আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:১০

শহরের ৩নং মাছ ঘাটে অবাধে জাটকা বিক্রি!

ডান্ডিবার্তা | ১৪ এপ্রিল, ২০২৩ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সরকার সারাদেশে অবৈধ জাটকা নিধন করার ঘোষণা করলেও নারায়ণগঞ্জ শহরেরর ৩নং মাছ ঘাট এলাকায় দেদারছে বিক্রি হচ্ছে জাটকা। সরকারের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে টনকে টন জাটকা শহরের ৩নং মাছ ঘাট এলাকায় মাছ ব্যবসায়ী জামাল ও মজিবুরের নেতৃত্বে বিক্রি করা হচ্ছে এসব জাটকা মাছ। বিএনপি’র চেয়ার পার্সন এর সাবেক উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারের ঘনিষ্ঠ সহচর জামাল এবং ৩নং মাছঘাট এলাকার মাছ ব্যবসায়ী মজিবুর বাজারে এসব জাটকা বিক্রি করে দেশের সোনালী ইলিশকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সরজমিনে সকালে শহরের ৩নং মাছ ঘাট এলাকায় জামাল ও মজিবুরের নেতৃত্বে অবৈধ জাটকা মাছ দেদারছে বিক্রি করতে দেখা গেছে। চলমান জাটকা নিধন অভিযানের বিষয়ে জেলা মৎস অধিদপ্তর এবং নারায়ণগঞ্জ সদর নৌ থানার তেমন কোন উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে দেখা যায়নি। বিশেষ করে নারায়ণগঞ্জ সদর নৌ ওসির বিরুদ্ধে জাটকা নিধন রোধে জোরালো কোন ভূমিকা না রেখে উল্টো অবৈধ জাটকা মাছ বিক্রেতাদের কাছ থেকে সুবিদা নেওয়ার গুরুতর অভিযোগও উঠেছে! সম্প্রতি সময়ে শহরের ৩নং মাছ ঘাট এলাকা থেকে ১৪’শ কেজী অবৈধ জাটকা আটক করা হলেও মোটা অংকের টাকার বিনিময়ে রফাদফা করার গুরুতর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মোঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে! এছাছাড়াও প্রতিদিন চাঁদপুর মোহণা ও ধলেস্বরী নদী থেকে আটক হওয়া জাটকা ধরে নারায়ণগঞ্জ ৩নং মাছ ঘাট এলাকায় প্রকাশ্যে বিক্রি করা হলেও মাত্র একশ গজ দূূরুত্বে থাকা নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশকে অভিযান পরিচালনা করতে দেখা যায়নি। শুধু তাই নয় কখনো কখনো শহরের ৩নং মাছ ঘাটে দেদারছে জাটকা বিক্রি করা হচ্ছে এই মর্মে সদর নৌ থানার ওসি মনিরুজ্জামানকে অবগত করলেও তিনি এ বিষয়ে পদক্ষোপ গ্রহন করেননি। তাই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কি নৌ থানার ওসি মনিরুজ্জামান এই অপকর্মের সাথে জড়িত? মোটা অংকের টাকার বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান জানান, জামাল ও মজিবুর নামের কাউকে আমি চিনি না। চাঁদপুর মোহনা ও ধলেশ^রী নদী থেকে আটক হওয়া জাটকা মাছগুলো আমি প্রতিদিন নারায়ণগঞ্জ শহর ও বন্দরের নদীর দুই পাশে অবৈধ জাটকা নিধনের অভিযানটি পরিচালনা করি। যেখার থেকে জাটকা ধরা হয় সেখানেই বন্ধ হয়না আমরা কিভাবে বন্ধ করবো। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায়, শহরের ৩ নং মাছঘাট এলকায় অবৈধ জাটকা মাছগুলোর বিক্রেতা মজিবুর ও জামাল। নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামানকে মাছ বিক্রি করার আগে মোটা অংকের টাকা হাতে দিলেই নাকি অবৈধ জাটকা মাছগুলো বিক্রি করা যায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা মৎস কর্মকর্তা ডক্টর ফজলুল কাদির জানান, জাটকা নিধনের বিষয়ে আমাদের অভিযান চলমান আছে। আমার অফিসের কোন কর্মকর্তা যদি কোন ধরনের অপকর্মের সাথে জরিত থাকে তার বিরুদ্ধে আমি অবশ্যই ব্যবস্থা নিবো। নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামানের টাকা নেয়ার বিষয়ে যে কথাটি উঠেছে সে বিষয়টি আমিও জেনেছি। আমি মনে করি জাটকা নিধন অভিযানে জেলা মৎস অধিদপ্তরের পাশাপাশি নৌ পুলিশেরও গুরত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে এবং একে অপরের সমন্বয় করে কাজ করতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা