আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৯

অবশেষে স্থগিত হলো ঢাকা বিভাগীয় যুবদলের ইফতার

ডান্ডিবার্তা | ১৪ এপ্রিল, ২০২৩ | ১১:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আজ শুক্রবার জাতীয়তাবাদী যুবদলের ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে। দীর্ঘ দুই সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের চেষ্টা বিফলে গেল। জানাগেছে, ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলের ভেন্যু হিসেবে নারায়ণগঞ্জকে বেঁছে নেন কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দরা। তারই পরিপ্রেক্ষিতে গত ২৯ মার্চ দুপুরে সম্ভাব্য ভেন্যু হিসেবে শহরের বরফকল মাঠ, জিমখানা মাঠ, দেওভোগ চারুকলা মাঠ ও ফতুল্লার পঞ্চপট্রি ফাজিলপুর মাঠ পরিদর্শন করতে আসেন যুবদল কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগীয়) সহ-সভাপতি রেজাউল কবির পলসহ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর বরফকল মাঠকে প্রথমে বেছে নেন কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দরা। ঢাকা বিভাগীয় যুবদলের ইফতার মাহফিল বরফকল হবে সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল ডিসি ও এসপি এবং বিআইডব্লিউটিএ লিখিত ভাবে আবেদন করেছিলেন। সকল প্রক্রিয়া সম্পূর্ণ করেছিলেন মহানগর যুবদল। কিন্তু হঠাৎ করে ভেন্যু পাল্টিয়ে তা নিয়ে যাওয়া হয় ফতুল্লা পঞ্চবট্টি ফাজিলপুর মাদ্রাসা মাঠে। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্যান্ডেল থেকে কাজ শুরু করেছিলেন হঠাৎ করে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ এসে বাঁধা দেয় এবং অনুমতি নিয়ে আসতে বলে। আর অনুমতি ছাড়া এখানে কোনো অনুষ্ঠান হবে বলে সাফ জানিয়ে দেন পুলিশ প্রশাসন। এরপর নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় যুবদলের ইফতার মাহফিলের আয়োজনের দায়িত্ব নেয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান ও তার পুত্র জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা খায়রুল ইসলাম সজিব। গত বুধবার তারা সোনারগাঁওয়ের স্থানীয় প্রশাসনের কাছে লিখিতভাবে অনুমতি চেয়ে আবেদন করে তারা প্যান্ডেল তৈরির কাজ শুরু করে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে পুলিশ প্রশাসন এসে বাঁধা দেয় এবং প্যান্ডেল খুলে ফেলার জন্য বলেন। সারাদিন বাপ- বেটা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত দৌড়ঝাঁপ করে লাভ হয় নাই। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের থেকে অনুমতি না পাওয়ায় নারায়ণগঞ্জে হলো না যুবদলের ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল। বাতিলের সত্যতা নিশ্চিত করে জাতীয়তাবাদী যুবদল (ঢাকা বিভাগীয়) সহ-সভাপতি রেজাউল কবির পল বলেন, আমরা চেয়েছিলাম ১৪ এপ্রিল নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠান করার জন্য। সেই লক্ষ্যে আমরা সকল প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন। কিন্তু নারায়ণগঞ্জ প্রশাসনের অনুমতি না পাওয়ায় অবশেষে আমরা নারায়ণগঞ্জে ইফতার মাহফিল বাতিল করতে বাধ্য হয়েছি। তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার সকলেই রয়েছে। ধর্মীয় একটি বিষয় ইফতার মাহফিলকেও করতে দিলো না এই অবৈধ সরকার। এতেই প্রমাণ হয় এই সরকারের যুবদলের জনপ্রিয়তা ভীতু। নারায়ণগঞ্জের আমাদের দুটি ভেন্যুতেই পুলিশ প্রশাসন দিয়ে আমাদের ইফতার মাহফিলের মঞ্চের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে যাতে যুবদলের ইফতার মাহফিলে না তার জন্য সরকার পুলিশ প্রশাসনকে দিয়ে যুবদলের নেতাকর্মীদের উপরে চাপ সৃষ্টি করা হয়। যুবদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি বলতে চাই প্রশাসন দিয়ে আর বেশি দিন এই সরকার ক্ষমতা টিকে থাকতে পারবে না। সরকারের পতনের মধ্য দিয়ে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। যুবদলের ইফতারের মাহফিলের অনুমতির বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি’র সাথে কথা বলতে বলেন। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সোহান সরকার বলেন, এ বিষয়ে অনুমতি চেয়ে ইউএনও বরাবর আবেদন করা হয়েছে তবে এখনো পর্যন্ত অনুমতি দেয়া হয়নি। সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, অনুমতি নেয়ার বা দেয়ার কোনো সুযোগ নেই। আমরা এরকম কর্মসূচীর কোনো অনুমতি দেইনি। এখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সে যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলে বোমা হামলা হওয়ার আশঙ্কা ছিল বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেন, ১৬ জুন যেভাবে বোমা হামলা হয়েছিল ঠিক একইভাবে ইফতারের আগে এমন একটি ঘটনার চেষ্টা করা হবে এবং এতে বহু লোক হতাহত হবে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ আর শামীম ওসমানের উপর দোষ চাপানোর লক্ষ্যে তারা এমনটি করবে বলেও বলেন শামীম ওসমান। তিনি বলেন, বিএনপি কিন্তু একটার পর এক প্রোগ্রাম করেছে আমরা কিন্তু বাধা দেইনি। এর আগে চাষাড়ায় করেছে। যিনি বিএনপির খেলোয়াড় তিনি তখন ওমরাতে ছিলেন। খবর এসেছিল হামলা হবে। সে কারণে সংসদ ছেড়ে পাহারা দিতে এসেছিলাম। আমি হুঁশিয়ারী করছি আপনারা কি করতে চাচ্ছেন কি করবেন এসব খবর কিছু আমর রাখি। বি কেয়ারফুল, আগামীতে আর ছাড় দেওয়া হবে না। মানুষের জীবন নিয়ে খেলাবেন না। নারায়ণগণে একটি বাজে গেম চলছে। আমাদের কেউ কেউ হয়তো এর সঙ্গে জড়িত যারা তাদের সঙ্গে আত্মীয়তা রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা