আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ৪:০৮

বন্দরে মেরাজ হত্যায় সন্ত্রাসী মিঠু গ্রেফতার

ডান্ডিবার্তা | ২০ এপ্রিল, ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরে মেরাজুল হত্যার মাষ্টার মাইন্ড এজাহারভূক্ত আসামী চিহিৃত সন্ত্রাসী আকিব হাসান রাজু ওরফে চুল্যা রাজুর ছোট ভাই সন্ত্রাসী মিঠু(৩৫)কে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। গ্রেফতারকৃত মিঠু বন্দর ইউনিয়ন চিনারদী এলাকার শাহআলম মিয়ার ছেলে। গত মঙ্গলবার সকালে বন্দর ইউনিয়নস্থ বেজেরগাও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, বন্দর থানার মামলার সুত্র ধরে বন্দর ফাঁড়ীর ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে এসআই আলমগীর,এসআই আরিফ পাঠানসহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর ইউনিয়নস্থ বেজেরগাও এলাকায় অভিযান পরিচালনা করে মেরাজুল হত্যা মামলার ২নং আসামী আকিব হাসান রাজু ওরফে চুল্যা রাজুর ছোট ভাই সন্ত্রাসী মিঠুকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিকের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, বন্দরে রুপালী এলাকায় মেরাজুল হত্যা মামলায় জড়িত থাকার কারনে মিঠু নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে । বন্দও ফাড়ী পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য গত ৩ এপ্রিল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মেরাজুল ইসলাম (২৮) তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রুপালী আবাসিক এলাকায় আয়মান ইঞ্জিনিয়ারিং ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানের সময় ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়ার নির্দেশে চিনারদীর সন্ত্রাসী চুল্যা রাজু, ছালেনগরের পিংকি, বাবু, সোয়েবসহ ৮/১০জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব শত্রুতার জেরে দেশীয় ধারালো অস্ত্রসহ হামলা করে। স্থানীয় কাউন্সিলর শাহীন মিয়ার হুকুমে আকিব হাসান রাজু তার হাতে থাকা চাইনিজ কুড়াাল দিয়ে বাদীর ছেলেকে হত্যার উদ্দেশে হাতে-পায়ে ও মাথায় এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। মামলার অন্য আসামিরাও আঘাত করে মেরাজুলকে মাটিতে ফেলে দেয়। তখন আকিব হাসান রাজু তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে মৃত্যু নিশ্চিত করার জন্য মেরাজুলের পেটে কোপ দিয়ে নাড়ি-ভুড়ি বের করে ফেলে। মেরাজুলকে রক্ষা করতে এগিয়ে আসলে তার বন্ধু আল আমিনকেও কোপায় আসামিরা। আসামিরা আহতদের মৃত্যু নিশ্চিত করতে পেটে, পিঠে, বুকে কিলঘুষি ও লাথি মারে। আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেরাজুলকে রাত সোয়া নয়টার দিকে মৃত ঘোষণা করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা