আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৯

নিহত শ্রমিকদের পাশে নেই না’গঞ্জের শ্রমিক নেতা’রা

ডান্ডিবার্তা | ০৭ মে, ২০২৩ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট শ্রমিকের নানা দাবি আদায়ে সোচ্চার দেখা যায় শ্রমিক সংগঠন ও শ্রমিক নেতাদের। প্রায় প্রতিদিনই আন্দোলন-সংগ্রাম করেন, আদায় করেন নানা দাবি আর অধিকার। অথচ, রূপগঞ্জের একটি কারখানায় বিস্ফোরণে এখন পর্যন্ত ৫ জন মারা গেছে। পরিবার গুলোর পাশে দাঁড়ায়নি কোন শ্রমিক নেতা ও শ্রমিক সংগঠন। এমনকি কোন শোক বার্তায় দুঃখ্য প্রকাশ করতেও দেখা যায়নি কাউকে। নারায়ণগঞ্জের শ্রমিক সংগঠনের নেতারা এখন নানা অজুহাতে দায় এড়াতে চাইছেন। এরকম একটি পরিস্থিতিতে শ্রমিকদের পাশে কাউকেই না দেখাটাকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন অনেকেই। প্রশ্ন উঠছে, তাহলেকি রাজপথে বক্তৃতা ও কারখানা মালিকদের কাছ থেকে দাবি আদায়ের মধ্যেই শ্রমিকদের প্রতি তাদের দায়বদ্ধতা? গত ৪ মার্চ আরআইসিএল স্টিল কারখানায় চুল্লি বিস্ফোরণে ৭ শ্রমিক দুগ্ধ হন। ঘটনাস্থলেই মারা যান ১ জন। আহতদের মধ্যে ৪ জন মারা যায় চিকিৎসাধীন অবস্থায়। এখনও চিকিৎসাধীন আছেন ২ জন। খোঁজ নিয়ে জানা যায়, নিহত হওয়া প্রত্যেক শ্রমিকেই ছিলেন অর্থিক অস্বচ্ছল। আর আহতদের ভালো মানের চিকিৎসা দেয়ার মতো সামর্থ তাদের কারোই ছিলো না। কেউ কেউ পরেছিলেন রক্ত ও ওষুধের অভাবেও। এমতাবস্থায় নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রমিক সংগঠন বা শ্রমিক নেতাদের সাহায্যের দরকার ছিলো তাদের সবচেয়ে বেশি। তবে এমন বিপদের সময় তাদের পাশে পাওয়া যায়নি কাউকেই। নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, শান্তনা দেওয়ার জন্য হলেও গত ৩ দিনে এখন কেউ তাদের পাশে এসে দাঁড়ায় নি। শ্রমিক নেতারা তো আসেনি, আসেনি কারখানা কর্তৃপক্ষের কেউ। এ বিষয়ে শ্রমিক সংহতি নেতা অঞ্জন দাস বলেন, ‘আমি শহরের বাইরে ছিলাম তাই বিষয়টি আমার জানা ছিলো না। আমাদের অফিস সম্পাদকের পা ভাঙ্গা। তাই কোন বিবৃতিও দেয়া হয়নি। বিষয়টি অত্তন্ত দুঃখ্যজনক। আমি আমাদের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সাথে আলাপ করে তাদের জন্য কিছু করা যায় কিনা তা দেখছি। আমি এ বিষয়ে আরেকবার দুঃখ প্রকাশ করছি।’ এ বিষয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব বলেন, ‘বিষয়টি আসলে দুঃখজনক। আমরা বিষযটি গতকাল রাতে জানতে পেয়েছি বিদায় কোন শোক বিজ্ঞপ্তিও পাঠানোর সুযোগ পাইনি। আমরা অতিশিগ্রই তাদের পাশে দাড়াবো। এবং তাদের পক্ষে আমাদের একটি মানববন্ধন আগামীকাল রোববার প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। আর আজকে আমাদের একটি শোক বিজ্ঞপ্তি গণমাধ্যমের কাছে পাঠানো হবে।’ গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ বলেন, ‘এ বিষয়ে আমাদের একটি প্রতিনিধি দল নিহতের পরিবারদের সাথে দেখা করবে। আমরা তো আর তাদের সহযোগী করতে পারবো না, কিন্তু মালিক পক্ষের কাছ থেকে অবশ্যেই তাদের অধিকার আদায় করবো। আগামীকাল এ বিষয়ে আমাদের একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা