
ডান্ডিবার্তা রিপোর্ট সদর-বন্দর আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের পাশ থেকে একে একে সরে আসতে শুরু করেছেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগ নেতারা। বিশেষ করে এ আসনে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী দেওয়ার দাবি ক্রমেই জোড়ালো হচ্ছে আর এ দাবিতে এবার কঠোর অবস্থান নিচ্ছেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা। একদিকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন অনিশ্চিত অপরদিকে এ আসনে নৌকার দাবি- সবমিলিয়ে রীতিমতো বেকায়দায় নারায়ণগঞ্জের প্রভাবশালী সাংসদ সেলিম ওসমান। এছাড়াও নিজ দলীয় নেতাকর্মীদের সাথে দূরত্ব ও বিএনপির সুবিধাবাদি নেতাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলায় আগামী নির্বাচন সেলিম ওসমানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্র মতে, বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে সদর-বন্দর আসনটি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীককে ছাড় দিয়ে আসছে আওয়ামীলীগ। আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীকে ছাড় দিয়ে এ আসনে নৌকার প্রার্থী দেয়া থেকে বিরত থাকে আওয়ামীলীগ। এতে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদেও মনে মনে পুঞ্জিভূত ক্ষোভ বাসা বেঁধে আছে দীঘদিন যাবত। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত সদর-বন্দরের গুরুত্বপূর্ন এই আসনটি ফিরে পেতে তাই এবার মরিয়া হয়ে উঠেছে এখানকার আওয়ামীলীগ নেতাকর্মীরা। ইতিমধ্যে নৌকা প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার শহর জুড়ে সয়লাব। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, এড. আনিসুর রহমান দিপু, মেয়র সেলিনা হায়াত আইভীর ছোট ভাই ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বলসহ বেশ কয়েজন প্রার্থী নৌকা প্রতীক পেতে তৎপর রয়েছে। এছাড়াও ওসমান পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ আওয়ামীলীগ নেতা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহাও কিছুদিন পূর্বে এক সমাবেশে এই আসনে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেছিলেন “নৌকার দাবিতে সবাই ঐক্যবদ্ধ হোন এবং আসুন আমরা একজন প্রার্থী বাছাই করে নৌকার জন্যে লড়াই করি।” খোকন সাহার সেদিনের সেই বক্তব্যে আরো উঠে এসেছে সিটি মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর প্রতি ঐক্যের ডাক। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দলটাকে গুছানোর জন্যে মেয়র আইভীর প্রতি আহবান জানিয়েছিলেন খোকন সাহা। এভাবে নৌকার দাবিতে সকল আওয়ামীলীগ নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার মানে প্রভাবশালী এমপি সেলিম ওসমানের জন্যে অশনি সংকেত। তাই যতই দিন যাচ্ছে সাংসদ সেলিম ওসমানের জন্যে নারায়ণগঞ্জ-৫ আসনটি ধরে রাখা ততটাই কঠিন হয়ে পরছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯