আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২৩

পুরাতন কোর্ট এলাকায় উচ্ছেদ

ডান্ডিবার্তা | ২০ এপ্রিল, ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নগরীর পুরাতন কোর্ট সংলগ্ন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ দোকানিদের অবৈধ ভাবে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দোকানিদের অভিযোগ, ‘তাদের কাছে মে মাসের ৫ তারিখ পর্যন্ত দোকান পরিচালনা করার অনুমোতি থাকলেও মসজিদ কমিটি ম্যাজিস্ট্রেট দ্বারা বেআইনী ভাবে সময়ের আগে উচ্ছেদ করে দিয়েছে।’ গতকাল বুধবার দুপুর দুইটার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে, তার কাছে উচ্ছেদের কারণ জানতে চাইলে তিনি কোন সঠিক উত্তর দিতে পারেন নাই। এমনকি কোন কাগজও দেখাতে পারেননি। এদিকে, উচ্ছেদের সময় ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে লাইভ নারায়ণগঞ্জের এই প্রতিবেদকের কাছে জানান উচ্ছেদ হওয়া দোকান মালিকরা। এমনই এক দোকান মালিক মোশারফ হোসেন বলেন, ‘এই মসজিদের দোকান নিয়ে মসজিদ কমিটির সাথে আমাদের আদালতে একটি মামলা চলমান আছে। আদালত আমাদের আগামী ৩ মে পর্যন্ত দোকান পরিচালনা করার অনুমোতি দিয়েছে। তার পরেও আজ মসজিদ কমিটির সাথে ম্যাজিস্ট্রেট এসে আমাদের দোকন উচ্ছেদ করে দিলো। আমি তার কাছে উচ্ছেদের কাগজ দেখতে চাইলে আমাকে নিয়ে র‌্যাব অফিসে আটকে রাখলো।’ তিনি আরও বলেন, ‘আদালতের এই আদেশ সম্পর্কে মসজিদ কমিটির সেক্রেটারি শাহনাজ সাহেব, জয়েন সেক্রেটারি মাহবুবুর রহমান মাসুম সাহেবও জানেন। তার পরেও তারা ম্যাজিস্ট্রেটের সাথে থেকে আমাদের উচ্ছেদ করে দিলো। আমরা এর সুষ্ঠ বিচার চাই। কেন আমাদের সাথে এরকম অন্যায় করা হলো, আমরা জবাব চাই।’ ক্ষতিগ্রস্থ আরেক দোকানি সুমন দে বলেন, ‘দোকান ভাড়া ১৯ হাজার থেকে এক লাফে ৫৫ হাজার টাকা করে দেয়া হলো। আমরা এর প্রতিবাদ করি এবং আদালতে একটি মামলা দায়ের করি। কিন্তু তারা আদালতের হুকুম অমান্য করে সন্ত্রাসীদের ন্যায় আমাদের দোকান থেকে সকল মালামাল বের করে দিলো।’ তিনি বলেন, ‘আমাদের অনেকর দোকানের টাকা পাওয়া যাচ্ছে না, ল্যাপটপ ভেঙ্গে দেয়া হয়েছে। আসবাদপত্র ভাংচুর করা হয়েছে। এগুলো সব মসজিদ কমিটির ষড়যন্ত্র।’ অন্যাদিকে মসজিদ কমিটি বলছে, ‘আমরা টেন্ডার আহ্বান করেছি, টেন্ডারে তারা হেরেছে। এখন তারা দোকান ছাড়তে চাচ্ছেন না। তারা যে ভাড়া দিচ্ছে আশেপাশের দোকানের চেয়ে কম। আবার তারা একটি দোকানে ৫-৬ সি সাবলেট ভাড়া দিয়ে রেখেছে। আমাদের তো সাবলেট ভাড়া দেয়ার কোন নিয়ম নাই।’ অভিযানের শেষে ঘটনাস্থলে এসে উপস্থিত হন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। মসজিদের সাথেই তার ব্যাক্তিগত কার্যালয়। তিনি দোকানিদের সাথে আলাপ করেন ও তাদের শান্ত থেকে আইনী ভাবে সব কিছুর মোকাবেলা করতে বলেন। পাশাপাশি উচ্ছেদ অভিযানটিকে অবৈধ উল্লেখ করে খোকন সাহা বলেন, ‘তাদের কাছে আদালতের অনুমোতি থাকার পরেও দোকানিদের অবৈধ ভাবে উচ্ছেদ করা হয়েছে। এই মসজিদ কমিটি আসলো কোথা থেকে এটাইতো জানলাম না। তারা ডিসি সাহেবকে ভুল বুঝিয়ে এই কাজ গুলো করিয়েছে। আমি ডিসি সাহেবের কাছে অনুরোধ করবো, আপনি আগামীকাল এই বিষয়টি পত্রিকায় আসার আগেই তাদের সাথে ন্যায় বিচার করুন।’ তিনি বলেন, ‘যদি মামলাটি জেলা প্রশাসকের পক্ষ থেকে করা হতো তাহলে এর কনটেস্ট করতেন জিপি। এখানে মাহবুবুর রহমান মাসুম মামলা করার কে। বরং জেলা প্রশাসকের জিপি মেরিনা বেগম এই বিষয়ে কিছুই জানেন না। আমি ডিসি সাহেবের কাছে অনুরোধ করছি আপনি ২৪ ঘন্টার মধ্যে এর সমাধান করুন।’ এদিকে, উচ্ছেদ অভিযান শেষে বিক্ষোভ শুরু করে ক্ষতিগ্রস্থ দোকানিরা। পরে এড খোকান সাহার কথায় তারা শান্ত হয়ে, জেলা প্রশাসকের কাছে সুষ্ঠ বিচারের দাবি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা