আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১০

মেলার নামে জুয়ার আসর

ডান্ডিবার্তা | ০৪ মে, ২০২৩ | ১০:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে সিআইখোলা এলাকায় সিটি করপোরেশনের জায়গায় ‘ঈদ আনন্দ মেলা’র নামে প্রতি রাতে বসছে জমজমাট জুয়ার আসর। ঈদের পরদিন থেকে চলছে এই মেলা। এদিকে মেলার কারণে এলাকায় ইভ টিজিং ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। সরেজমিন দেখা যায়, মাঠে ছোট ছোট ঘর বসিয়েছে ব্যবসায়ীরা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা। এরপর রাত একটু গভীর হলেই মেলার ভেতরে বসে জুয়ার আসার। তাসের ‘তিন পাত্তি’র নামে প্রতি রাতে ওড়ে লাখ লাখ টাকা। স্থানীয়রা জানায়, এই মেলার আয়োজক হিসেবে আছেন স্থানীয় মিঠু, ইমন মিয়া, ইদ্রিস মিয়া ও সুমন মিয়া। তাদের সহযোগিতা করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। আদমজী ইপিজেটের শ্রমিক শাহ-আলম মিয়া বলেন, ‘আমি মেলায় ঘুরতে এসেছিলাম। লোভে পড়ে তিন তাসের জুয়া খেলে পকেটে যা ছিল সব খুইয়েছি। আমারা ব্যবহৃত মোবাইল ফোনটিও তাদের দিয়ে দিতে হয়েছে।’ আবুল কালাম নামের এক অভিভাবক জানান, ‘অবৈধ মেলাকে কেন্দ্র করে ইভ টিজিং, মাদকসেবী, কিশোর গ্যাংয়ের উৎপাতও এলাকায় বেড়েছে। যা আমাদের প্রতিনিয়তই ভাবিয়ে তুলছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই মেলা বন্ধের দাবি জানাই।’ ঈদ আনন্দ মেলার পরিচলক মিঠু মিয়া বলেন, ‘মেলার সব কিছু আয়োজন করেছেন ইদ্রিস মিয়া ও সুমন মিয়া নামের দুই ব্যক্তি। আমি শুধু দোকানপাট বসিয়েছি।’ মেলার নামে কিভাবে জুয়ার আসর বসিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। অবৈধ মেলার বিষয়ে সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন মেলা চলা দুঃখজনক। শিগগিরই উচ্ছেদ করা হবে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা সিআইখোলায় মেলা চলার বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, অবৈধ মেলা করতে দেওয়া হবে না। পুলিশ পাঠিয়ে এই অবৈধ মেলা উচ্ছেদ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা