আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ৪:১১

অনৈক্যের বেড়াজালে না’গঞ্জ আ’লীগ

ডান্ডিবার্তা | ২০ এপ্রিল, ২০২৩ | ১২:২০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট অনৈক্যের বেড়াজালে আটকা নারায়ণগঞ্জ আওয়ামীলীগ। কিন্তু আওয়ামীলীগের জন্মস্থান ও ভাষা আন্দোলনের সূতিকাগার নারায়ণগঞ্জেই সে দ্বারায় নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল সর্বদাই ভিন্ন রকম। কারণ নারায়ণগঞ্জ থেকেই আওয়ামীলীগের সকল আন্দোলন সংগ্রামকে সফলমন্ডিত করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রেখেছিল নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগে নেতৃত্ব দেয়া প্রয়াত ও প্রবীণ আওয়ামীলীগের নেতারা। তবে এখনো প্রবীণ নেতারাই নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় পদে থেকে নেতৃত্ব দিচ্ছেন। প্রবীণ নেতারা এখনোও নেতৃত্ব দিলেও নেতৃত্বে কমেছে ধার সংগঠনে সৃষ্ট হয়েছে বিভেদ যেটা ধীরে ধীরে প্রকট আকার ধারণ করছে। কারণ সাম্প্রতিক সময়ে প্রবীণ নেতারাই লিপ্ত হচ্ছেন নানারকম বিভেদে যার কারণে জেলা এবং মহানগর আওয়ামীলীগে দেখা দিয়েছে সমন্বয়হীনতা। কিন্তু নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগের সভাপতি প্রবীণ এই দুই নেতা জেলা এবং মহানগর আওয়ামীলীগের নেতৃত্ব দিলেও জাতীয় নির্বাচনের আগ মুহুর্তে প্রবীণ নেতা হিসেবে এই আন্তঃকোন্দল ও সমন্বয়হীনতা নিরসন করে সংগঠনে ঐক্য ফেরাতে ব্যর্থ হচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে টানা দ্বিতীয় বারের মত নেতৃত্ব দিচ্ছেন আব্দুল হাই। প্রথমত তাকে নেতৃত্ব তুলে দেয়া হয় আওয়ামীলীগের একজন প্রবীণ নেতা হিসেবে ও দীর্ঘকাল ধরেই আওয়ামীলীগের রাজনীতি করে আসছেন। তবে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রথম মেয়াদে সভাপতি হওয়ার পর থেকেই নানা রকম বিতর্কে জড়িয়ে পড়েন কমিটি বাণিজ্যের ঘটনার সাথে লিপ্ত থাকার অভিযোগ উঠে। তারপর বাংলাদেশ আওয়ামীলীগ তাকে সংশোধন হওয়ার সুযোগ স্বরূপ টানা দ্বিতীয়বারের মত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব তুলে দেয়া হয়। কিন্তু নেতৃত্ব পাওয়ার পর পরই জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সাথে সমন্বয়হীনতায় জড়িয়ে পড়েন। দলীয় কর্মসূচি পালনেও সমন্বয়হীনতার কারণে দেখা দেয় একই স্থানে জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকের পাল্টাপাল্টি কর্মসূচি। তবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে কর্মসূচি পালনে উদগ্রীব দেখা গেলেও সভাপতি হিসেবে জেলার অভিভাবক হিসেবে প্রায়শই কর্মসূচি পালনে দেখা যায় না এতে তার কর্মসূচি পালনে অনিহার বিষয়টি উল্লেখিত হয়। এছাড়া জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গের ক্ষেত্রেও সভাপতি এবং সাধারণ সম্পাদকের সমন্বয়হীনতার কারণে আলাদা আলাদা ভাবে দুজনকেই খসড়া কমিটি গঠনের গুঞ্জন উঠে। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগে একজন প্রবীণ নেতা ও নারায়ণগঞ্জ শীর্ষ স্থানীয় নেতাদের রাজনৈতিক গুরু হিসেবে বিভেচিত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন আনোয়ার হোসেন। এছাড়া তিনি সদ্য জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন তবে জেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হন। আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হওয়ার পর কিছুদিন মহানগর আওয়ামীলীগের রাজনীতিতে মনোযোগী হন উদ্যোগ নেন মহানগর আওয়ামীলীগের সকল ইউনিটকে গুছানোর। তবে উদ্যোগ নিয়ে ইউনিটগুলোর সম্মেলন করেও ইউনিট কমিটিগুলো গঠন করতে পারেনি বেশ কয়েকটি গঠন করলেও সেগুলো ছিল অর্ধ কমিটি। কিন্তু ইউনিট কমিটি গঠন থেকেই মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সাথে মহানগরের সভাপতির সমন্বয়হীনতার চিত্র ফুঁটে উঠে। এরপর থেকে আবারও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের রাজনীতি দ্বিখন্ডিত হয়ে পড়ে। কারণ মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা ভাবে কর্মসূচি থেকে শুরু করে দলীয় সকল কর্মকান্ড পরিচালনা করছেন। এরমধ্যেই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন সংগঠন না গুছিয়েই সদর-বন্দর আসনের সাংসদ হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এতে করে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা চটেছেন সভাপতি আনোয়ার হোসেনের প্রতি কারণ তিনি সংগঠন না গুছিয়েই সাংসদ হতে ব্যস্ত হয়ে পড়েছেন। এছাড়াও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা অভিযোগ বলেছেন আমি একসাথে কর্মসূচি করতে চাইলেও তিনি আমাকে বাদ দিয়ে কর্মসূচি করে ফেলেন মহানগর আওয়ামীলীগকে টুকরো টুকরো করে ফেলছেন। এতে প্রতিয়মান হয়েছে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগের সভাপতিদের সাধারণ সম্পাদকের সাথে সমন্বয়হীনতা নেতৃত্ব বিকাশেও একক সিদ্ধান্তের অভাব উল্লেখিত হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা