আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:২৭

নিস্ক্রিয়দের নিয়ে বিপাকে গিয়াস!

ডান্ডিবার্তা | ১২ এপ্রিল, ২০২৩ | ১২:০৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকনকে নিয়ে বেকায়দায় আছেন আহবায়ক মো: গিয়াসউদ্দিন। নিস্ক্রিয় খোকন রাজপথের দাপুটে নেতা গিয়াসের সাথে তাল মিলাতে পারছেন না। প্রায় অর্ধেকের বেশি কর্মসূচিতে খোকন থাকছেন অনুপস্থিত। ইতিপূর্বে যুবদলের কমিটিতেও তিনি ছিলেন নিস্ক্রিয়। কর্মসূচি বেশি দেখলে তিনি অসুস্থ্যতার ভান ধরে হাসপাতালে অবস্থান করতেন কিংবা বিদেশে চলে যেতেন। জেলা বিএনপির দায়িত্ব পাওয়ার পরেও তার নিস্ক্রিয়তার পরিমান আরো বেড়ে গেছে। যদিও বিক্ষণ নেতা মো: গিয়াসউদ্দিন তা সকলকে বুঝতে দিচ্ছেন না তবুও তা তৃণমূলের চোখকে ফাঁকি দিতে পারছে না। জানা যায়, গত বছরের ১৫ নভেম্বর সাবেক এমপি মো: গিয়াসউদ্দিনকে আহবায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে জেলা বিএনপির নয় সদস্যেও আংশিক কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনার পর থেকেই লাগাতার কর্মসূচি দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বিএনপি। জেলা বিএনপির আহবায়ক মো: গিয়াসউদ্দিনও কেন্দ্রের নির্দেশনা মোতাবেক প্রতিটি কর্মসূচি সফলভাবে আয়োজন করছেন। কিন্তু এক্ষেত্রে বেশিরভাগ সময়ই তিনি পাশে পাচ্ছেন না সংগঠনের সদস্য সচিব গোলাম ফারুক খোকনকে। নানা অজুহাতে খোকন এসব রাজনৈতিক কর্মসূচিগুলোতে অনুপস্থিত থাকছেন। যা তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। এর আগে জেলা যুবদলের দায়িত্বে থাকার সময়ও গোলাম ফারুক খোকন রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন না। রূপগঞ্জের একে প্রভাবশালী বিএনপি নেতার ছত্রছায়ায় থেকে সরকারী দলের সাথে লিয়াজো করেই তিনি চলে এসেছেন। ফলে তার বিরুদ্ধে নেই তেমন কোনো রাজনৈতিক মামলা। জেলা যুবদলের সেক্রেটারী চিলেন, বর্তমানে আহবায়ক পদটিও দখলে রেখেছেন কিন্তুতাকে রাজপথে খুব একটা খুঁজে পাওয়া যায়না। মাঝে মধ্যে দুএকটা কর্মসূচিতে উপস্থিত হতেন খোকন। খোকনের উপর ক্ষুব্দ নেতাকর্মীদের মতে, গত ১৫ বছর বিএনপি ক্ষমতার বাইরে। এসময় রাজপথে আন্দোলন সংগ্রামে খুব একটা দেখা মিলেনি গোলাম ফারুক খোকনের। রূপগঞ্জ বিএনপি’র এক সিনিয়র নেতার সুপারিশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হয়েছিলেন খোকন। সেই নেতার আশীর্বাদেই হয়েছিলেন আহ্বায়ক এবং পরবর্তীতে জেলা বিএনপির সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ন পদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন দেশব্যাপী নেতাকর্মীদের নামে একের পর এক রাজনৈতিক মামলা দায়ের হয়েছে, তখনো গোলাম ফারুক খোকনের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি। গোলাম ফারুক খোকনই সম্ভবত একমাত্র বিএনপি নেতা যাকে আদালতে হাজিরা দিতে হয়না। সরকারি দলের সাথে গোপন লিয়াজো রক্ষা করে চলেন বলেই এটা সম্ভব হয়েছে, এমনটাই মনে করেন স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা। দিনের-পর-দিন নিষ্ক্রিয় থেকেও জেলা বিএনপির সদস্য সচিব এখন গোলাম ফারুক খোকন- যা নেতাকর্মীদের মনে বিরাট বিষ্ময়ের জন্ম দেয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা