
ডান্ডিবার্তা রিপোর্ট ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, শিক্ষা উপকরণসহ সকল নিত্যপণ্যের দাম কমানো, ভর্তি বাণিজ্য বন্ধ করা, কাঠামোগত হত্যা বন্ধ ও নারায়ণগঞ্জে পাবলিক বিশ^বিদ্যালয় নির্মাণ করার দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্র সমাবেশ ও শহরে মিছিল অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা মুন্নি সরদারের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের কোষাধ্যক্ষ চিত্রা ঘোষ পরমার সঞ্চালনায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রাতুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শহর সংসদের সভাপতি ইফাত ইমতিয়াজ অয়ন্ত, জেলা সংসদের স্কুল বিষয়ক সম্পাদক আবির হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার অর্থ সম্পাদক নাছিমা সরদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য তিলোত্তমা ইতি প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশ জুড়ে সাংবাদিক, লেখক, কার্টুনিস্ট, মানবধিকার কর্মীসহ জনগনের কন্ঠ রোধ করতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে গ্রেফতার, হয়রানি, ভীতি প্রদর্শন করেই যাচ্ছে। ২০১৮ সালের ১ম অক্টোবর সরকার তার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রনয়ণ করেন। এই আইন প্রণয়ন হওয়ার পর থেকে দুই হাজারের অধিক মামলা হয়েছে। যার অধিকাংশই হয়েছে সাংবাদিক, লেখক, রাজনৈতিক কর্মীদের নামে। সিজিএস এর একটি রির্পোটে প্রথম অবস্থানে উঠে এসেছে রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে ৪০৩ জন (৩১ শতাংশ) দ্বিতীয় অবস্থানে আছে গণমাধ্যম কর্মী যার সংখ্যা হচ্ছে ৩৫৫জন, এর পরে আছে শিক্ষার্থী যা সংখ্যা ১১৮ জনের নামে মামলা করা হয়েছে। দেখা যাচ্ছে এই মামলার অধিকাংশই বাদী হচ্ছে ক্ষমতাসীন দলের সাথে যুক্ত। অনেক ক্ষেত্রে গভীর রাতে সাদা পোশাক পরা ডিবি পরিচয় দিয়ে গ্রেফতার করে আনার পর এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়ার ঘটনা ঘটে। এই সরকার সাধারণ মানুষের কথা বলার অধিকার ধ্বংস করার জন্য সকল ধরণের আয়োজনে নেমেছে। ২০২৮ সালে জাতীয় নির্বাচনের আগ মুহুর্তে এই ডিজিটাল নিরাপত্তা আইন করেন যাতে তারা দিনের ভোট রাতে করতে পারেন এবং তাদের ভোট চুরির কথা বলতে না পারে। তাদের অন্যায়ের প্রতিবাদ করতে না পারে। নেতৃবৃন্দ আরও বলেন, সারাদেশে শিক্ষা উপকরণসহ সকল ধরণের নিত্যপণ্যের দাম ছাত্র-জনতার নাগালের বাহিরে চলে গেছে। সকল শিক্ষার্থীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। একদিকে সাধারণ মানুষের আয় কমছে আরেক দিকে ব্যায় অনেক গুণ বেড়ে গেছে। নেতৃবৃন্দ আরও বলেন, সারাদেশে সরকারের অনিয়মের কারণে কাঠামোগত হত্যার মতো ঘটনাও ঘটে চলছে প্রতিনিয়ত। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। পাবলিক বিশ^বিদ্যালয় গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন ফি’র নামে টাকা নেয়া হয়। নেতৃবৃন্দ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা, শিক্ষা উপকরণসহ সকল নিত্যপণ্যের দাম কমানো, কাঠামোগত হত্যা ও নারায়ণগঞ্জে পাবলিক বিশ^বিদ্যালয় নির্মাণ করার জোর দাবি জানান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯