
ডান্ডিবার্তা রিপোর্ট প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল। এ কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা যাত্রীরা। কয়েকগুণ বেশি ভাড়া গুণে গণপরিবহনে চলাচল করতে হচ্ছে তাদের। তবে চলতি মাসেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। নারায়ণগঞ্জের বেশিরভাগ মানুষ রেলপথ এবং সড়কপথে ঢাকায় যাতায়াত করেন। নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল এলাকা এবং ঢাকা লাগোয়া জেলা হওয়ায় নারায়ণগঞ্জের অসংখ্য মানুষ ঢাকায় গিয়ে এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জে এসে অফিস করেন। ব্যবসা-বাণিজ্যের কারণেও যাতায়াত রয়েছে। ফলে রেলপথ এবং সড়কপথ দুটিতেই সাধারণ মানুষের চাপ থাকে। তারই ধারাবাহিকতায় যাত্রীদের চাপ কমিয়ে আনতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন ৯ জোড়া ট্রেন আসা-যাওয়া করতো। সবমিলিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১৮টি ট্রেন যাত্রীদের নিয়ে আসা-যাওয়া করে আসছিল। কিন্তু পদ্মা রেলসংযোগ প্রকল্পের কাজের স্বার্থে গত বছরের ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এখন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ। সেসময় বাংলাদেশ রেলওয়ে জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সরকারের ফাস্ট ট্র্যাকযুক্ত প্রকল্প পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইন নির্মাণকাজ চলমান। কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে এ লাইনে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। ট্রেন চলাচল বন্ধের পর চলতি বছরের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জে চাষাঢ়া রেলস্টেশন ও নারায়ণগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিং গেট টি২ এবং টি১ পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে ভূমি-সংক্রান্ত জটিলতা সরেজমিন পরিদর্শনে এসেছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সেসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, নারায়ণগঞ্জ থেকে অনেক লোক ঢাকায় আসা-যাওয়া করেন। এ ডাবল রেললাইন নারায়ণগঞ্জের মানুষের জন্যই হচ্ছে। ডাবল লাইন হয়ে গেলে প্রতিদিন কমপক্ষে ৫০টি ট্রেন চলতে পারবে। এটা হয়ে গেলে নারায়ণগঞ্জের ৭০-৮০ শতাংশ মানুষ ট্রেনে ঢাকায় যেতে পারবেন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনের নিয়মিত যাত্রী ছিলেন কাউসার। তিনি জাগো নিউজকে বলেন, ‘ট্রেন চলাচল বন্ধের কারণে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রায় প্রতিদিনই অতিরিক্ত ভাড়া দিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাতায়াত করতে হচ্ছে। আমরা যারা মধ্যবিত্ত শ্রেণির মানুষ আছি তাদের জন্য অতিদ্রুত ট্রেন চলাচল শুরু করা দরকার।’ স্বপন নামের আরেক যাত্রী বলেন, ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। ব্যবসায়িক কাজে নিয়মিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করতে হয়। কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন যাতায়াত করা সম্ভব হয় না। এ বিষয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘গত ডিসেম্বর থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ওই সময়ে রেল কর্মকর্তারা বলেছিলেন, তিনমাসের মধ্যেই ট্রেন চালু করবেন। তিনমাসের জন্য সাময়িক বন্ধ থাকবে। বর্তমানে মে মাস চলছে। কিন্তু এখনো ট্রেন চালু হয়নি।’ কথা হয় নারায়ণগঞ্জ স্টেশনের কেয়ারটেকারের দায়িত্বে থাকা মো. হানিফের সঙ্গে। তিনি বলেন, ‘ট্রেন চলাচল বন্ধের কারণে এখন কর্মকর্তারা নিয়মিত আসেন না। মাঝে মধ্যে এলেও তাড়াতাড়ি চলে যান। শুনেছিলাম ঈদের পর চালু হয়ে যাবে। তবে লোকবল সংকটের কারণে সম্ভব হয়নি। সবাই ছুটিতে ছিলেন। তবে চলতি মাসেই চালু হয়ে যেতে পারে।’ নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মিজান বলেন, ‘নির্দিষ্ট করে বলতে পারছি না কবে নাগাদ ট্রেন চালু হবে। এ বিষয়ে রেল কর্মকর্তারা বলতে পারবেন। তবে আমাদের ডিউটি চলমান। এখন ঢাকায় ডিউটি করছি। ট্রেন চালু হলে নারায়ণগঞ্জে ডিউটি করবো।’ এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. খাজা সুজন বলেন, কবে নাগাদ এ রুটে ট্রেন চলাচল আবার শুরু হবে তা আমার জানা নেই। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে শুনেছি, চলতি মাসের মাঝামাঝিতে ট্রেন চলাচল শুরু হতে পারে। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার কামরুল ইসলাম বলেন, শুনেছি চলতি মাসেই চালু হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। আশা করি ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯