
ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘ দেড় যুগ ক্ষমতার বাহিরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বর্তমানে দফায় দফায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে অনেকটাই সামনের দিকে অবস্থান করেছে। বর্তমানে ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সমাবেশ, অবস্থান কর্মসূচি, মানববন্ধনসহ সকল ইউনিয়ন, ওয়ার্ড, থানা পর্যায়ের নেতাকর্মীদের জাগান দিয়ে যাচ্ছেন। রমজান মাসে ও বিএনপির নেতাকর্মীরা ইফতার পার্টির পাশাপাশি সংগঠন গোছানোসহ রাজপথে দলীয় কর্মসূচি ব্যাপকভাবে পালন করেছে। আর নেতাকর্মীরা দাবি করেছিলেন ঈদের পর ব্যাপক কর্মসূচি নিয়ে রাজপথের আন্দোলনের ডাক দিবে তারা। সেই পরিপ্রেক্ষিতে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদলের ব্যানারে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা শ্রমিক সমাবেশ ও র্যালিতে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রোজার ঈদের পর এ কর্মসূচির মাধ্যমেই আন্দোলন আবারও শুরু করতে চায় বিএনপি। এমনই বলছে নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দরা। ইতিমধ্যে দফায় দফায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা রাজপথ অনেকটাই দখল করে রেখেছে। আর আগামী দিনে আরো জোরদার কর্মসূচির মাধ্যমে রাজপথের কর্মীদের প্রস্তত করছে তারা। দলীয় সূত্রে জানা যায়, গত বছরের মাঝ সময় থেকেই ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নানা ইস্যু নিয়ে রাজপথে দফায় দফায় কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী দল বিএনপি। ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে বিএনপিকে যে ১০ দফা দাবি বাস্তবায়নের কর্মসূচি দেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীরা বর্তমানে ইউনিয়ন, ওয়ার্ডসহ সাধারন জনগনের মাঝে এই ১০ দফা পৌঁছে দিচ্ছে। সেই ১০ দফা দাবির অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তিসহ ১০ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনে যাচ্ছে বিএনপি। জানা গেছে, পয়লা মে রাজধানীতে শ্রমিক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হতে পারে। আবার বিএনপির পক্ষ থেকে কর্মসূচি আলাদাভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে পারেন দলের মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পর্যায়ক্রমে মানববন্ধন, অবস্থান, সমাবেশ, র্যালি, বিক্ষোভ মিছিলসহ সম্ভাব্য নানা ধরনের কর্মসূচি হওয়ার আকাঙ্ক্ষা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় দলের আগামী দিনের করণীয় ও আন্দোলনের কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের ওপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। প্রথমে অবস্থান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অথবা মানববন্ধনের মতো কর্মসূচি দেওয়া হতে পারে। বর্তমানে তারা একটা দাবিতে অটুট রয়েছে যে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। এ সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে তারপর নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। যার কারণে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে রমজান মাসেও কর্মসূচি পালন করেছে বিএনপি। বিএনপির নেতাকর্মীদের দাবি, চলমান আন্দোলন প্রায় চূড়ান্ত পর্যায়ে আনতে চায় তারা। তাই ঈদুল আজহার আগেই লাগাতার কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যার কারণে তৃণমূল নেতাকর্মীদের দাবি, বর্তমানে বিএনপি রাজপথে ব্যাপক শক্তি প্রয়োগ করছে। কিন্তু তাদের মধ্যে যে একটি বিভক্তি রয়েছে তা আগে দূর করতে হবে। তাহলে বিএনপি এই বছরের চূড়ান্ত আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করতে পারবে। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেন, আমরা বর্তমানে সাধারন জনগণের দাবি দাবা নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। যার কারণে কিন্তু আমাদের দলের সাথে দেশের সাধারন জনগনের সম্পৃক্তা ধীরে ধীরে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আর এই বছরকে চূড়ান্ত আন্দোলন সংগ্রামের বছর বলে আখ্যা দিয়েছেন বিএনিপর নীতিনির্ধারকরা। যার কারণেই দফায় দফায় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমাদের কর্মসূচি ঘোষণা দিয়ে যাচ্ছে। আমরা ও ধারাবাহিকভাবে ব্যাপক লোক সমাগম নিয়ে কর্মসূচি পালন করে যাচ্ছি। আমরা আমাদের নেতাকর্মীরা বর্তমানে অনেকটাই উজ্জ্বীবিত যখনই কেন্দ্র থেকে কোন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। তখনই সকল নেতাকর্মীরা ঝাপিয়ে পরে। আর বর্তমানে ও আমাদের নেতাকর্মী রাজপথে আন্দোলন করার জন্য প্রস্তত রয়েছে যখনই কেন্দ্র আমাদের নির্দেশ দিবে আমরা রাজপথে নেমে পরবো।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯