
ডান্ডিবার্তা রিপোর্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ ও হাইওয়ে পুলিশ। উচ্ছেদ অভিযানে দুরপাল্লার শতাধিক পরিবহন কাউন্টার গুড়িয়ে দেয়ায় ঢাকা থেকে দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের পূর্বাঞ্চলীয় ১৮ জেলার বিভিন্ন রুটে যাতায়াতকারী হাজার হাজার নারী, শিশু ও বয়োবৃদ্ধ যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়তে বাধ্য হন। রোদ, বৃষ্টি থেকে যাত্রীরা রেহাই পেতে বাঁশের খুঁটির উপর পলিথিন কিংবা পুরনো টিন দিয়ে অস্থায়ীভাবে স্থাপিত ওই পরিবহন কাউন্টারগুলো সড়কের ফুটপাথ থেকে নিরাপদ দুরুত্বে স্থাপন করেছিলো পরিবহন ব্যবসায়ীরা। টিকেট কাউন্টার ছাড়াও অর্ধশতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ রয়েছে, হাইওয়ে পুলিশ ও সওজের কিছু কর্মকচারীকে ম্যানেজ করে সড়কের দক্ষিণপাশে মহাসড়কের একটি আলাদা লেন দখল করে দখলবাজরা দোকানপাট বসিয়ে দীর্ঘদিন ব্যবসা করে আসছিলো। এতে ওই লেনে সড়কে যানবাহন ও জনসাধারণ চলাচল করতে প্রতিবন্ধকতার সৃষ্টি হলেও সওজ কার্যকর এতোদিন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। পরিবহণ কাউন্টারের সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকরা জানান, সড়ক উন্নয়ন করা হয় পরিবহন যোগাযোগ সুবিধাজনক করার জন্য। মানুষের যাতায়াতের জন্য পরিবহন ছাড়া কোন বিকল্প নেই। এই ঝড়-বৃষ্টির দিনে যাত্রীদের খোলা আকাশের নিচে দাঁড়াতে বাধ্য করায় তাদের অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তে বাধ্য হয়েছেন। তারা আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি জায়গায় প্রভাবশালীদের দখলে সওজের জায়গা থাকলেও সেগুলো উচ্ছেদ করছে না সওজ কর্তৃপক্ষ। কিন্তু যাত্রীদের স্বল্প সময়ের জন্য আশ্রয় নেয়া কাউন্টারগুলো গুড়িয়ে দেয়ায় নারী, শিশু, বৃদ্ধ-বৃদ্ধাসহ যাত্রীদেরকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। প্রতিদিন ভোর পাঁচটা থেকে রাত ১টা পর্যন্ত সময়ে প্রায় অর্ধলক্ষ যাত্রী শিমরাইল থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রীরা বিভিন্ন পরিবহনে উঠে থাকে। ফলে ভ্যাপসা গরমে ও প্রচন্ড তাপদাহের সময় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকায় নারী, শিশু ও বয়ষ্ক মানুষের যাত্রীবাসের জন্য অপেক্ষা করা অনেক দুর্ভোগের। অপ্রয়োজনীয় এমন উচ্ছেদ বন্ধ করা এবং দুরপাল্লার স্থায়ী পরিবহন কাউন্টার স্থাপনের জোর দাবি জানিয়েছেন কাউন্টার মালিকেরা ও কর্মচারী। এ ব্যাপারে কাঁচপুর থানা হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন জানায়, মহসড়কের যানযট নিরসন ও যাত্রীদের সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যাত্রীদের আমরা নিরাপত্তা দিতে পারলেও ঝড়-বৃষ্টিতে তাদের অবস্থান করার আশ্রয়স্থল আমরা দিতে পারবো না। নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ফুটওভার ব্রিজের সম্প্রসারণ কাজের জন্য উচ্ছেদ করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯