আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৭:১৭

দুই বলয় নিয়ে আসছে স্বেচ্ছাসেবক লীগ কমিটি

ডান্ডিবার্তা | ১৪ এপ্রিল, ২০২৩ | ১১:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১০ থেকে ১৮নং ওয়ার্ড ও সদর থানা কমিটির ঈদের আগেই তালিকা প্রকাশ করতে যাচ্ছে কেন্দ্রীয় কমিটি। সকল কিছু প্রস্তুতি ইতোমধ্যে করেছে দায়িত্বপ্রাপ্ত নেতারা। এখন শুধু কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ও তালিকা প্রকাশের সময় নির্ধারণ হলেই ৯টি ওয়ার্ড ও সদর থানা কমিটির তালিকা প্রকাশ করা হবে। এমন বার্তা স্থানীয় ও কেন্দ্রীয় একাধিক নেতা নিশ্চিত করেছে। এমপি শামীম ওসমান ও মেয়র আইভীর সমন্বয়ে এসব কমিটিতে তাদের সমর্থকদের দেখা যাবে বলে জানা গেছে। এদিকে ৯টি ওয়ার্ডে প্রভাবশালীদের খুশি করা হলে পাল্টা কমিটির হুঁশিয়ারি বদলে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে একাংশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতারা। ২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মাঠে না থাকার অভিযোগে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়। স্বেচ্ছাসেবক লীগের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের নিদের্শে এই শাস্তিমূলক বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকে শামীম ওসমান ও মেয়র আইভী গ্রুপে বিলুপ্ত কমিটি ও একাধিক সাবেক ছাত্রলীগ নেতারা স্বেচ্ছাসেবক লীগ কমিতিতে ঠাঁই নেয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়। গত বছর ডিসেম্বর থেকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত উপজেলা, থানা ও ওয়ার্ড কমিটি সম্মেলন শুরু হয়। এতেও এমপি শামীম ওসমানের গ্রুপের কর্মীরা সম্মেলনে চাহিদা পদ লাভ করেছে। ২৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত সদর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি পদে একক প্রার্থী ছিলেন মেয়র আইভী ও জি এম আরাফাতের কর্মী শফিউল বাসার বাবু, সাধারণ সম্পাদক পদে দুইজন হওয়ায় সম্মেলনে নির্বাচিত ঘোষণা করা হয়নি। একইভাবে ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত ১০, ১১, ১২নং ওয়ার্ড, ২৬ ফেব্রুয়ারি ১৩, ১৪, ১৫ ও ২৭ ফেব্রুয়ারি ১৬, ১৭, ১৮নং ওয়ার্ড সম্মেলনে কাউকে নির্বাচিত ঘোষণা করতে পারেনি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ। তিনি জানিয়েছেন সম্মেলনে ৯টি ওয়ার্ডের সম্মেলনের প্রার্থীদের নাম কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ঘোষণা করা হবে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনগুলো শেষ হলেই জেলা ও মহানগর কমিটি ঘোষণার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় কমিটি। এরই মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে আলোচনায় রয়েছে ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি ছগির আহম্মেদ ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছে নারায়ণগঞ্জ ছাত্রলীগের সাবেক নেতা জামির হোসেন রনি। তাদের মধ্যে ছগির এমপি শামীম ওসমানের অপরদিকে রনি মেয়র আইভী অনুসারী হিসেবে পরিচিত। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে আলোচনায় রয়েছে সাবেক সভাপতি জুয়েল হোসেন, কায়কোবাদ রুবেল ও আলী হাসান সজীব। অপরদিকে সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া হাসান। তাদের মধ্যে জুয়েল হোসেন শামীম ওসমানের, রুবেল মেয়র আইভী ও সজীব আনোয়ার হোসেনের অনুগত। সাধারণ সম্পাদক পদে যারা রয়েছে তাঁরা সকলেই শামীম ওসমানের অনুসারী। মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন মুখ আসতে পারে এমন ধারণা দিয়েছে কেন্দ্রীয় নেতারা। এই নারায়ণগঞ্জের সম্মেলনগুলো নিয়ে কেন্দ্রীয় কমিটি থেকে করা একাধিক টিমের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের। তিনি বিলুপ্ত কমিটির কোন নেতাকে আর সুযোগ দিতে চান না। নতুন নেতৃত্বের মাধ্যমে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করার নিদের্শ দিয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক নেতা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। সেখানে ওই সব নেতাদেরই আবারও পুনর্বহাল রাখবে, এমন কোথাও হয়নি। আগামীতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের কে কাক্সিক্ষত পদ পাচ্ছে, অপেক্ষা করতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে এমপি শামীম ওসমান ও মেয়র আইভী তার অনুগত নাম দেয়নি। কিন্তু তাদের পাশে থাকার জন্য একাধিক নেতা দিয়েছেন। অন্যদিকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের পদে জন্য দীর্ঘ সময় থেকে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে কয়েক নেতা। তাদের অবশ্যই মূল্যায়ন করবে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় সভাপতি নির্মল চন্দ্র মারা যাবার পর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতা হাল ছাড়েনি। সব দিক মিলিয়ে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কাক্সিক্ষত সভাপতি ও সাধারণ সম্পাদক বণ্টন হবে এমপি শামীম ওসমান ও মেয়র আইভী সমন্বয়ে। তাদের কাছ থেকে নেতাদের নাম চাইবে নেতারা। সেখান থেকে নারায়ণগঞ্জ অবস্থানকালে ওই নেতা বিস্তারিত তুলে ধরা হবে। এদিকে টানা তিনদিনে ৯টি ওয়ার্ডে সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার সমন্বয়ে না হওয়ায় এক পক্ষ প্রতিবাদ জানিয়েছে। এমনকি মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের অভিভাবক আনোয়ার হোসেনকে মাইনাস ফর্মূলা তিনটি সম্মেলন অতিথি বা উদ্বোধক হিসেবে রাখা হয়নি। এতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত ৯টি ওয়ার্ডে ক্ষেপেছেন তার অনুগতরা। মহানগরের সভাপতি হয়ে মাত্র একটি সম্মেলনে প্রধান অতিথি রাখা নিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন আনোয়ার হোসেন। এক প্রভাবশালীর নিদের্শনায় সম্মেলনগুলোতে আনোয়ার হোসেনকে খাটো করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চিকিৎসা শেষে দেশের ফিরে সম্মেলনে এমন ঘটনা তাকে তুলে ধরে তার অনুগতরা। বিস্তারিত জেনে কেন্দ্রীয় নেতাদের কাছে প্রশ্ন তুলেন আনোয়ার হোসেন। মহানগরের ২৭টি ওয়ার্ডের অভিভাবক হয়ে মাত্র ৩টি ওয়ার্ডের সম্মেলন তাকে প্রধান অতিথি না করা নিয়েও জানতে চান। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ কাছে সঠিক উত্তর না পাওয়ায় সোমবার ১৬, ১৭, ১৮নং ওয়ার্ডে সম্মেলনে থাকবে না জানিয়ে দেন তিনি। ক্ষোভ নিয়ে সোমবার সকালে চিকিৎসা উদ্দেশ্যে আবারও দেশের বাহিরে চলে যান আনোয়ার হোসেন ও তার স্ত্রী। এদিকে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যে কারণে বিলুপ্ত করা হয়েছে, সে কারণে যদি আবারও কমিটি বা ওয়ার্ড কমিটি করা হয় পাল্টাপাল্টি কমিটি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে প্রত্যার্শী প্রার্থীরা। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী হাসান সজীব সময়ের নারায়ণগঞ্জকে জানান, সম্মেলনের প্রক্রিয়া নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। কাউকে খুশি করার জন্য সম্মেলনগুলো করা হয়েছে। সম্মেলনে এখনো কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি। এতে আমাদের সন্দেহে কারো ইশারায় আমাদের মাথায় টুপি পড়িয়ে দিতে চায়। আমরা বলতে চাই, স্বেচ্ছাসেবক লীগের নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন না হলে বা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারী সমন্বয় কমিটি হলে আমরা পাল্টা কমিটি দিবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা