
ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন ও তার দুই ছেলেকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। গতকাল রোববার জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন ও সদস্য সচিব মশিউর রহমান রনির সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দীনকে জড়িয়ে নাটকীয় ঘটনা সাজাচ্ছেন ও মনগড়া নানা অপবাদ নিজে বানিয়ে তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে চলেছেন বেশ কিছুদিন ধরেই একজন সরকারদলীয় সাংসদ। শুধু তাই নয় তার দুই ছেলে ও তার ঘনিষ্ঠ অনুসারীদেরকে দমানোর জন্যও সেই সরকারদলীয় নেতা উঠেপড়ে লেগেছেন। নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। মুহাম্মদ গিয়াসউদ্দীন একজন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক। মুক্তিযুদ্ধে তিনি ছিলেন সম্মুখ যোদ্ধার ভূমিকায়। তাছাড়া তিনি শিক্ষানুরাগী, সাহিত্যানুরাগী, সমাজসেবক ক্রীড়াপ্রেমী, দানবীর ও এলাকার জনপ্রিয় ব্যক্তি। তার জনপ্রিয়তায় ঈর্যান্বিত হয়ে উক্ত সরকারদলীয় নেতা এমন আবোল তাবোল বকছেন। নতুন কমিটি ঘোষণা হওয়ার পর থেক দলের কর্মসূচীতে জনসম্পৃক্ততা দেখে জনগণের আন্দোলনের ভয়ে তিনি আমাদের বিরোধীদলের নেতাকর্মীদের দমনে এমন অপকৌশল বেছে নিয়েছেন। উনার কাছে আমরা জেলা যুবদল জানতে চাই, ১৯৭১ সালে উনি তো যুবক ছিলেন উনি কয় নম্বর সেক্টরের কোথায় যুদ্ধ করেছেন? তাকে আবারোও স্মরণ করিয়ে দিতে চাই, আমরা আপনাদের ভয়ে ভীত নই। সন্ত্রাসীগোষ্ঠীর রক্তচক্ষুকে ভয় করে আমরা ঘরের কোনে বসে থাকার জন্য জাতীয়তাবাদের রাজনীতি করিনা। আমরা রাজপথে লড়াই করতে শিখেছি। লড়াই আমাদের ধমনীতে, শিরায় মিশে গিয়েছে। আপনারা আমাদের জনগণের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র আমাদের অধিকারহরণের জন্য ব্যবহার করছেন, মনে রাখবেন গণতন্ত্রে সকল। ক্ষমতা-শক্তির উৎস জনগণ। তাদের ভোটাধিকার হরণ করে যেভাবে তাদের ভোট লুট করেছেন তাদের হক মেরেছেন তারা আপনাদের কাছে সবকিছুর জন্য হিসেব নিবে। আর সে নির্যাতিত-অধিকারবঞ্চিত জনগণ বিএনপির পাশে আছে। আমাদের বিগত দিনগুলোর মতো সামনের দিনগুলোতেও ইনশাল্লাহ রাজপথে আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের ভূমিকা হবে কঠোর। আমরা রাজপথের সকল বাধা ভেঙ্গে ফ্যসিষ্ট-স্বৈরাচারী সরকার হটিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯