আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:২১

না’গঞ্জে একটা বাজে গেইম চলছে: শামীম ওসমান

ডান্ডিবার্তা | ১৪ এপ্রিল, ২০২৩ | ১১:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজিলপুরে একটি চিপার মধ্যে ঢাকা বিভাগীয় ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। যুবদল বিএনপির বিভাগীয় ইফতার পার্টি হবে রাস্তার পাশে বড় জায়গাতে। কেন হয়েছে সেটা নিয়েও নানা প্রশ্ন ছিল। আমাদের কাছে খবর এসেছিল ১৬ জুন যেভাবে বোমা হামলা হয়েছিল ঠিক একইভাবে ইফতারের আগে এমন একটি ঘটনার চেষ্টা করা হবে যাতে বহু লোক হতাহত হয়। এতে দোষ যাতে পড়ে আওয়ামী লীগের উপর, দোষ পড়বে শামীম ওসমানের উপর। তিনি বলেন, বিএনপি কিন্তু একটার পর এক প্রোগ্রাম করেছে আমরা কিন্তু বাধা দেইনি। এর আগে চাষাচায় করেছে। যিনি বিএনপির খেলোয়াড় তিনি তখন ওমরাতে ছিলেন। খবর এসেছিল হামলা হবে। সে কারণে সংসদ ছেড়ে পাহারা দিতে এসেছিলাম। আমি হুশিয়ারী করছি আপনারা কি করতে চাচ্ছেন কি করবেন এসব খবর কিন্তু আমর রাখি। বি কেয়ারফুল, আগামীতে আর ছাড় দেওয়া হবে না। মানুষের জীবন নিয়ে খেলবেন না। নারায়ণগঞ্জে একটি বাজে গেম চলছে। আমাদের কেউ কেউ হয়তো এর সঙ্গে জড়িত যারা তাদের সঙ্গে আত্মীয়তা রয়েছে। তিনি বলেন, আমাদের এখানে বিএনপির সাবেক সদস্য সচিব মামুন মাহমুদের উপর ছুরিকাঘাতের হামলার ঘটে। তার সঙ্গে আমার দুই একবার কথা হয়েছে। ভদ্রলোক মানুষ শিক্ষিত লোক। সিদ্ধিরগঞ্জ বাড়ি। এলাকার একজন সাবেক এমপি আছেন। ওনি অনেগুলো খুনের সঙ্গে জড়িত। ওনার ব্যাপারে আমি বলতে চাই না ওনাকে আমি ফ্যাক্টর মনে করি না। এ সাবেক এমপির প্রতিদ্বন্দ্বি মামুন মাহমুদ। এজন্য ওই সাবেক এমপির ছেলে রিফাত সহ আরো কয়েকজন মিলে এক টিলে দুই পাখি মারার চেষ্টা করে। তাদের পরিকল্পনায় একজন হেরোইনখোর পল্টনে মামুন মাহমুদকে উপুর্যপরি ছুরিকঘাত করে। এক প্রতিদ্বন্দ্বিকে সরিয়ে দেয়া আর দ্বিতীয়ত বিএনপির সেক্রেটারী মারা গেলে আমাদের উপর দোষ চাপানো সহজ হবে। ওই ঘটনাটি মতিঝিলের পুলিশ কমিশনার বেশ গুরুত্ব সহকারে নেয়। ওনি দেখলেন একজন অধ্যাপক মানুষ বিএনপি নেতাকে কেন একজন হেরোইনখোর মারতে যাবে। পরে গ্রেফতারকৃতকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বিস্তারিক জানতে পারে এবং পরে সে আদালতে স্বীকারোক্তি দেয়। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা প্রশাসনের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শামীম ওসমান এ হুশিয়ারি দেন। ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে শামীম ওসমান বলেন, এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজর উদ্দিন ভূইয়া, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা