আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:২২

নির্বাচনে প্রতিপক্ষ নিজেরাই

ডান্ডিবার্তা | ১৯ এপ্রিল, ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজার আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে এখনো আওয়ামীলীগের প্রতিপক্ষ হিসেবে বিএনপি না হয়ে উঠলেও ইতিমধ্যে এই আসনে আওয়ামীলীগের প্রতিপক্ষ আওয়ামীলীগ এবং বিএনপির প্রতিপক্ষ বিএনপি হয়ে উঠছে। তবে ৯০এর দশক থেকেই এই আসনটি ছিল বিএনপির দখলে যার কারণে এই আসনটি বিএনপির আসন হিসেবে পরিচিতি পায়। কিন্তু ২০০৮ সাল থেকে এই আসনটি আওয়ামীলীগের দখলে চলে যাওয়ায় এর পর থেকে টানা তৃতীয়বারের মত এই আসনটি আওয়ামীলীগের আসন হিসেবে পরিচিত পায়। বিগত সংসদ নির্বাচনগুলোতে বিএনপি এই আসনটি পুনরুদ্ধার না করতে পারলেও বিএনপির সংসদ প্রার্থীরা একে অপররের প্রতিপক্ষ হয়ে উঠেছেন যেটি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখেও এমনটি প্রকাশিত হচ্ছে। তবে শুধু বিএনপিই নয় এই আসনে আওয়ামীলীগও বর্তমান সংসদের প্রতিপক্ষ হয়ে আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিশ্চিতকরণে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, আড়াইহাজার আসনের সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর ১৯৯১-২০০৮ সাল পর্যন্ত টানা তৃতীয়বারের সাংসদ নির্বাচিত হন। আতাউর রহমান আঙ্গুরের হাত ধরেই এই আসনটি বিএনপির আসন হিসেবে পরিচিত লাভ করে। তবে ২০০৮ সালে এই আসনটি বিএনপির হাত ছাড়া হলে এখনো পুনরুদ্ধার করতে পারেনি বিএনপি। কারণ বিগত সংসদ নির্বাচন থেকে শুরু করে আগামী দ্বাদশ সংসদেও বিএনপির পদ প্রত্যাশীরা এখনো একজন আরেকজনের প্রতিপক্ষ হিসেবে জানান দিচ্ছেন। যার কারণে তারা এখনো আসন পুনরুদ্ধার করতে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের প্রতিপক্ষ হয়ে উঠতে পারেনি। দলীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এ পর্যন্ত তিনজনের নাম শোনা গেছে। তারা হলেন, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও প্রয়াত বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এ এম বদরুজ্জামান খান খসরুর ছেলে সাবেক যুবদল নেতা মাহমুদুর রহমান সুমন। তবে তারা এখনো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে নামতে পারেনি তিনজনই তিনটি বলয় নিয়ে রাজনীতি করে আসছেন। এরমধ্যে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার বিএনপির থানা কমিটি থেকে শুরু করে অঙ্গসংগঠনের কমিটি তার নিয়ন্ত্রণে রেখে পুরো আড়াইহাজার বিএনপিকে তার মুঠোবন্ধি করে রেখেছেন। তবে আড়াইহাজার থানা বিএনপি তার মুঠোবন্ধি থাকলে এখনো ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রতিপক্ষ হিসেবে আড়াইহাজারের শক্তির জানান দিতে পারেনি। অপরদিকে ২০০৮ সাল থেকে এখনো আড়াইহাজার আসনে আওয়ামী লীগ এখনো বেশ শক্ত অবস্থানে। কারণ ২০০৮ সালে এ আসনটি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আসনটি পুনরুদ্ধার করার মাধ্যমে এ আসনটিকে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিতি করেছে। যেটা টানা তৃতীয়বারের মত সংসদ হওয়ার মাধ্যমে চলমান রেখেছেন তিনি। তবে আড়াইহাজার আসনে নজরুল ইসলাম বাবুর শক্তিশালী প্রতিদ্বন্দ্বি হিসেবে আওয়ামীলীগ থেকে কেন্দ্রীয় যুবলীগের সাবেক তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইকবাল পারভেজ। তবে এখনো আওয়ামীলীগ থেকে আড়াইহাজারে বিএনপির প্রতিদ্বন্দ্বি হিসেবে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশীরা শক্তির জানান না দিলেও তারা একে অপরের নেতৃত্বের প্রতিযোগীতার মাধ্যমে একে অপরের সহযোগী হয়ে উঠছেন। যার কারণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ বিএনপিকে প্রতিপক্ষ না ভেবে আওয়ামীলীগ এখন আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা