
ফতুল্লা প্রতিনিধি অপরাধ প্রবণতা যেন ঠেকানোই যাচ্ছে না ফতুল্লায়। থেমে থেমে এই জনপদে ঘটে যাচ্ছে একের পর এক লোমহর্ষক হত্যাকা-। অপরাধীরা অপরাধ করার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে আটকও হচ্ছে। তবুও বাড়ছে হত্যাকা-, মারামারি ও প্রতিনিয়ত ছিনতাইয়ের মতো কিছু বিক্ষিপ্ত ঘটনাও। বিশাল জনগোষ্ঠির এই এলাকা রাতের বেলা যেন ভুতুড়ে নগরীতে পরিণত হয়। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশী টহল ফতুল্লায় থাকলেও অপরাধ প্রবণতা কমানো যাচ্ছে না কোনোভাবেই। কিছুদিন শান্ত থাকলেও বড় ধরনের ঘটনাগুলোর কারনে বছরের বেশিরভাগ সময়ই আলোচনায় থাকে ফতুল্লার মতো আলোচিত থানা। ফতুল্লার ৫টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা কুতুবপুর,এনায়েতনগর, ফতুল্লা ও কাশিপুর। উল্লেখিত এলাকায় বহিরাগত মানুষের বসবাস বেশি। বিভিন্ন জেলা থেকে এই থানা এলাকার বিভিন্ন কল কারখানায় শ্রমিকরা কাজ করে থাকে। অনেকে এই শিল্পাঞ্চলে কাজ করতে এসে নানা রকম অপরাধে জড়িয়ে পড়ে। ফলে ফতুল্লার বিভিন্ন অঞ্চলে পূর্বের মতোই অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এই থানা এলাকায় খুন, ছিনতাই, বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, ছিনতাইকারীদের হাতে নীরিহ মিশুক চালক হত্যাসহ নারী নির্যাতনের ঘটনাই বেশি। পুলিশ চেষ্টা করেও অপরাধ প্রবণতা কমাতে পারছেনা বলে অভিমত বিশিষ্টজনদের। গেল বছরের ১৬ অক্টোবর সকাল ৭টার দিকে মুসলিমনগর নয়াবাজারে প্রকাশ্য দিবালোকে বাসা থেকে ডেকে এনে খুন করা হয় মিশুক চালক সুজন ফকিরকে। প্রথম স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় এ হত্যাকা-টি প্রথম স্ত্রীর আত্মীয় স্বজন ঘটিয়েছিলো বলে প্রাথমিকভাবে তথ্যটি পুলিশের কাছে এসেছিলো। নিহত সুজন নাটোরের গুরুদাসপুরের রামাগাড়ি এলাকার আমজাদ হোসেন টগরের ছেলে। এছাড়াও গত কয়েক মাসে ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে একাধিক অজ্ঞাত লাঁশ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে জানা যায়, ছিনতাইকারীদের হাতে প্রান হারায় নীরিহ চালকরা। ছিনতাইকারীরা চালককে হত্যা করার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। কিন্তু একাধিক হত্যা কান্ডের ঘটনা ঘটলেও একটি ঘটনারও কুলকিনারা করতে পারেনি তদন্তকারী সংস্থা। ফতুল্লার নবীনগর শাহ আলমের বাড়িতে ভাড়ায় বসবাস করতো। যারা হত্যাকা-টি সংঘঠিত করেছিলো তাদের প্রত্যেকের গ্রামের বাড়ি নাটোরে। এ ঘটনার সাথে জড়িতদের র্যাব আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছিলো। গত ২৮ জানুয়ারী রাতের বেলা মাসদাইর পাকাপুল এলাকায় পোশাক শ্রমিক আমানউল্লাহ পিঠে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে একটি ফার্মেসীতে এসেছিলো। এরপর সেখান থেকে ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে তাঁর মৃত্যু হয়। নিহত আমানউল্লাহ ঠাকুরগাঁও জেলার রাণিশংকর থানার রাতর গ্রামের জব্বার মিয়ার ছেলে। মা জেবুন্নেছাকে নিয়ে ছেলে আমান উল্লাহ মাসদাইর পাকাপুল এলাকার আউয়াল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসায় বসবাস করতো। তারা মা-ছেলে দুজনই পোশাক কারখানায় চাকরি করতেন। গত ২৮ জানুয়ারী আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে ফতুল্লার হাজীগঞ্জে আনোয়ার ইসলাম বাবু ওরফে জামাই বাবু (৩২) কে ছুরিকাঘাত করে খুন করা হয়। হাজীগঞ্জ এলাকাতে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামাই বাবুর সঙ্গে স্থানীয় একদল মাদক ব্যবসায়ীদের বিরোধ ছিল। এ নিয়ে এলাকাতে প্রায়ই তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। ওই বিরোধের জের ধরে শুক্রবার রাতে জামাই বাবু হাজীগঞ্জ শাহজালাল রোড জনৈক মালেক মিয়ার দোকানের সামনে দুই গ্রুপের মধ্যে বাকবিত-া হয়। তখন জামাই বাবুকে তার প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ২১ ফেব্রুয়ারী শাসনগাঁও বোর্ডবাড়ি এলাকার বাসা থেকে গৃহবঁধু মমজাত বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। যৌতুকের জন্য স্বামীর হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হন তিনি। এ ঘটনায় নিহতের স্বামী আতাউর রহমানকে আটক করেছে পুলিশ। একইদিন সন্ধ্যার দিকে মুসলিমনগরে তুচ্ছ ঘটনায় নির্মমভাবে খুন করা হয় রবিনকে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে মামলার বাকি আসামীরা ছোঁয়ার বাইরে রয়েছে। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ফতুল্লার পোস্ট অফিস রোডের ইউনিয়ন পরিষদের সামনে মুন্নাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনার পর পরই অধিকতর তদন্তে নামে পুলিশ তবে পুলিশ ঘটনার সাথে কাউকে আটক করতে পারেনি। সূত্রের দাবী, হত্যাকা- গুলো বিভিন্ন কারণে ঘটে থাকলেও পুলিশ আসামী গ্রেফতার করেছে। কিন্তু অপরাধ প্রবণতা যাতে কম হয় সে ব্যাপারে কোনো ধরনের মনিটরিং নেই থানা পুলিশের। অপরদিকে বারবার ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলেও ছিনতাই রোধে পুলিশের তেমন কোনো তৎপরতা নেই বললেই চলে। ছিনতাই রোধে ফতুল্লা থানা পুলিশ এখনো কোনো উল্লেখ্যযোগ্য সফলতা দেখাতে পারেনি বলে মনে করেন অনেকে। এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রেজাউল হক দিপু বলেন, ফতুল্লা একটি শিল্পাঞ্চল। এই থানা এলাকাতে অনেক লোকের বসবাস। পুলিশ আন্তরিকভাবেই চেষ্টা করে যাতে কোনো ধরনের অপরাধ সংঘঠিত না হয়। তবে আশার কথা হচ্ছে,অপরাধী অপরাধ করে পাড় পাচ্ছে না। তাকে আইনের আওতায় আনা হচ্ছে। ছিনতাই রোধে ফতুল্লায় পুলিশকে ঢেলে সাজানো হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯