আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:০৩

সন্ত্রাসী-ভূমিদস্যুদের ভয়কট করতে হবে: সেলিম ওসমান

ডান্ডিবার্তা | ০৬ মে, ২০২৩ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সদর-বন্দর আসনের সাংসদ সেলিম ওসমান বলেছেন, আমার চেয়ে যিনি বেশী উন্নয়ন ও জনগনের গোলামী করতে চান তবে আসুন আমি আপনার মনোনয়নের জন্য সমর্থক হব। শুধু পোস্টারিং করে জনগণের কাছে যাওয়া যায় না। জনগণকে ভালবাসতে হবে। জনগনের জন্য কাজ করতে হবে। আমি বঙ্গবন্ধু কন্যার নির্দেশে নির্বাচনে এসেছি। আমি দল বুঝি না আমি জনগনের জন্য যারা কাজ করে তাদের নিয়ে কাজ করতে চাই। আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আগামী প্রজন্মকে গড়ে তুলতে চাই। আমি এমন জনপ্রতিনিধি চাই না যারা ভ’মি দস্যু। অন্যের জমি দখল করে নিজের আখের গোছাবে। যারা ঘুষখোর, সন্ত্রাসী তাদের ভয়কট করতে হবে। আমি সদর-বন্দরকে সন্ত্রাস মুক্ত করতে চাই। এ জন্য সকলে মিলে সন্ত্রাসের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় বন্দরের নবীগঞ্জ ঈদগাহ প্রাঙ্গনে নাসিম ওসমান গোল্ড অ্যাওয়ার্ড ক্বিরআত প্রতিযোগীতা-২০২৩ এর চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে তিনি এসব কথা বলেন। সাংসদ সেলিম ওসমান আরো বলেন, বন্দরে আজকে ১০টি ছেলে কোরান প্রতিযোগীতায় মুখ উজ্জল করেছে। ভবিষ্যতে আরো বাচ্চারাও যেন পুরস্কার পায় সেই দায়িত্ব আমাদেরই। ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের যারা আমরা জনপ্রতিনিধি সেই রাস্তা তৈরি করে দিতে হবে। তিনি আতাউর রহমান মুকুলকে উদ্দেশ্য করে বলেন, আমাকে ৫ শতাংশ জায়গার ব্যবস্থা করে দাও। আমি আমার এবার কোরবানীতে গরু বিক্রির ৪ কোটি টাকার মধ্যে সেখানে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়ে একটি ভবন করে দিবো। যেখানে নিচ তলায় দোকান থাকবে। দ্বিতীয় তলায় ৪০জন এতিম ছাত্র থাকতে পারে। তিন তলা ও চার তলা ভাড়ার ব্যবস্থা করা যেতে পারে। এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৪ বছরের একটি প্রকল্প নিবো। যেখানে থাকা খাওয়ার খরচ বহন করা হবে শিক্ষার্থীদের। এজন্য আরো আড়াই কোটি টাকা ব্যয় করবো। রশিদ ভাই, মুুকুল ও সানাউল্লাহ সানুর মাধ্যমে এটি পরিচালনা করা হবে। এছাড়াও কাউন্সিলর ও চেয়ারম্যানবৃন্দরা এটি পরিচালনা করবেন। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারকারী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার হাফেজ শিক্ষার্থী তারেক মিয়াজীকে পবিত্র মক্কা মদিনা খচিত লকেট সহ একটি ১ ভরি ২ আনা ওজনের স্বর্ণের চেইন ও নগদ ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারী আমিরাবাদ মারকাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবু সুফিয়ানকে মক্কা মদিনা খচিত লকেট সহ একটি ১ ভরি ১ আনা ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৭৫ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারকারী তাজপুর দারুসুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী রিয়ানকে মক্কা মদিনা খচিত লকেট সহ একটি ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও চুড়ান্ত পর্বে বাকি ৭জন প্রতিযোগীকে শান্তনা পুরস্কার হিসেবে প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়। উক্ত প্রতিযোগীতায় বাছাই পর্বে বন্দর উপজেলার ২৪টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৪জন শিক্ষার্থী প্রতিযোগীতার বাছাই অংশ গ্রহন করে। বাছাই পর্ব শেষে মোট ১০জন প্রতিযোগী চুড়ান্ত পর্বে উন্নীত হয়। চূড়ান্ত পর্বের বাকি প্রতিযোগীরা হলেন, নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার হাফেজ শিক্ষার্থী ইসমাঈল, রাকিব, আবু রায়হান, রেদওয়ান, রিয়াজুল কোরআন হাফিজা মাদ্রাসার শিক্ষার্থী সিয়াম, আমিরাবাদ মারকাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও মাহফুজুর রহমান, আল মদিনা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ রশিদ। তিনি বলেন, এমপি সেলিম ওসমান বন্দরে শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন। তিনি নিজের পকেট থেকে টাকা দিয়ে বন্দরে প্রতিটি ইউনিয়নে একটি করে স্কুল বানিয়েছেন। এলাকায় উন্নয়ন ও সকলকে ঐক্যবদ্ধ রাখতে বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন এমপি সেলিম ওসমান হলেন আমাদের সেই বলিষ্ঠ নেতৃত্ব। নবীগঞ্জ আলিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু। আরো উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান হোসেন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যানের ফজর আলী, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মুছাপুর ইউনিয়নর চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ সালাম, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা