
ডান্ডিবার্তা রিপোর্ট মহান মে দিবস- ২০২৩ উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গত সোমবার বিকাল ৫টায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আঃ হাই শরীফ। বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সংগঠক হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, জেলা কমিটির সহ-সভাপতি তপন কুমার রায়, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির সদস্য এম. এ. শাহীন, মোঃ শাহজাহান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লালসহ জেলা নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত কয়েক বছরে দ্রব্যমূল্য বেড়েছে প্রায় শতভাগ। শ্রমজীবী মানুষ চরম অবস্থায় জীবন যাপন করছে। শ্রমিকদের মজুরি বাড়ানোর ক্ষেত্রে সরকার ও মালিক গোষ্ঠীর তালবাহানা চলছে। এর সর শ্রমিকস্বার্থবিরোধী নতুন নতুন কালো আইন করে আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে। মে দিবসের ১৩৭ বছর পার হয়েছে, অথচ আজও আমাদের দেশের শ্রমিকদের জীবনে তার সুফল আসেনি। আজও দৈনিক ৮ ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি ও অন্যান্য ন্যায়সঙ্গত অধিকার থেকে শ্রমিকরা বঞ্চিত। আজও তাদের গণতান্ত্রিক অধিকার, ট্রেড ইউনিয়ন অধিকার নেই। কর্মস্থলে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নেই। এমনকি বকেয়া মজুরি চাইতে গিয়ে জীবন দিতে হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে একদিকে শোষন- নির্যাতন, লুটপাট এবং সস্তা শ্রমের উপর দাড়িয়ে এক নব্য লুটেরা ধনিক শ্রেণি গড়ে উঠেছে, অপরদিকে শ্রমজীবী মেহনতি মানুষের খেয়ে পরে বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়েছে। এই মহান মে দিবসের সমাবেশ থেকে আমরা দাবি করছি, দেশের সকল শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষনা করতে হবে। গার্মেন্ট শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৫ টাকা ঘোষণা করতে হবে। আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ মোতাবেক অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন ও শ্রম বিধিমালা সংশোধন করতে হবে। গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে। শ্রমিকদের জন্য বাসস্থান ও রেশনিং এর ব্যবস্থা করতে হবে। সমাবেশ শেষে একটি বিশাল লাল পতাকা মিছিল নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯