আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:০৩

শক্তিশালী হচ্ছে না’গঞ্জ আ’লীগ

ডান্ডিবার্তা | ০৫ মে, ২০২৩ | ৯:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। দল ও সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করার পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক কাজগুলো এগিয়ে নিচ্ছে দলটি। ইতোমধ্যে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্থানীয় পর্যায়ে কোন্দল মিঠ করে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমে মানুষের কাছে আগে থেকে নৌকার জন্য ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন। তাছাড়া স্থানীয় সংসদ সদস্যদের মাঠে নামার জন্য নির্দেশনা দিয়েছেন ক্ষমতাসীন দলের সভানেত্রী। তবে নেত্রীর এই নির্দেশনার পর নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্যরা মাঠে নেমে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখছেন। যার চিত্র ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের বক্তব্যে চিত্র ফুটে উঠেছে। এছাড়া রূপগঞ্জ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীও দলীয় কর্মসূচি পালনের মাধ্যমে মাঠে নেমেছেন। সেই সাথে নেতা কর্মীদের চাঙ্গা রাখছেন। এদিকে আগামী নির্বাচন ঘিরে এই বছরের শুরুতে পাল্টা পাল্টি কর্মসূচির মাধ্যমে রাজপথ দখল রেখেছেন ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ। এছাড়া জামাত বিএনপির যে কোন বিশ্ঙ্খৃলা প্রতিরোধে আওয়ামী লীগ সতর্ক অবস্থানে রয়েছে। আর এজন্য বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগও শান্তি সমাবেশ করেছে। নির্বাচনকে সামনে রেখে অপপ্রচারের জবাব দিতে ও উন্নয়ন প্রচারে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এছাড়া দলীয় প্রার্থী বাছাই আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও বিভিন্ন জরিপ এবং তথ্য সংগ্রহের মাধমে ভেতরে ভেতরে এ কাজ এগিয়ে রাখছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে রমজানের পর পরই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের কাজ শুরু করেছে। সেই সাথে স্থানীয় পর্যায়েও থা শুরু হতে যাচ্ছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, তারা কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। পাশাপাশি আগামী নির্বাচন ঘিরে কেন্দ্রভিত্তিক কমিটি গঠনেও জোর দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, বিএনপি নির্বাচনে অংশ নেবে, এটা ধরে নিয়েই ভোটের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল। দলকে নির্বাচনিমুখী করতে বেশি কিছু নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের নেতাদের নিজ নিজ এলাকায় গিয়ে বিএনপি-জামায়াতের অপপ্রচার এবং সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার নির্দেশ দিয়েছেন। দলের কার্যক্রম গতিশীল করতে আরও তৎপর হওয়ার তাগিদ দেন দলীয় প্রধান। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনকে গড়ে তুলতে হবে আহ্বান জানান দলীয় হাই কমান্ড। স্থানীয় ভাবে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিপর্যস্ত আওয়ামী লীগের তৃণমূল। বিশেষ করে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে অভ্যন্তরীণ বিরোধ চরম আকার ধারণ করেছে। তাছাড়া কমিটি গঠনে দরীয় নেতা কর্মীদের মাঝে কোন্দল তৈরী হয়ে রয়েছে। এই কোন্দল নিরসনের জন্য ইতোমধ্যে দলীয় সভানেত্রী একাধিকবার নির্দেশনা দিয়েছেন। একই সাথে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমানও বিভিন্ন সভায় তার বক্তব্যে আগামী নির্বাচনে পর্যন্ত দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। সেই সাথে নিজেদের মাঝে কোন্দল না রাখার জন্য আহ্বান জানিয়েছেন এই সাংসদ। কেননা দলীয় কোন্দল অনেক ক্ষেত্রে তা সহিংসতায় রূপ নেয়। দলীয় সূত্রমতে নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলী ্ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি নেই প্রায় ছয় মাস। আর এতে করে নেতৃত্ব বিহীন হয়ে আছে এখানে আওয়ামী লীগ। আর এনিয়ে স্থানীয় নেতাদের মাঝে ক্ষোভ তৈরী হয়ে আছে। এছাড়া অন্যান্য ইউনিয়নে কমিটি নেই প্রায় দের যুগের বেশি সময় ধরে। তৃনমূল নেতা কর্মীদের অভিযোগ রয়েছে নেতায় নেতায় কোন্দলের কারনে এই কমিটি আটকে রয়েছে। তাছাড়া অন্যান্য উপজেলার ইউনিয়নে কমিটি হবে হবে আশ্বাস দিয়ে যাচ্ছে স্থানীয় নেতারা। কিন্তু কমিটি আর হচ্ছে না। সূত্রমতে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের ৭৩টি অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় নয়জন নিহত এবং ১০৪৪ জন আহত হয়েছে। সহযোগী সংগঠনগুলোর হিসাব ধরলে এই সংখ্যা আরও বেশি। দলটির নেতারা বলছেন, দলীয় সভাপতির নির্দেশে নির্বাচনের আগেই সব অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে তৃণমূল পর্যন্ত দলকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করতে চান তারা। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, নির্বাচনকে সামনে রেখে আমরা বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে জনগণের কাছে সত্য তুলে ধরছি। একই সঙ্গে আমাদের সময়ে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো তৃণমূলে গিয়ে মানুষকে জানিয়ে যাচ্ছি। তাছাড়া আমরাও কেন্দ্রীয় নেতাদের এনে সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন উদ্বোধন করবো। সেই সাথে আগামী নির্বাচনের জন্যও আমাদের প্রস্তুতি করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা