আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:৩১

ঈদের পর জোরদার হচ্ছে বিএনপি

ডান্ডিবার্তা | ১৬ এপ্রিল, ২০২৩ | ১১:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাহিরে অবস্থান করছে বিএনপি। যার পরিপ্রেক্ষিতে রাজপথের সকল আন্দোলন সংগ্রামে তাদের সরকারী দলের হামলা শিকারের মাধ্যমে নানা বাধার শিকার হতে হয়েছে। যার কারণে বিগত দিনের আন্দোলন সংগ্রামে বিএনপির ভূমিকা ছিল একবারে না দেখার মতোই। কিন্তু গত বছরের মার্চ মাস থেকে সরকারের বিরুদ্ধে নানা ইস্যু নিয়ে রাজপথে ব্যাপকভূমিকা রাখা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যেও নানা সময় নানা বাধার শিকার হতে হয়েছে তাদের কিন্তু সকল বাধাকেই পাশ কাটিয়ে রাজপথে ব্যাপক ভূমিকা পালন করা শরু করে তারা। নেতাকর্মীদের দাবি, গত বছরের বিএনপির বিভাগীয় কর্মসূচির মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা রাজপথে গর্জে উঠা শুরু করে দেয়। তার পর থেকেই এই পর্যন্ত ১০ দফা দাবি বাস্তবায়নে হাজারো নেতাকর্মী নিয়ে দফায় দফায় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। আর সকল কর্মসূচিতেই তাদের লোক সংখ্যা বৃদ্ধি পাওয়া শুরু করে দিয়েছে। বর্তমানে পবিত্র মাহে রমজান সংর্যমের মাস চলছে। এই মাসেও রাজনীতির কর্মকান্ড নিয়ে ব্যস্ত সময় পার করছে বিএনপির নেতাকর্মীরা। দফায় দফায় রাজপথে ও নামছে বিএনপির নেতৃবৃন্দরা। অপর দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দরা এই রমজানে দফায় দফায় ওয়ার্ড-ইউনিয়ন কমিটি গঠন করে যাচ্ছে। অপর দিকে জেলা বিএনপিও কিছুদিন আগে সকল থানা ওয়ার্ড কমিটিগুলো গঠন করে রাজনীতির তৎপরতা আরো বৃদ্ধি পাচ্ছে আর উভয়ের নেতাকর্মীর আন্দোলন সংগ্রামে কর্মীদে চাঙ্গা মানোবল চাচ্ছে। সব মিলিয়েই রাজপথ বর্তমানে বিএনপির দখলেই। আর সামনে যে ঈদুল ফিতর আসছে তার পর থেকে বিএনপির সকল কর্মসূচির ধরণ চেঞ্জ হওয়ার ধারনা রয়েছে। আর কেন্দ্রীয় বিএনপি যখনই তাদের যে নির্দেশনা দিবে সকল নির্দেমশনায় রাজপথে জামিয়ে পড়ার জন্য ব্যাপক প্রস্তুতি রেখেছে বিএনপির নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ঈদুল ফিতরের পর কোন জোরালো ভূমিকা দেখা যায়নি বিএনপির নেতাকর্মীদের। কিন্তু বর্তমানে বিএনপির নেতাকর্মীরা অনেকটাই উৎফুল্ল তারই পরিপ্রেক্ষিতে এই ঈদুল ফিতরের পর সরকারবিরোধী আন্দোলন আরও বেগবান করার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। জানা গেছে, কেন্দ্রীয় নেতাকর্মীদের মতে দলটির টার্গেট সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাস। অবশ্য এর আগে জুন-জুলাই থেকেই কর্মসূচির ধরনে পরিবর্তন আসতে পারে। এছাড়াও বিএনপির নেতাকর্মীদের দাবি, এবার তৃণমূল থেকে আন্দোলন শুরু করে ধাপে ধাপে সেটিকে রাজধানীমুখী করার চিন্তা রয়েছে হাইকমান্ডের। চলমান আন্দোলনকে ‘চূড়ান্ত রূপ’ দিতে এমন পরিকল্পনা নিয়ে রোডম্যাপ তৈরি করছে বিএনপি। বিএনপির নেতাকর্মীরা আরো বলছে, নানা বিষয় মাথায় রেখে আন্দোলনের পরিকল্পনা সাজাচ্ছেন সংশ্লিষ্টরা। এছাড়াও আর বেশি সময় বাকি নেই দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে ও রাজপথ গরম রাখার নানা পরিকল্পনা মাথায় রেখেছে বিএনপির নেতাকর্মীরা তারা সকলের দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই তারা নির্বাচনে অংশ গ্রহণ করবে তা না হলে কোনভাবেই তারা নির্বাচনের দিকে আগাবে না। সেই পরিপ্রেক্ষিতে রাজপথে ১০ দফা দাবি বাস্তাবায়নে দফায় দফায় আন্দোলন সংগ্রামের মধ্যেই রয়েছে। আর বর্তমানে সংর্যমের মাসে ও সাধারন মানুষের কথা চিন্তা করে রাজপথে সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে। আরো জানা যায়, বিভাগীয় গণসমাবেশে সরকারি প্রতিবন্ধকতা উপেক্ষা করে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আন্দোলনের যে আবহ তৈরি হয়েছিল ঈদের পরে আন্দোলনকে আবার সে জায়গায় নিতে চায় বিএনপি। সে লক্ষ্যে হাইকমান্ডের নির্দেশে বিএনপি নেতারা সারা দেশ সহ নারায়ণগঞ্জে ইফতার মাহফিলের মধ্য দিয়ে নেতাকর্মীদের সংগঠিত ও আন্দোলনের জন্য সংগঠনকে প্রস্তুত করছেন। তার পাশাপাশি তো মাঝে মাঝে কেন্দ্রীয় নির্দেশনা পেলে রাজপথে নামছে। যার কারণে কর্মীদের আস্থা ভরসা নেতা উপর অনেকটাই বিগত দিন থেকে বৃদ্ধি পেয়েছে। আর সকলেই প্রস্তত থাকতে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় হওয়ার লক্ষ্যে নিয়ে। যার কারণে তৃণমূলের দাবি বিএনপি বর্তমানে যেভাবে এগিয়ে তা ক্ষমতায় না থাকা ১৪ বছেরও দেখা যায়নি। সেই লক্ষ্যে ঈদুল ফিতরের পর বিএনপি রাজনীতি আরো জোরালো ভূমিকা আসার সম্ভবনা রয়েছে। এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা কেন্দ্রীয় যে কোন কর্মসূচি দেয় সেটা পালনের জন্য আমরা সব সময় রাজপথে জোরালো ভূমিকা পালন করে থাকি। আর বর্তমানে ও আছি আর ঈদুল ফিতরের পর আমাদের যদি কেন্দ্র কর্মসূচির ধরন পরিবর্তন করতে চায়। আমরা কেন্দ্রের সেই ধরনেই আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে যাবো। আর বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা বিগত দিন থেকে বর্তমানে অনেকটাই উজ্জ্বীবিত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা