ২নং রেল গেট, মিশনপাড়া, শিবু মার্কেটসহ বিভিন্ন স্থান থেকে রেকারের কর্মকতারা যে সকল ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে তার বেশিরভাগই পুলিশ ও সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে চলে। সাংবাদিকদের অনলাইন পোর্টালের স্টিকার লাগানো থাকায় গাড়ি বেশি দেখা যায়। কিন্তু পুলিশের ভিজিটিং কার্ড থাকার কারনে সাধারণ মানুষ বা রেকার তা দেখতে পায় না। তারজন্য রেকার গাড়ি ধরলে কার্ড বের করে দেখায় এবং তা দেখার পর সাথে সাথেই রাস্তা থেকে ছেড়ে দেয়া হয় তাদের। বেশ কয়েকজন ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রাফিক পুলিশের বেশ কয়েকজন পুলিশ সদস্যদের ভিজিটিং কার্ড দিয়ে চলে অটোরিকশা। এখন সাংবাদিকের কার্ড দেখলে ধরে নিয়ে গিয়ে রেকার বিল করে ছেড়ে দেয়। কিন্তু পুলিশের ভিজিটিং কার্ড দেখালেই সাথে সাথে ছেড়ে দেয়। তারা আরো বলেন, এ শহরে পুলিশের উপর কেউ নেই। যত সব অত্যাচার শুধু মাত্র আমাদের মতো দিনমজুর গরিব মানুষের উপর। এটিএসআই মোস্তাফিজুর রহমানের মাসোয়ারা করা গাড়ির দেখা শোনার দ্বায়িত্বে থাকা দালাল মামুন বলেন, নাম স্যারের কাজ আমার। আমি শুধু গাড়ি জোগাড় করে টাকা তুলে দেই। অগ্রীম ১ হাজার টাকা ও মাসে ১৫০০ টাকা তুলি। কেউ প্রতিদিন, কেউ বা সাপ্তাহিক আবার কেউ ১০ দিন অথবা মাসিক যে যেভাবেই দিতে চায় দেয়। মাস শেষে টাকা উঠিয়ে আমি নিজে গিয়ে স্যারের কাছে দিয়ে আসি। ৪ মাস ধরে আমি এই দ্বায়িত্ব পালন করছি। স্যারের একটাও গাড়ি কেউই ধরে না। আর যদি ধরেও তাহলে স্যারের নাম্বারে কল দিলেই সে বলে দেয় তাহলেই ছেড়ে দেয়। এবিষয়ে এটিএসআই মোস্তাফিজুর রহমান বলেন, আমি নারায়ণগঞ্জে নতুন জয়েনিং করেছি। প্রথমে তিনি অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা মাসোয়ারার ব্যাপারে অস্বীকার করলেও পরে তিনি স্বীকার করে বলেন আমার মাসোয়ারা করা গাড়ি বেশি না অল্প। এশহরে অনেকেরই নামে মাসোয়ারা করা গাড়ি চলে। এ বিষয়ে পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) ট্রাফিক বিভাগ নারায়ণগঞ্জ মোঃ আব্দুল করিম শেখ বলেন, তার অটোরিকশা মাসিক থাকার কোনো কারন নেই আর থাকবেও না। আমি ওনার সাথে কথা বলে দেখি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯