আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:০৩

প্রেসক্লাব নির্বাচনে দিপু-জীবন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

ডান্ডিবার্তা | ১৬ এপ্রিল, ২০২৩ | ১১:২২ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি নানা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের (২০২২-২০২৪) সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে দিপু-জীবন প্যানেল। প্যানেলের ১১ জন সদস্যের সবাই এ নির্বাচনে জয়লাভ করে। গত শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোট প্রদান করেন ৬৬ জন প্রেসক্লাবের স্থায়ী সদস্য। নির্বাচনে দৈনিক শীতলক্ষা পত্রিকার সম্পাদক আরিফ আলম দিপু ৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার শাহ আলম পান ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৫০ ভোট পেয়ে জয়ী হন দ্যা নিউ এইজ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম রফিক পান ১৩ ভোট। দিপু-জীবন প্যানেল থেকে সহ-সভাপতি পদে মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন পান ৪৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুমুজ্জামান পান ২০ ভোট। একই প্যানেলের যুগ্ম সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টি ফোর টেলিভিশন এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক (শাওন) পেয়েছেন ৪৭ ভোট, কোষাধ্যক্ষ পদে মাছরাঙ্গা টেলিভিশন এর জেলা প্রতিনিধি আনিসুর রহমান জুয়েল পেয়েছেন ৪৭ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার লুৎফর রহমান কাকন পেয়েছেন ৪৯ ভোট। এটিএন বাংলা ও এটিএন নিউজ চ্যানেলের জেলা প্রতিনিধি আব্দুস সালাম ৪০ ভোট, দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ ৪৩ ভোট, সিনিয়র সাংবাদিক এ.কে.এম মাহফুজুর রহমান ৪২ ভোট, বাংলাভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি ৪৫ ভোট ও দৈনিক কালবেলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবু আল ইউসুফ খান মিঠু ৪৬ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হন। বিপরীতে শাহআলম-রফিক প্যানেল থেকে যুগ্ম সম্পাদক পদে হাসান আরিফ ১৬, কোষাধ্যক্ষ পদে ইউসুফ আলী এটম ১৬, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দীপক কান্তি ভৌমিক ১৪, নির্বাহী সদস্য পদে হালিম আজাদ ২৩, মাহবুবুর রহমান মাসুম ২১, পুলক হাসান ১৬, আসিফুজ্জামান ১৪, আমির হোসেন স্মিথ ২৫ ভোট পান। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এছাড়া বিশিষ্ট আইনজীবী এড. আনিসুর রহমান দিপু ও বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে জয়লাভের পর প্রেসক্লাবের সকল সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দিপু-জীবন প্যানেলের সকল নির্বাচিত সদস্যরা। আগামী দিনে প্রেসক্লাবের উন্নয়নে সকলের সর্বাঙ্গীন সহযোগীতা কামনা করেন তাঁরা। এদিকে, দিপু-জীবন প্যানেলের জয়ের খবরে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে প্যানেলের সকল সদস্যদের অভিনন্দন জ্ঞাপন করেন সাংবাদিক দর্পন কবির।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা