আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৫

সিদ্ধিরগঞ্জ কমিটি গঠনের পরদিন পদত্যাগ

ডান্ডিবার্তা | ০৭ মে, ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দুইদিনের মধ্যেই নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেছে মো. জয়নাল আবেদিন। গতকাল শনিবার জয়নাল আবেদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এই পদত্যাগ করেন। জয়নাল আবেদিনের দেওয়া ফেসবুকের স্ট্যাটাসে লিখেছেন, আমি মো. জয়নাল আবেদিন। সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিদ্ধিরগঞ্জ থানা শাখা। ৯০এর দশকে নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতি শুরু করি। পর্যায়ক্রমে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সভাপতি এবং থানা যুবদলের সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করি। দীর্ঘ ৩৫ বছর বছর দলের একজন মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছি। তিনি আরও লিখেছেন, জেল-জুলুম হামলা মামলার মধ্যেও দলীয় কর্মকা- সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবং দলীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করি। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করার কারণেই আমার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১১টি রাজনৈতিক মামলা হয়। বিভিন্ন সময়ে আমি তিনবার কারা ভোগ করি এবং আমি শারীরিক ও অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হই। বর্তমান নবগঠিত সিদ্ধিরগঞ্জ থানা বি,এন,পির কমিটিতে আমাকে ৩নং সহ-সংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। যা দলের প্রতি আমার আনুগত্য, ভালোবাসা এবং ত্যাগের অবমূল্যায়ন হয়েছে বলে আমি মনে করি। এজন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সকল প্রকার পদ-পদবী হতে অব্যাহতি নিলাম। উল্লেখ্য, গত বুধবার জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৯৪ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ৪ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। এ কমিটি ঘোষণার পর থেকে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেখা দিয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা