আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:১৬

সিদ্ধিরগঞ্জে হাত বাড়ালেই মাদক

ডান্ডিবার্তা | ০৮ মে, ২০২৩ | ১০:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সহজলভ্য হওয়ায় মাদকে ঝুঁকছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের যুবসমাজ। দীর্ঘদিন যাবত মুড়ি-মোয়ার মতো বিক্রি হচ্ছে নেশাজাতক এইসব মাদকদ্রব্য। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ থেকে ১০নং ওয়ার্ড রয়েছে সিদ্ধিরগঞ্জের মধ্যে। প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে রয়েছে মাদক ক্রেতা-বিক্রেতাদের অবাধ বিচরণ। বাংলাদেশের শিল্পনগরীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জ। এ জেলার অধীনে থাকা গুরুত্বপূর্ণ থানা হচ্ছে সিদ্ধিরগঞ্জ। কারণ এই থানা এলাকাতেই আদমজী ইপিজেড, বিদ্যুৎ কেন্দ্র, ডিপিডিসি, র‌্যাব-১১ এর সদর দপ্তর, বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারীর মতো অসংখ্য প্রতিষ্ঠান অবস্থিত। একাধিক শিল্প প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ থাকায় ঘনবসতিপূর্ণ এরিয়ায় পরিণত হয়েছে সিদ্ধিরগঞ্জ। সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী ২ লাখ ৫৬ হাজারের মতো জনসংখ্যা থাকলেও তার চেয়ে অধিক জনসংখ্যা রয়েছেন এ থানা এলাকায়। সারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে মাদকের উপর জিরো টলারেন্স চালু রেখেছেন। সেখানে এ থানার অলিগলিতে প্রকাশ্যে মাদকের রমরমা কারবার করে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা। মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে উদীয়মান শিক্ষার্থীরা। অলিগলিতে হাতের নাগালেই মিলছে সমাজ নষ্টের এইসব অস্ত্র। সিটি করপোরেশনের ১,৬ ও ৭নং ওয়ার্ড বর্তমানে মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। আর এসব ওয়ার্ড এর রাঘববোয়ালরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে ফেসবুক চ্যাটিং এর মাধ্যমে বিক্রি করছে মাদক। সিদ্ধিরগঞ্জে মাদকের হট স্পটগুলো হলো : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১নং ওয়ার্ডের হীরাঝিল পচারখ্যাত মাঠ ও পুরোনো পট্টি, মিজমিজি টিসি রোডস্থ হোসেনের বাড়ির আশপাশ, পাগলাবাড়ি, বাতানপাড়া ক্যানেলপাড়, মজিববাগ, সিআইখোলা ও পাইনাদী নতুন মহল্লা কলশি বিল্ডিংয়ের খালপার। ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া বিল, দশপাইপ শহীদ নগর ডাম্পিং ও হাজেরা মার্কেট। ৩নং ওয়ার্ডের রসূলবাগ, বিক্রমপুর বোডিংয়ের আশপাশ, গ্রীণ গার্ডেনের রেস্টুরেন্টের পেছনে, বায়তুল সালাম জামে মসজিদ পাশস্থ চান্দু মিয়ার বাড়ির সামনে এবং আদর্শ নগরের রিকশার গ্যারেজ।৪নং ওয়ার্ডস্থ আটি হাউজিং, বাগানবাড়ি, শিমরাইল মোড় ট্রাক স্ট্যান্ড, পরিত্যক্ত টাইগার মিল, মনোয়ার জুট মিল ও তাজ জুট মিল। ৫নং ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীরপাড়, সাইলোগেট ট্রাকস্ট্যান্ড, আজীবপুর এবং কলাবাগ এলাকা। মাদকের হটস্পট খ্যাত নাসিকের ৬নং ওয়ার্ডের আদমজী বিহারী ক্যাম্প, সুমিলপাড়া রেললাইন, চরশিমুলপাড়া, নতুনবাজার, এসওরোড কবরস্থানের আশপাশে, এসওরোড ও চরশিমুলপাড়া সাধুর ঘাট, মুনলাইট এবং ক্রাউন ও সাতঘোড়া সিমেন্ট কোম্পানির আশেপাশের এলাকা। ৭নং ওয়ার্ডের কদমতলী ১০ তলা সংলগ্ন এমডব্লিউ কলেজের পেছন অংশ, কদমতলী মধ্যপাড়ার মনিরের মাঠ। ৮নং ওয়ার্ড এনায়েত নগরের মেম্বার বাড়ির পেছনে এবং ক্যানেলপাড় এলাকা। সিদ্ধিরগঞ্জ কদমতলী এলাকার কলেজ পড়ুয়া ছাত্র আসিফের সঙ্গে কথা হলে তিনি জানান, একসময় আমাদের এলাকার ছেলে-মেয়ে ফুটবল ক্রিকেটে মগ্ন ছিলেন। আর এখন তাঁরা মাদকে আক্রান্ত। এটার জন্যে দিন দিন সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এখনই যদি মাদক নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে সামনে আরো ভয়াবহ দিন আসবে। সুমিলপাড়া এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম জানান, আমাদের ঘর থেকে বের হলেই দেখি মাদক কেনাবেচা। দিবারাত্রি সার্বক্ষণিক চলে এর রমরমা ব্যবসা। তবে নাম পরিচয় বললে হয়তো আমাকেই নানান ক্ষতির শিকার হওয়া লাগবে। নাসিক ১নং ওয়ার্ডের বাসিন্দা আকাশ মিয়া বলেন, আমাদের যুবসমাজ ধ্বংসের মুখে। আমরা চাই প্রশাসন দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, প্রশাসন সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চালু রেখেছে। আমরা ইতিমধ্যে মাদকের অভিযানের জন্য মিটিং করেছি। মাদকের সঙ্গে জড়িত থাকা কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে মাদক সেবন ও কারীদের গ্রেফতার করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা