আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:৩১

ক্যাবলে অশ্লীল বিজ্ঞাপন তবুও নীরব প্রশাসন!

ডান্ডিবার্তা | ১৩ এপ্রিল, ২০২৩ | ১:৪৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আপনি কী বিশেষ মূহুর্তে দূর্বল? স্ত্রী সহবাসে স্থায়ীত্ব কম থাকায় আপনি কী দাম্পত্য কলহের শিকার? এমন আপত্তিকর বিজ্ঞাপন সংলাপ ও নানা প্রকার খোলামেলা দাম্পত্য সম্পর্কের দৃশ্য সম্বলিত বিভিন্ন হারবালের বানিজ্যিক বিজ্ঞাপন দেদারছে চলছে ডিস বাবু ওরফে আমেনা বাবুর মালিকানাধীন ক্যাবল টিভিতে। যতই দিন যাচ্ছে এই অশ্লীলতার পরিমান ততই বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ নারায়ণগঞ্জ ক্যাবল টিভির দর্শকদের। এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশানসনের নজরধারী না থাকায় নারায়ণগঞ্জ জেলা জুড়ে চলছে এসবি স্যাটালেইট ক্যাবল টিভির অশ্লীল বিজ্ঞাপন কর্মকান্ড। আব্দুল করিম বাবু ওরফে আমেনা বাবুর মালিকানাধীন উক্ত স্যাটালাইট টিভিত অবৈধ ভাবে প্রচার করা হচ্ছে বিভিন্ন যেীন উত্তেজনা মূলক বিজ্ঞাপন। ফলে পরিবার নিয়ে ডিস বাবুর ব্যাক্তিগত ডিভিডির মাধ্যমে প্রচার হওয়া বিনোদন দেখতে গিয়ে অনেকটা বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে অপ্রাপ্ত বয়ষ্ক ছেলে মেয়েদের। নীল বিজ্ঞাপন প্রদর্শনের ফলে আমেনা বাবু নিজের আখেড় গোছালেও সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে অপ্রাপ্ত বয়সের ছেলে মেয়েরা। অপরদিকে দীর্ঘদীন ধরে অবৈধভাবে একাধিক স্যাটালাইট টিভিতে অসামাজিক বিজ্ঞাপন প্রচার করে আসলেও রহস্যজনক কারনে নীরব রয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। জেলার সচেতন মহল মনে করেন সামাজিক অবক্ষয়রোধে অবৈধভাবে প্রচার হওয়া নীল বিজ্ঞাপনবন্ধসহ অবিলম্বে আমেনা বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিবেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। অণ্যথায় সামাজিক অবক্ষয়ের ফলে বিপদগামী হবে অপ্রাপ্ত বয়ষ্কের ছেলে-মেয়েরা। আর এ বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে হারবাল ঔষধের পাশ্বপ্রতিক্রিয়ায় ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ ক্যাবল টিভিতে স্যাটেলাইট চ্যানেলের পাশাপাশি তারা তাদের নিজ ক্ষমতায় প্রচার করছেন একাধিক বিজ্ঞাপন চ্যানেল। যার বৈধতা নিয়ে প্রশ্নবিদ্ধ সচেতন মহলের। এসব চ্যানেলে প্রতিনিয়তই বিভিন্ন দেশী বিদেশী ছায়াছবি, নাটক কিংবা বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারিত হয়। এই অনুষ্ঠানগুলো প্রচারের ফাঁকে ফাঁকে ভারত হারবাল, জার্মান হোমিও কমপ্লেক্স, জনতা হারবাল, কলিকাতা হারবাল ইত্যাদি নানা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারিত হয়। এই সকল বিজ্ঞাপনে নারী পুরুষের বিভিন্ন গোপন অঙ্গের যে দৃশ্য দেখানো হয় এবং যেভাবে তার বর্ণনা দেওয়া হয় তা অশ্লীলতার চরম সীমা ছাড়িয়ে যায়। মা বাবা ভাই বোনসহ পরিবার পরিজন নিয়ে টিভি দেখতে বসা মানুষের জন্য যা রীতিমত মানসিক যন্ত্রনার কারন হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে পাইকপাড়ার অধিবাসী ব্যবসায়ী মনির হোসেন জানান, সারাদিনের কর্মব্যস্ততার পর রাতে যখন পরিবারের সবাইকে নিয়ে টিভি দেখতে বসি তখন প্রচারিত অনুষ্ঠানের ফাঁকে হঠাৎ করেই চলে আসে এই ধরনের অশ্লিল বিজ্ঞাপন। কে যেন বলতে থাকেন আপনি কী বিশেষ মূহুর্তে দূর্বল? যা উপস্থিত সবাইকে বিব্রত করে দেয়। দ্রুত এই চ্যানেল পাল্টে অন্য চ্যানেলে চলে যাই। এ ধরনের কুরুচিপূর্ণ বিজ্ঞাপনের কারণে পরিবার নিয়ে টিভি দেখা প্রায় ছেড়েই দিয়েছি। অবিলম্বে এই অশ্লীল বিজ্ঞাপন প্রচার বন্ধ করা হোক। এটাই আমার দাবী। দেওভোগের অধিবাসী শিল্পপতি মেহেদী হাসান বলেন, এ ধরনের বিজ্ঞাপন যারা নির্মাণ করে এবং যারা এটা প্রচার করে তাদের সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া উচিত। কারণ এই বিজ্ঞাপন একদিকে যেমন অশ্লীল, অন্যদিকে তেমনি লোক ঠকানো প্রতারণাকারী এসব হারবাল প্রতিষ্ঠানের অপকর্মকে সহায়তা করার সামিল। সর্ব রোগের চিকিৎসার নামে এই ধরনের অনুমোদনহীন প্রতিষ্ঠানের হাতুরে ডাক্তাররা নিরীহ সাধারণ মানুষগুলোর সর্বস্ব লুটে নিচ্ছে। আর অশ্লিল চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে তা প্রচার করে ক্যাবল ব্যবসায়ীরাও এইসব প্রতারক লুটেরাদের অপকর্মে সহায়তা করছে। এসব প্রতারকদের হাত থেকে অসহায় নারায়ণগঞ্জবাসীকে রক্ষার জন্য অনতিবিলম্বে এই ধরনের অশ্লিল ও কুরুচিপূর্ণ বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। ইসদাইরের অধিবাসী কলেজ ছাত্র সাজ্জাদ হোসেন জানান, দিনের পর দিন বছরের পর বছর এই জাতীয় অশ্লিল বিজ্ঞাপন প্রচার হচ্ছে অথচ নারায়ণগঞ্জের প্রশাসন তা বন্ধে কোন পদক্ষেপই গ্রহণ করছেন না। এ থেকে বোঝা যায় প্রশাসনও এ সকল অপকর্মের পরোক্ষ সমর্থনকারী। প্রশাসনকে নিয়মিত মাসোহারা দিয়েই তারা নির্বিঘেœ এ ধরনের জঘন্য অপরাধ চালিয়ে যাচ্ছে আমার এমনটাই মনে হয়। সবার আগে প্রয়োজন প্রশাসনের এই অসাধু লোকগুলোকে খুঁজে বের করে তাদের বিচারের মুখোমুখি করা। কারণ শর্ষের মধ্যেই যদি ভুত থাকে তবে তা দিয়ে ভুত তাড়ানো অসম্ভব। ফলে এ ভূত তাঁড়াতে দক্ষ ওঝা বাঞ্চনীয়। এ অবৈধ বিজ্ঞাপনগুলোতে ব্যবহার হওয়া বিভিন্ন হারবাল কোম্পানির ঔষধের কার্যকারিতা নিয়ে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ সুকুমার রায় জানান, চটকদার বিজ্ঞাপনে আসক্ত হয়ে মানুষ রোগমুক্তির আসায় চলে যায় ক্যাবল টিভিতে বিজ্ঞাপন দেয়া হারবাল ঔষধের দোকানগুলোতে। তবে উক্ত হারবাল সেবনে মানুষ কতটুকু সুবিধা পেয়েছে তা আমার জানা নেই। কেন না হারবাল ঔষধের পরামর্শ দাতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, উক্ত হারবাল সেবনের ফলে রোগমুক্তির চেয়ে রোগের প্রাদুভার্ব ঘটে বেশি। অনেকে সারা জীবনের জন্য যৌন ক্ষমতা হারিয়ে ফেলেছে বলেও তিনি অভিযোগ করেন। তাই কথিত এ সকল বিজ্ঞাপন দাতা এবং অবৈধভাবে গড়ে উঠা হারবাল কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তিনিও। ২০০৬ সালের ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক কার্য্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ গেজেটে আইনে এ সকল বিজ্ঞাপন সম্পূনভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর এ আইন কোন ক্যাবল টিভির মালিক কতৃপক্ষ না মানলে তার ক্যাবল ব্যবসা বাজায়াপ্ত করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ্য রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের কর্মকর্তা এনডিসির মোবাইল নাম্বার একাধিকবার যোগাযোগ করার করলেও মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ ক্যাবল টিভি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক আঃ করিম বাবু ওরফে ডিশ বাবুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার লাইনে এ ধরনের কোন অশ্লীল বিজ্ঞাপন প্রচার হয় না। নারায়ণগঞ্জ জেলা কোয়াবের সভাপতি এ সম্পর্কে বলেন, কোয়াবের সাধারণ সম্পাদক আঃ করিম বাবু বিজ্ঞাপনের দিকটি একাই নিয়ন্ত্রণ করেন। এ বিষয়ে আমরা কেউ কিছু জানি না। তবে আমি আগামী ৭ দিনের মধ্যে জরুরী সভা ডেকে আমি এটা বন্ধ করার ব্যবস্থা করবো। প্রসঙ্গ, অলৌকিক ক্ষমতার জোরে দোর্দান্ড প্রতাপে প্রশাসনের নাকের ডগায় এহেন অপকর্ম দিনের পর দিন চালিয়ে গেলেও ক্যাবল টিভি ব্যবসায়ী আমেনা বাবু থেকে যাচ্ছেন ধরাছোয়ার বাইরে। নারায়ণগঞ্জের বিভিন্ন প্রচার মাধ্যমে বহুবার এ বিষয়ে সংবাদ প্রচার হলেও তাদের বিরুদ্ধে কখনও কোনপ্রকার ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ মনে করছেন অনেকে। ক্যাবল টিভি ব্যবসায়ীদের খুটির জোর কোথায় সে প্রশ্নের উত্তর খুঁজছেন ভুক্তভোগী টেলিভিশন দর্শকরা। এছাড়া ডিস বাবুর বিরুদ্ধে ভূমিদস্যুতা, এলাকায় ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তারের চেষ্টা এবং প্রয়াত সাংসদ নাসিম ওসমান ও বর্তমান সাংসদ শামীম ওসমানের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা