আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:৩১

মে দিবসে সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগের বর্ণাঢ্য র‌্যালী

ডান্ডিবার্তা | ০৩ মে, ২০২৩ | ৯:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের উদ্যোগে বিশাল শোডাউন ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল ৩ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের সিদ্ধিরগঞ্জপুলস্থ এমএস টাওয়ারের সামনে থেকে র‌্যালীটি শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে শিমরাইল মোড় ইউটার্ণ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভা শেষে র‌্যালীটি শেষ হয়। এসময় শ্রমিকলীগ নেতা-কর্মী ও সমর্থকদের হাতে নানান রঙ্গের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড শোভা পায়। ব্যান্ড পার্টির বাদ্য যন্ত্রের শব্দে এবং শ্রমিকদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ। সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারীর নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বর্ষীয়ান শ্রমিক নেতা আব্দুল মতিন মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়া, থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: ইয়াছিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সহ-সভাপতি মো: হারুন অর রশিদ, মো: ইউনুছ, আবুল কালাম, শহীদ পারভেজ, শাহজাহান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রেজাউল করিম, আইনুল হক, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, এম এ আজিজ, ক্রীড়া সম্পাদক রবিউল সহ সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ এবং মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি শিব্বির আহমেদ, আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক আবুল, ফজলুর রহমান ও ফয়েজ আহমেদ, ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ ও যুবলীগ নেতা টাইগার ফারুক সহ প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা