আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৫

অস্তিত্ব সংকটে না’গঞ্জ যুবলীগ

ডান্ডিবার্তা | ০৫ মে, ২০২৩ | ১০:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জকে বাংলাদেশ আওয়ামী লীগের সূতিকাগার হিসেবে আখ্যায়িত করা হয়। তাই আওয়ামী লীগের রাজনীতিতে নারায়ণগঞ্জের গুরুত্ব অপরিসীম। অন্যদিকে আওয়ামী লীগের অন্যতম এবং প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। যা সংক্ষেপে যুবলীগ নামে পরিচিত। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে এক সময় বেশ প্রভাবশালী সংগঠন হিসেবে পরিচিত ছিল এই যুবলীগের রাজনীতি। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের মূল সংগঠনের অনেক নেতাই এই যুবলীগের রাজনীতি থেকে এসেছেন। অথচ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কর্ণধারদের অবহেলা এবং উদাসীনতার কারণেই দীর্ঘদিন যাবৎ কান্ডারী বিহীন এই সংগঠনটি অস্তিত্বহীনতায় ভূগছে। জেলার বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সময় এই কমিটিকে পূনর্গঠনের দাবি জানালেও সেদিকে কেউ দৃষ্টি দিচ্ছেন না বলে এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। যা বিভিন্ন সময় মিডিয়ায় আসে। তাদের মতে যুবলীগের যুবকরা এখন বুড়ো হয়ে গেলেও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না কেউ। এতে করে একদিকে এখানে নতুন এবং তরুন নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ নষ্ট হচ্ছে না। অন্যদিকে দীর্ঘদিন যাবৎ কমিটি পূণর্গঠন না হওয়ায় সংগঠনটির কর্মতৎপরতায় এখন স্থবিরতা বিরাজ করছে। এরই মধ্যে গত ২৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা যুবলীগের বর্ধিত সভায় গত নভেম্বরের মধ্যেই নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশনা দেয়া হয়েছিল। এর আগে থানা কমিটিগুলোর সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয় বর্তমান সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদলকে। সূত্রমতে ২০০৫ সালে আবদুল কাদিরকে সভাপতি ও অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। এরপর দীর্ঘ প্রায় ১৭ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নতুন কোনো কমিটির দেখা পায়নি নারায়ণগঞ্জ জেলা যুবলীগ। উল্টো ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে জেলা যুবলীগের সভাপতি ও সেক্রেটারির মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব দেখা যায়। জেলা পরিষদ নির্বাচনে সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক ভিপি বাদল চেয়ারম্যান প্রার্থী হয়ে দুইজনই পরাজিত হয়। তাদের মধ্যকার সেই দ্বন্দ্ব অদ্যাবদি বিদ্যমান আছে বলে জানা যায়। এরই মধ্যে জেলা যুবলীগ সভাপতি আবদুল কাদিরকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি, আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি জাকিরুল আলম হেলালকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামকে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদায়ন করা হয় তাও প্রায় ৫ বছরেরও অধিক সময় পার হয়ে গেছে বলে জানায় একাধিক সূত্র। এর ফলে সংগঠনটির এই গুরত্বপূর্ণ পদগুলো শূন্য হলেও সেগুলো পূরণের কিংবা মেয়াদ উত্তীর্ণ হলেও নতুন কমিটি গঠনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। জেলা যুবলীগের অধিনস্ত সংগঠনগুলোও পড়ে করুণ অবস্থায়। এমতাবস্থায় নারায়ণগঞ্জ এর যুবলীগ সাংগঠনিকভাবে অচলাবস্থাসহ তৃণমূল পর্যায়ে কর্মী ও সমর্থক বিহীন হয়ে পড়ে। অথচ এই জেলা যুবলীগ ১/১১ এর কঠিন সময়সহ আওয়ামী লীগের বিভিন্ন কঠিন সময়ে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করে। কিন্তু এত বছর যাবত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও সেই যুবলীগের এমন অস্তিত্বহীন অবস্থায় হতাশ জেলা যুবলীগ ও এর আওতাধীন কমিটির নেতাকর্মীগণ। তাছাড়া গত অক্টোবরে জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার পর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিশেষ করে নারায়ণগঞ্জ যুবলীগের নেতৃবৃন্দ নতুন করে আশা বেধেছিলেন এই ভেবে যে, এইবার যুবলীগের একটা গতি হবে। কিন্তু এরই মধ্যে প্রায় ছয় মাস অতিবাহিত হওয়ার পরও বিষয়টিতে কাউকে কোন প্রকার ভূমিকা রাখতে না দেখে অনেকটাই হতাশ হয়েছেন তারা। যার ফলে দীর্ঘ একটি সময় যাবৎ জেলা যুবলীগের ব্যানারে সম্মিলিতভাবে দলীয় কোনো কর্মসূচি পালন করতে দেখাও যায় না। অনেকটা হ-য-ব-র-ল অবস্থায় খুড়িয়ে চলছে মেয়াদোত্তীর্ণ উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের বেহাল কমিটিগুলো। মুখ থুবড়ে পড়েছে তাদের সাংগঠনিক কার্যক্রম। এমনকি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেও জেলা যুবলীগের নতুন কমিটি গঠনের কার্যকরী পদক্ষেপের কোন আলামতও নেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা