
ডান্ডিবার্তা রিপোর্ট গত শনিবার দিনভর কর্মসূচির মধ্যদিয়ে ব্যস্ত সময় কাটিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। একই স্থানে না হলেও পৃথক কর্মসূচিগুলো অনেকটা পাল্টাপাল্টি কর্মসূচির আদলেই পালিত হয়েছে। এক্ষেত্রে দুইটি রাজনৈতিক দল নিজেদের স্থান বেছে নিয়েছেন আলাদা স্থানে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের শান্তি সমাবেশ পালন করেছেন নারায়ণগঞ্জ শহরে। অন্যদিকে বিএনপি শহর ব্যতীত বাকি সকল উপজেলা ও থানায় সরকার বিরোধী কর্মসূচি পালন করে নিজেদের সক্রিয়তা ধরে রেখেছেন। সকালে নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে শান্তি সমাবেশের আয়োজন করে মহানগর আওয়ামী লীগের একাংশ। দলটির সাধারণ সম্পাদক খোকন সাহার নেতৃত্বে ওসমানপন্থী মহানগর আওয়ামী লীগের নেতারা বিএনপি, জামাত ও শিবিরের ধ্বংসাত্বক কার্যক্রমের বিরুদ্ধে এই সমাবেশ পালন করে। এসময় নেতাকর্মীরা বিএনপি জামাতের পাশাপাশি দলের ভেতরে থাকা বেশ কিছু নেতাকে উদ্দেশ্য করেও সমালোচনা করেন। দুপুর ১২টায় শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপি জামাত বিরোধী শান্তি সমাবেশের আয়োজন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল। একই স্থানে বেলা ৩টায় মহানগর আওয়ামী লীগের একাংশ শান্তি সমাবেশ করেন। এতে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। অন্যদিকে, দুপুরের পর থেকে নারায়ণগঞ্জ শহরের বাইরে বিভিন্ন স্থানে একযোগে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপির জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ। শহরের সন্নিকটে ফতুল্লায় অবস্থান কর্মসূচি পালন করে ফতুল্লা থানা বিএনপি। কমিটির আহবায়ক শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। সিদ্ধিরগঞ্জে একযোগে দুইটি কর্মসূচি পালন করে জেলা বিএনপির নেতৃবৃন্দ। জেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিনের নেতৃত্বে মৌচাক এলাকায় পালিত হয় অবস্থান কর্মসূচি। একই সময়ে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও রোডে কমিটির সিনিয়র সহ সভাপতি মামুন মাহমুদের নেতৃত্বে আরেকটি অবস্থান কর্মসূচি পালন করা হয়। বন্দরে জেলা বিএনপির মতই দুইটি কর্মসূচি পালন করেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় মহানগর বিএনপির বিদ্রোহী কমিটির নেতারা অবস্থান কর্মসূচি পালন করেন। কমিটির যুগ্ম আহবায়ক হাজী নুর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল। একই সময়ে বন্দরের সোনাকান্দা এলাকায় মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সোনারগাঁ উপজেলা সদরে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়। একইভাবে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় নজরুল ইসলাম আজাদের অনুগামীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া। রূপগঞ্জে উপজেলা বিএনপির পৃথক দুটি অবস্থান কর্মসূচি পালন করে। পূর্বাচল ৩’শ ফিট এলাকায় উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়। একই সময়ে পূর্বাচল এলাকায় পৃথক ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি কাজি মনিরুজ্জামান ও তার অনুগামীরা। দিনভর ব্যস্ততম কর্মসূচির হিসেব নিকেশ শেষে দেখা যায়, নারায়ণগঞ্জ শহরেই তিনটি বিএনপি জামাত বিরোধী কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীনরা। অন্যদিকে বিএনপি শহরের বাইরে সব মিলিয়ে মোট নয়টি অবস্থান কর্মসূচি পালন করেছে। রাজনৈতিক এমন সক্রিয়তা এবং প্রাণচাঞ্চল্য অনেকদিন পর ফিরে এসেছে পুরো জেলাজুড়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘জেলাজুড়ে একযোগে এতগুলো কর্মসূচি স্মরণ করিয়ে দেয় নির্বাচনী বছরের উত্তেজনা শুরু হয়েছে। শহরে যেমন আওয়ামী লীগ দাপট দেখিয়েছে। তেমনি শহরের বাইরে নিজেদের প্রভাব দেখিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সব মিলিয়ে দিন দিন রাজনৈতিক উত্তাপের পারদ বৃদ্ধি পাচ্ছে। তবে একযোগে এতগুলো কর্মসূচির মাঝেও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় কিছুটা স্বস্তি পেয়েছেন নেতাকর্মীরা। যদিও উভয় দলই একে অপরকে উদ্দেশ্য করে দিয়েছেন কড়া বার্তা। সেসব ছাপিয়ে নির্বাচনী বছরের আগামী দিনগুলো যে একই উত্তেজনায় চলবে তা প্রায় নিশ্চিত।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯