আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১১

আ’লীগের অস্তিত্ব ওসমান পরিবার!

ডান্ডিবার্তা | ০৪ মে, ২০২৩ | ১০:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ওসমান পরিবার নারায়ণগঞ্জসহ বন্দরে আওয়ামীলীগের রাজনীতিতে বটগাছের মত। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে শামীম ওসমান এমপি এবং সদর-বন্দর আসনে সেলিম ওসমান এমপি না থাকলে ক্ষমতাসীনদলের রাজনীতির কোন গতি থাকতো না। ওই পরিবার কর্মীদের হৃদয়ের স্পদন। যে কারনে নানা বাধা ও প্রতিকূলতা এবং ষড়যন্ত্রকে পিছনে ফেলে জেলার সর্বত্র আলোচনায় ওসমান পরিবার বলয়ের জনপ্রতিনিধি, নেতারা। নারায়ণগঞ্জের ওসমান পরিবারের রাজনীতিতে সক্রিয় ত্যাগী নেতারাই ঘুরে ফিরে রাজপথে। দল, দেশ ও জনগনের স্বার্থে সকল কর্মসূচীতে ঐতিহ্যবাহী ওসমান পরিবার বলয়ের নেতাকর্মীদের রাজপথে দেখা মিলে। নারায়ণগঞ্জ জেলার বন্দরের নাসিক ২৩নং ওর্য়াড কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২৪নং ওর্য়াড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, মহানগর আওয়ামীলীগ নেতা হাজী সামাদ, পৌর যুবলীগের সাধারন সম্পাদক কাজী জহির, জেলা যুবলীগ নেতা খান মাসুদ, জেলা পরিষদের সদস্য ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলিনূর, যুবলীগ নেতা ফারুক প্রধান, যুবলীগ নেতা ওহিদুজ্জামান অহিদ, আবুল হাসনাত জনি, ছাত্রলীগ নেতা আরফাত কবির ফাহিম, মোঃ উজ্জল মিয়সহ ওসমান পরিবার বলয়ের নেতাকর্মীরা করোনা মহামারীতে নিজসহ পরিবারের কথা চিন্তা না করে জনগনের জন্য মাঠে ছিল। মহামারী দূর্যোগ মূর্হুতে তারা সরকারের পাশাপাশি নিজস্ব তহবিল, নিজস্ব উদ্যেগ, নিজ সম্মানীর অর্থও জনগনের মাঝে সঠিকভাবে বন্টন পূর্বক পুনরায় আলোচনায় ওসমান পরিবারের পরিক্ষিতরা। যাদের বাহু বলকে দূর্বল করতে নানামুখী ষড়যন্ত্রও করেছে সরকার দলীয় একটি পক্ষ ও জামায়াত-বিএনপির একাধিক চক্র। ষড়যন্ত্রের জালে তারা আটক হলেও তা ছিল খনিকের। ষড়যন্ত্রকে পিছনে ফেলে প্রতিশোধ না নিয়ে দূর্যোগ মূর্হুতে জনগনের কথা চিন্তা করে রাজপতে। রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী ওসমান পরিবারের পরিক্ষিতরা গত প্রায় দেড় বছর যাবত জনগনের কাছাকাছি। যেখানে সাধারন লোক ঘর থেকে বের হতে ভয় পায় সেখানে তারা নিজসহ পরিবারের কথা চিন্তা না করে অসহায়, মধ্যম আয়ের লোকদের নিয়ে সংসার তৈরি করে নিয়েছেন। আফজাল হোসেন নামে অনেকে চিনতে কষ্ট হলেও নেতা নামে তাকে বেশি চিনত। নাসিম ওসমানের মৃত্যু ‘র পর নিজ দলীয় একটি চক্র বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দল থেকে দূরে রাখে। নিজে অতিষ্ট হয়ে সংবাদ সম্মেলন করে রাজনীতি ও জনপ্রতিনিধির পদ ছেরে দেয়ার ঘোষনা দেন। সকল কিছু ছেরে দিলেও জনগনের সমস্যা হলে তিনি এগিয়ে যাবেন বলেও উল্লেখ্য করেন। যেমন কথা তেমনি কাজ। করোনা মহামারীতে জন দরবারে তিনিসহ তার টিম। ২৪ নং ওর্য়াড কাউন্সিলর ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন একই ধারায় খাদ্য সামগ্রী বিতরন করছেন। রাতের আধারে মধ্যম আয়ের লোকদের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে তা পৌছে দেন। নির্বাচনী এলাকায় দলমত নির্বিশেষে সকলকে নিয়ে ৬ টি উপ কমিটি করে তা বিতরন করছেন। কারন এমন দিনে সরকারী, এমপি, ব্যাক্তিগত তহবিল, ব্যাক্তিগত উদ্যেগে যা কিছু বিতরন করছেন তা যাতে সকলে পায়। সকল কিছুর উর্দ্ধে যারা সমস্যায় আছে তাদের কাছে এই উপহার সামগ্রী সুষ্ঠভাবে বন্টন হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য পৃথক গোপন টিম কাজ করছেন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ( ২৪ নং ওর্য়াড) সভাপতি হাজী সামাদ বয়সের ভারে নথ হলেও করোনা কালীন সময়ে জনগনের পাশে দেখা গেছে তরুন এক সামাদকে। জনপ্রতিনিধি না হলেও কারো থেকে কম যাননি তিনি। করোনা ভাইরাসের সংক্রমন শুরু হওয়ার পর থেকে নিজস্ব তহবিল, নিজ উদ্যেগে জনগনের জন্য করে যাচ্ছেন। যার কাছে দলের চেয়ে তার আর্দশের মূল্য বেশি। বন্দরে অনেক সরকার দলীয় নেতা কোটিপতি বনে গেলেও জনগনের কাছে তারা জিরো পয়েন্টে। নানা ষড়যন্ত্রের শিকার হলেও আদর্শের নীতি থেকে এক চুল পরিমান পিছু হঠেননি। মহানগর সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রহমান কমল নিজ ব্যাক্তি তহবিল থেকে জনগনের পাশে দেখা গেছে। মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রাজু আহম্মেদ সুজনদের দেখা গেছে করোনা মহামারির শুরু থেকে জনগনের পাশে। হাইব্রিটদের ভীরে এখনো ত্যাগীরা ভীরতে পারে না। তারপরও ওসমান পরিবারের পরিক্ষিতরা আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে। প্রয়াত সাংসদ নাসিম ওসমানকে হারিয়ে নিজ দল ও আওয়ামীলীগসহ অঙ্গসংগঠন বুঝতে পারতেছে। নাসিম ওসমান এমপি কেমন মনের ছিল তা গভীরভাবে উপলব্দী করছে বন্দরের জাতীয় পার্টি ও আওয়ামীলীগেরর ত্যাগী নেতাকর্মীরা। নিজে দল করে ৪ বারের সাংসদ নাসিম ওসমান নিজের জন্য কিছু না করলেও ত্যাগী নেতাদের নিয়ে চিন্তা করতেন। এটা তাদের অর্থাৎ ওসমান পরিবারের রাজনৈতিক ধারা বা আদর্শ বলেই নারায়ণগঞ্জে সরকারদলীয় রাজনীতিতে ওই পরিবার ছাড়া অভিভাবকহীনের মত। তিন পুরুষ যাবত আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয়। চার দলীয় জোট আমলে ওই পরিবারের উপর চরম নির্যাতন হলেও সকল কিছু সহ্য করেছে। নিজেদের কষ্টের চেয়ে নেতাকর্মীদের কষ্টকে বেশি গুরুত্ব দেন। বটগাছের মত ছায়ার ফলেই নেতাকর্মীরা ওসমান পরিবার ছাড়া কিছু চিন্তাও করতে পারে না বলে যুবলীগ নেতা ওহিদুজ্জামান অহিদ। তিনি আরো বলেন প্রভাবশালী সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান এমপি ভাই নেতাকর্মীদের বটগাছ আবার জনস্বার্থে কঠোর। এর নামই ওসমান পরিবারের রাজনীতির আর্দশ। মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল হাসনাত জনি বলেন, আমরা যারা নারায়ণগঞ্জ বাসি আওয়ামী লীগ করি আমাদের অত্যন্ত আবেগ ও অনুভূতির একটি নাম হচ্ছে ওসমান পরিবার কারণ ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম নারায়ণগঞ্জের বাইতুল আমানে এই ওসমান পরিবারের মধ্য দিয়েই শুরু হয়েছিল। এই পরিবার থেকে এসেছে ভাষা সৈনিক স্বাধীনতা পদক দেশের দুইজন সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, একেএম শামীম ওসমান এর মত একজন জননেতা। ওসমান পরিবার নারায়ণগঞ্জ তথা দেশকে যা দিয়েছেন অদ্যবধি দিয়ে যাচ্ছেন তারই ফলশ্রুতিতে দেশ বাসীর পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই পরিবারকে নারায়ণগঞ্জের দুটি মহাসড়ক ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু টি এই পরিবারের নামে নামকরণ করে নারায়ণগঞ্জ বাসিকে উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী কে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে আমরা নারায়ণগঞ্জবাসী এই ওসমান পরিবারের জন্য অত্যন্ত গর্বিত ও আনন্দিত। স্বাধীনতার ৭৫ পরবর্তী কালে র পর থেকে স্বাধীনতাবিরোধী অপ শক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আজকে যেই নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে ঠিক তেমনি ভাবে স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে স্বাধীনতাবিরোধী অপশক্তির ভয়াবহ ও নির্মল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে এখনও সেই অপ শক্তি র অপপ্রচার থেমে নেই এই অপশক্তিকে উদ্দেশ্য করে বলে দিতে চাই আমরা নারায়ণগঞ্জ আওয়ামী পরিবারের সন্তানদের শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত এই পরিবারের পক্ষে লড়াই করে যাব ইনশাআল্লাহ। কোন প্রকার বাধা বিপত্তি ও ষড়যন্ত্র ওসমান পরিবারের কর্মীদের থামানো যাবে না। হাইব্রিটদের কারনে ত্যাগীরা অবহেলার পাত্র হলেও এটা খনিকের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা