আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:২৯

হতাশ জেলা আ’লীগের তৃনমূল!

ডান্ডিবার্তা | ১১ এপ্রিল, ২০২৩ | ১১:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের মত জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সহসা হচ্ছে না। একাধিক রাজনীতি মেরুর কারণে পূর্ণাঙ্গ কমিটি কবে নাগাদ হচ্ছে, তা নিয়ে বর্তমান ও সাবেক নেতারা কোন উত্তর দিতে পারেনি। এদিকে গত বছর ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়া পর থেকে পূর্ণাঙ্গ কমিটি হওয়ার আশায় দিন কাটাচ্ছে প্রত্যাশীরা। একাধিক বার দলীয়ভাবে গোয়েন্দা সূত্রে, জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা বাছাই কাজ করা হলেও এখনো কোন সিদ্ধান্ত দিতে পারেনি। দলীয় দ্বন্দ্বের জের ধরে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের সম্মেলন স্থগিত করা হয়। অপরদিকে দুই প্রভাবশালী নেতা নেত্রীর কারণে সহসা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না বলে জানিয়েছে সিনিয়র একাধিক নেতা। পূর্ণাঙ্গ কমিটিতে কে কোথায় রয়েছে, শুধু মাত্র জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর হাই ও সাধারণ সম্পাদক ভিপি বাদল ছাড়া কেউ জানে না। তাদের পৃথক পৃথক কমিটি তালিকায় তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি। কেন্দ্রীয় আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা তাদের তালিকার সকল নেতাদের দলীয় কর্মকা-ের খোঁজখবর নিচ্ছে। সকল কিছু খবর নেয়ার পর দলীয় সেক্রেটারীর মাধ্যমে দলের সভানেত্রীর কাছে তালিকা পাঠানো হবে। কবে নাগাদ এই তালিকা পাঠানো হবে তা কেউ বলতে পারে নাই। নারায়ণগঞ্জ জেলা সভাপতি আব্দুর হাই ও সাধারণ সম্পাদক ভিপি বাদলের মতানৈক্য সৃষ্টি প্রকাশ পেয়েছে দলীয় কর্মসূচিগুলোতে। তাদের একত্রে দলীয় অনুষ্ঠানগুলো দেখা যাচ্ছে না। এমনকি সাবেক অনেক নেতারা দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছে না। ২৩ অক্টোবর জাঁকজমকভাবে ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুর হাইকে সভাপতি ও আবু হাসনাত মো. শহীদ বাদলকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্রুত পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয়ারও আশাব্যক্ত করেন তিনি। কিন্তু ৫ মাস চলে গেলেও স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে জেলা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে কেউ মুখ খুলছে না। এদিকে সম্মেলনের আগে আব্দুর হাই ও শহীদ বাদলের সুসম্পর্ক দেখা গেলেও সম্মেলনের পর তাদের মধ্যে আবারো দ্বন্দ্ব দেখা দেয়। এর মূল কারণ হিসেবে নেতারা জানান, পূণাঙ্গ কমিটির তালিকা একে অপরের মধ্যে দ্বন্দ্বে রূপ নেয়। এতে দলীয় কর্মসূচিতেও তাদের একত্রে দেখা যাচ্ছে না। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাত ২টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আবু হাসনাত মো. শহীদ বাদলের পক্ষে তার কর্মী পারভেজ শ্রদ্ধা নিবেদন করেন। অপর দিকে সকাল সাড়ে ১০টায় জেলা সাবেক নেতৃবৃন্দ নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি আব্দুর হাই। এর মূলত কারণ একজন মেয়র আইভী ও অপরজন এমপি শামীম ওসমানপন্থী। তাদের দ্বন্দ্বের কারণে জেলা আওয়ামী লীগের কমিটি চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের আগে হচ্ছে কি না সন্দেহ প্রকাশ করেছেন সাবেক কয়েকজন নেতারা। তাঁরা আরও জানান, জেলা কমিটিতে অনেক নবীন নেতাদের নাম রয়েছে। তাদের কখনো রাজপথে বা দলীয় কর্মসূচিতে দেখিনি। অপরদিকে এক পক্ষকে বেশি পদের কোটা দেয়ার জন্য ইতিমধ্যে কয়েক ভাগ হয়ে দৌড়ঝাঁপ শুরু করেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা