আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৭

অসহায়দের পাশে থাকার চেষ্টা করি: পারভীন ওসমান

ডান্ডিবার্তা | ২০ এপ্রিল, ২০২৩ | ১২:৩৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এবং সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান হতদরিদ্রের উদ্দেশ্যে বলেছেন, আমরা তো আপনাদের সব আশা পুরণ করতে পারবো না। তাই সামান্য কিছু ঈদ উপহার দিয়ে হলেও পাশে থাকি। যাতে ঈদের দিন পরিবারের সবাইকে নিয়ে অন্তত একটু ভালো খেতে পারেন। অনেক বাধা উপেক্ষা করে প্রতিবছরই আমার ছেলে আজমেরীকে নিয়ে অসহায়দের পাশে থাকার চেষ্টা করি। আাগামীতেও যেন তৌফিক দেয়, দোয়া করবেন। গতকাল বুধবার বিকালে আল্লামা ইকবাল রোড এলাকাস্থ বাসভবনে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় দুই হাজার দরিদ্র পরিাবরের মাঝে ঈদ সামগগ্রী বিতরণ করা হয়। এর প্রতি প্যাকেটে ছিলো সেমাই, চিনি, তেল, দুধ, পোলাও চাউল। এছাড়াও একই ধারাবাহিকতায় এসব ঈদ উপহার বিভিন্ন এলাকার গরীবদের মাঝে পৌছে দেয়া হবে। বিরতরণের সহযোগীতায় কাজ করবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক সংগঠন ও যুবনেতা আজমেরী ওসমানের কর্মী সমর্থকরা। তিনি আরো বলেন, আমি জানি আপনারা অসহায় আপনাদের সব আশা তো পূর্ণ করা যায় না। তারপরেও আমি ও আমার ছেলে আজমেরী ওসমান মিলে সামান্য কিছু দিলাম। কারণ আপনাদের মুখে হাসি ফুটাতে পারলে আমার পরিবারে সকলের খুব ভালো লাগে। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, আজমেরী ওসমানের স্ত্রী সাবরীনা ওসমান জয়া।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা