আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:৩৩

পুলিশী বাধায় না’গঞ্জে যুবদলের বিভাগীয় ইফতার কর্মসূচি বাতিল

ডান্ডিবার্তা | ১৩ এপ্রিল, ২০২৩ | ১:৪৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে যুবদলের ঢাকা বিভাগীয় সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পুলিশের বাধার কারণে এটি বাতিল করা হয়। গত মঙ্গলবার রাতে বিষয়টি জানান যুবদল নেতারা। এর আগে বিকেলে ফতুল্লা থানা পুলিশ ফতুল্লার ফাজিলপুর মাঠে ইফতারের জন্য প্যান্ডেলের কাজ বন্ধ করে দিয়ে ডেকোরেটর কর্মীদের বের করে দিয়ে সেখানে পুলিশ প্রহরা বসায়। এর আগে গত দুইদিন যাবৎ ফতুল্লার ফাজিলপুর মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিতে দেখা যায় যুবদল নেতাদের। আগামীকাল শুক্রবার এই বিভাগীয় সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইফতার মাহফিলে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিল্টন। এছাড়াও সমাবেশে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে যুবদল নেতাকর্মীদের যোগদান করার কথা ছিল। এদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ব নির্ধারিত ইফতার মহফিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। গতকাল বুধবার অনুষ্ঠিত হবার কথা থাকলেও শেষ পর্যন্ত ইফতারের জন্য নির্ধারণ স্থানে সংগঠনটির নেতাকর্মীদের জড়ো হতে দেয়নি পুলিশ। এর আগে গত মঙ্গলবার বিকেলে ফতুল্লার পঞ্চবটী ইউনাইটেড ক্লাবে ইফতার অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হলে সেখানে পুলিশ সব কার্যক্রম বন্ধ করে দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের বের করে পাহারা বসিয়ে দেয়। ফতুল্লার পঞ্চবটী ইউনাইটেড ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইফতার মাহফিলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির একাধিক সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের সুপার ফাইভ, জেলা বিএনপি নেতারা ও বিভাগীয় টিমের নেতারা আমন্ত্রিত ছিলেন। জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান জানান, আপাতত পুলিশের বাধায় বুধবারের ইফতার মহফিল স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত বৈঠক করে জানানো হবে। তিনি জানান, একটি ইফতার মহফিলকেও আজ সরকার ভয় পায়। এসব করে তাদের শেষ রক্ষা হবেনা। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, এ বিষয়ে তারা কোন অনুমতি নেয়নি। কাউন্সিলর খোরশেদ আক্ষেপ করে বলেন, নারায়ণগঞ্জে অনুষ্ঠিতব্য যুবদলের ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল বাতিল করেছে যুবদলের নেতারা কারন পুলিশ বাধা দিয়েছে। আমি ও মরহুম জাহাঙ্গীর কমিশনার যখন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দায়িত্বে ছিলাম তখনও ঢাকা বিভাগীয় যুব মহাসমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছিল নারায়নগঞ্জে। ২০১১ সালের ৫ ফ্রেরুয়ারি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এটিই ছিল উনার মহাসচিব হিসাবে ঢাকার বাইরে প্রধান অতিথি হিসেবে প্রথম ও শেষ জনসভা।একজন আওয়ামী ডাকসাইটের এমপি সেই মহাসমাবেশেকে বানচাল করার সব চেষ্টা করেও বিফল হয়ে সমাবেশের ২ দিন আগে একজন ছাত্রলীগ নেতাকে দিয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করিয়েছিলেন মহাসমাবেশ বন্ধ করার জন্য। সেদিন আদালতের বিচারক ছিলেন বিচারপতি সামছুদ্দিন মানিক।বিবাদী হিসাবে আদালতে উপস্থিত হয়ে হলফনাম দিয়েছিলাম আমি।আমার পক্ষে আইনজীবী ছিলেন মজলুম জননেতা এডভোকেট তৈমুর আলম খন্দকার। আদলতে উপস্থিত ছিলেন তৎকালীন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক শামছুর রহমান সাহেব। রাষ্ট্র পক্ষের তুমুল বিরোধিতা মুখে এড. তৈমুর আলম খন্দকার ল’পয়েন্টে দীর্ঘ শুনানী করে প্রমান করেন সরকারি দল ইচ্ছাকৃত ভাবে মহাসমাবেশ বানচাল করার জন্য এই রিট পিটিশন দাখিল করেছে।অবশেষে বিচারপতি শামছুদ্দিন মানিক তৎকালীন জেলা বিএনপির সভাপতি এড. তৈমুর আলম খন্দকারের তত্বাবধানে মহাসমাবেশ করার অনুমতি দেয়। আমরা বিশাল সমাবেশ করি। নিতাইগঞ্জ মোড় থেকে ডিআইটি পর্যন্ত লোক সমগম হয়। পরবর্তী সময়ে আমি সিনিয়র নেতাদের সাথে কথা বলে, ইতিহাসের বই পড়ে, গুগল ঘেটে জেনেছি আমাদের যুব মহাসমাবেশটি একমাত্র সমাবেশ যেটা শুধু বাংলাদেশ নয় ভারতীয় মহাদেশের একমাত্র রাজনৈতিক মহাসমাবেশ যা উচ্চ আদালতে রিট জিতে করতে হয়েছিলো। আল্লাহর রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাসমাবেশ থেকে শুরু করে দলের বিভাগীয় মহাসমাবেশ একাধিকবার উপস্থাপনা করার, দেশনেত্রীর সাথে সরাসরি ও অবরোকালীন সময়ে টেলিফোনে কথা বলার সুযোগ হয়েছে ২০০৩ থেকে ২০২০ সাল পর্যন্ত সম্মুখ সংগ্রামে থেকে নারায়ণগঞ্জের সর্বাধিক রাজনৈতিক মামলার আসামি ৫ এর অধিকবার কারাবরণ ও দীর্ঘ সময় জেল খাটার অভিজ্ঞতা (আমি মনে করি সৌভাগ্য) হয়েছে। কিন্তু বিনা কারণে দলে আজ আমি বা আমরা অবহেলিত। যতই অবহেলা হোক না কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সর্বোপরি শহীদ জিয়ার আদর্শ থেকে এক মুহূর্তের জন্য বিচ্যূত হব না ইনশাআল্লাহ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা