আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:১৪

বিএনপিতে ভালো লোক থাকলে নিয়ে আসবো

ডান্ডিবার্তা | ১৬ এপ্রিল, ২০২৩ | ১১:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির মধ্যে যদি কোন ভালো লোক পাই, আমি হাতে ধরে হলেও আওয়ামী লীগে নিয়ে আসবো। আর আওয়ামী লীগের মধ্যে যদি একটা খারাপ লোক পাই, তাহলে লাথি দিয়ে তাকে বের করে দিবো। নারায়ণগঞ্জের দেলপাড়ার একটি কমিউনিটি সেন্টারে শনিবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে এই কথা বলেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এ সময় বিএনপি থেকে নিয়ে আসা চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর উদ্দেশ্যে তিনি বলেন, ‘চেয়ারম্যান সাহেব, আওয়ামী লীগটা একটু সিরিয়াসলি শুরু করেন এবার’। শামীম ওসমান বলেন, লিংক রোডের কাজ হয়ে যাচ্ছে, পাসপোর্ট অফিস হয়ে গেছে, রেজিস্ট্রে অফিস হয়ে গেছে, ডিসি, এসপি অফিস আর কোর্ট আছে। এখানে শেখ কামাল আইটি ইনিস্টিটিউট করছি। ঈদের পর আমরা পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড কলেজ করবো, ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ এই রাস্তার উপরে হবে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ না হলে এতদিনে হয়ে যেতো। আমি বিশ্ববিদ্যালয় চেয়ে ছিলাম, আমার মাতৃতুল্য শেখ হাসিনা আমাকে বঙ্গবন্ধু ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন, এটাও এই রাস্তার উপরে হবে ইনশাআল্লাহ। শামীম ওসমান বলেন, ভালো কাজ করতে গেলে ভালো লোকজনের প্রয়োজন হয়। সেন্টু বার বার আমার কাছে কাজ করার জন্য গিয়েছেন, যখন আমি বুঝতে পেড়েছি, সকলের সাথে সে মিলে মিশে কাজ করতে পারবে, তখন সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে আমরা তাকে আওয়ামী লীগে নিয়ে এসেছি। অথচ, অনেকেই অনেক কথা বলেছেন। কেউ কেউ বলেছেন, শামীম ওসমানকে সেন্টু ফল, ফুল আর টাকা দিয়েছে। আল্লাহর নামে কসম খেয়ে বলছি, ওর থেকে আমি কিছু নেই না। আমি সেন্টুকে সন্তানের মতো আদর করি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা