
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জকে বাংলাদেশ আওয়ামী লীগের সূতিকাগার হিসেবে আখ্যায়িত করা হয়। তাই আওয়ামী লীগের রাজনীতিতে নারায়ণগঞ্জের গুরুত্ব অপরিসীম। অন্যদিকে আওয়ামী লীগের অন্যতম এবং প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। যা সংক্ষেপে যুবলীগ নামে পরিচিত। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে এক সময় বেশ প্রভাবশালী সংগঠন হিসেবে পরিচিত ছিল এই যুবলীগের রাজনীতি। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের মূল সংগঠনের অনেক নেতাই এই যুবলীগের রাজনীতি থেকে এসেছেন। অথচ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কর্ণধারদের অবহেলা এবং উদাসীনতার কারণেই দীর্ঘদিন যাবৎ কান্ডারী বিহীন এই সংগঠনটি অস্তিত্বহীনতায় ভূগছে। জেলার বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সময় এই কমিটিকে পূনর্গঠনের দাবি জানালেও সেদিকে কেউ দৃষ্টি দিচ্ছেন না বলে এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। যা বিভিন্ন সময় মিডিয়ায় আসে। তাদের মতে যুবলীগের যুবকরা এখন বুড়ো হয়ে গেলেও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না কেউ। এতে করে একদিকে এখানে নতুন এবং তরুন নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ নষ্ট হচ্ছে না। অন্যদিকে দীর্ঘদিন যাবৎ কমিটি পূণর্গঠন না হওয়ায় সংগঠনটির কর্মতৎপরতায় এখন স্থবিরতা বিরাজ করছে। এরই মধ্যে গত ২৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা যুবলীগের বর্ধিত সভায় গত নভেম্বরের মধ্যেই নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশনা দেয়া হয়েছিল। এর আগে থানা কমিটিগুলোর সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয় বর্তমান সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদলকে। সূত্রমতে ২০০৫ সালে আবদুল কাদিরকে সভাপতি ও অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। এরপর দীর্ঘ প্রায় ১৭ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নতুন কোনো কমিটির দেখা পায়নি নারায়ণগঞ্জ জেলা যুবলীগ। উল্টো ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে জেলা যুবলীগের সভাপতি ও সেক্রেটারির মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব দেখা যায়। জেলা পরিষদ নির্বাচনে সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক ভিপি বাদল চেয়ারম্যান প্রার্থী হয়ে দুইজনই পরাজিত হয়। তাদের মধ্যকার সেই দ্বন্দ্ব অদ্যাবদি বিদ্যমান আছে বলে জানা যায়। এরই মধ্যে জেলা যুবলীগ সভাপতি আবদুল কাদিরকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি, আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি জাকিরুল আলম হেলালকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামকে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদায়ন করা হয় তাও প্রায় ৫ বছরেরও অধিক সময় পার হয়ে গেছে বলে জানায় একাধিক সূত্র। এর ফলে সংগঠনটির এই গুরত্বপূর্ণ পদগুলো শূন্য হলেও সেগুলো পূরণের কিংবা মেয়াদ উত্তীর্ণ হলেও নতুন কমিটি গঠনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। জেলা যুবলীগের অধিনস্ত সংগঠনগুলোও পড়ে করুণ অবস্থায়। এমতাবস্থায় নারায়ণগঞ্জ এর যুবলীগ সাংগঠনিকভাবে অচলাবস্থাসহ তৃণমূল পর্যায়ে কর্মী ও সমর্থক বিহীন হয়ে পড়ে। অথচ এই জেলা যুবলীগ ১/১১ এর কঠিন সময়সহ আওয়ামী লীগের বিভিন্ন কঠিন সময়ে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করে। কিন্তু এত বছর যাবত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও সেই যুবলীগের এমন অস্তিত্বহীন অবস্থায় হতাশ জেলা যুবলীগ ও এর আওতাধীন কমিটির নেতাকর্মীগণ। তাছাড়া গত অক্টোবরে জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার পর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিশেষ করে নারায়ণগঞ্জ যুবলীগের নেতৃবৃন্দ নতুন করে আশা বেধেছিলেন এই ভেবে যে, এইবার যুবলীগের একটা গতি হবে। কিন্তু এরই মধ্যে প্রায় ছয় মাস অতিবাহিত হওয়ার পরও বিষয়টিতে কাউকে কোন প্রকার ভূমিকা রাখতে না দেখে অনেকটাই হতাশ হয়েছেন তারা। যার ফলে দীর্ঘ একটি সময় যাবৎ জেলা যুবলীগের ব্যানারে সম্মিলিতভাবে দলীয় কোনো কর্মসূচি পালন করতে দেখাও যায় না। অনেকটা হ-য-ব-র-ল অবস্থায় খুড়িয়ে চলছে মেয়াদোত্তীর্ণ উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের বেহাল কমিটিগুলো। মুখ থুবড়ে পড়েছে তাদের সাংগঠনিক কার্যক্রম। এমনকি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেও জেলা যুবলীগের নতুন কমিটি গঠনের কার্যকরী পদক্ষেপের কোন আলামতও নেই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯