আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ৪:০৬

জাকির চেয়ারম্যানের ক্ষমতার দাপট ঈদগাহ ময়দানে বাজার

ডান্ডিবার্তা | ১৩ এপ্রিল, ২০২৩ | ১:৩৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকের ডিক্রীরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দীর্ঘ দুই যুগের অধিক সময়ধরে ঈদের জামায়েত অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু গত ঈদের পূর্বে জাকির চেয়ারম্যান তার পালিত বাহিনী দিয়ে কেন্দ্রীয় ঈদগাহের চারিদিকের ওয়াল ও মিম্বর ভেঙে দিয়ে পঞ্চায়েত কর্তৃক নির্মিত কবরস্থান সম্প্রসারিত অংশকে ঈদগাহ ঘোষণা দিয়ে সেখানে গ্রামের সবাইকে ঈদের নামাজ আদায় করতে বললে সেখানে তার অধীনস্ত কতিপয় লোকজন ব্যতীত অধিকাংশ মানুষই তার সেই স্বঘোষিত কবরস্থান জায়গায় ঈদের নামাজ পড়তে না গিয়ে নিজ নিজ মসজিদে ঈদের নামাজ আদায় করেন! সরকারী অনুদানে নির্মিত কেন্দ্রীয় ঈদগাহ ভেঙে ফেলার বিষয়টি সদর-বন্দর আসনের মাননীয় সংসদ সদস্য অবগত হলে তাঁর নির্দেশে সে আবার কেন্দ্রীয় ঈদগাহের ভাঙ্গা অংশ নির্মাণ করে দেয়। এরপর হঠাৎ গত দুই মাস পূর্বে সে আবার আরেক অপকর্ম করে বসে। নদীর পাড়ে কয়েক যুগ ধরে গড়ে ওঠা পুরোনো বাজার ভেঙে ফেলে। সে গ্রামের লোক জনদের বোঝায় সেখান দিয়ে সে ফেরি আনবে ও উন্নয়ন ঘটাবে। এভাবে ভুল বুঝিয়ে ৫ আসনের মাননীয় সংসদ সদস্য সে ওই এলাকা পরিদর্শনে নিয়ে আসে। আসলে ফেরি চলে নদীতে, তার জন্য এতো দিনের পুরোনো সমগ্র বাজারটি গুঁড়িয়ে দেয়া নিষ্প্রয়োজন। শুধুই সে বাজার ভেঙে ক্ষান্ত হয়নি বাজারের এক পাশে অবস্থিত ডিক্রীর চর গ্রামের ঐতিহ্যবাহী সূর্য তরুণ সাংসদ নামক ক্লাবটিও নির্বিচারে ভেঙে ফেলে বলে অভিযোগ রয়েছে। বাজারে আরো ২০/৩০টি দোকানঘরও সে একই ভাবে ভেঙে দেয়। এ যেনো বোকার রাজ্য সে নির্বিচারে যা মর্জি করে যাবে, কেউ মুখ খুলে কিছু বললেই তাকে নানা ভাবে হেনস্থা হতে হয়। চেয়ারম্যান হবার পরপরই সে ডিক্রির চর গ্রাম পঞ্চায়েতের ৪০ বছরের জমানো ফান্ড ১ কোটি ৩৪ লক্ষ টাকা এক প্রকার জোরজবস্তি তার ছোট ভাইকে আহবায়ক করে তার একউন্টে সরিয়ে নিয়েছে বলে অভিযোগে জানা গেছে। অপরদিকে সে নিজে বাইশ ময়ালী প্রধান হবার খায়েসে চেয়ারম্যান হবার পর পরই ফরায়েজি জামায়েতের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগায় বলে অভিযোগে জানা যায়। দুই বছর যাবৎ ফরায়েজি জামায়েতের ওয়াজ মাহফিল, ইফতার মাহফিল ও কমিটি গঠনের বিষয়ে যাবতীয় কার্যক্রম বন্ধ করে রেখেছেন চেয়ারম্যান জাকির এবং ঈদগা মাঠে অবৈধ বাজার নির্মাণ করে সেখানে তাদের বাৎসরিক মাহফিল করা থেকে বিরত করে রেখে অপপ্রচার চালানো হচ্ছে পুরাতন কমিটি ওয়াজ মাহফিল করছেনা। তাছাড়া এলাকার বিভিন্ন স্কুল মাদ্রাসায় ক্ষমতার জোর খাটিয়ে এলাকার যোগ্য ব্যক্তিদের হঠিয়ে নিজ অযোগ্য দুই ভাইকে সভাপতি বানিয়েছে এবং নিজেও অবৈধ ভাবে এক স্বনামধ্য হাই স্কুলের সভাপতি হবার অভিলাসে লিপ্ত। অথচ তিন ভাইয়ের কারোরই পঞ্চম পাশের সার্টিফিকেটও নেই। যে কারণে অনেকেই বলছেন তাদের হাতে এলাকার শিক্ষা ব্যবস্থার দায়িত্ব দিলে এলাকার ভবিষ্যত প্রজন্মের শিক্ষা ব্যবস্থা অচল ও ছেলে মেয়েদের ভবিষ্যত অন্ধকারে যাবে। এই নিয়ে এলাকার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এটা যেনো হিরক রাজার দেশের গল্পের মতো ক্ষমতার দাপটে সে একের পর এক যেভাবে অপকর্ম করে চলছে এটা যে কোনো জমানার জুলুম নির্যাতনকেও হার মানিয়েছে। এখনই সরকারি উপর মহল এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তার অপকর্ম চলতেই থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা