
ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা পন্ড করে দিয়েছে পুলিশ। এসময় আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। এসময় অনুষ্ঠানস্থলের আশেপাশেই মহড়া দিতে দেখা গেছে আলোচিত কলি বাহিনীকেও। গতকাল সোমবার চনপাড়া গ্রামে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কহিনুর আলমের বাসায় এ অনুষ্ঠানটি হবার কথা ছিল। তবে এর আগে ভোরে পুলিশ গিয়ে পরিচিতি সভার আয়োজন বন্ধ করে দেয় বলে জানান কাঞ্চন পৌরসভা বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া। এর আগে রাতভর সেখানে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয় আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সকালে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটুর নেতৃত্বে অনুষ্ঠানস্থলের পাশে মিছিল করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ ছাড়াও এসময় দেশীয় অস্ত্রহাতে মহড়া দেয়া ও অবস্থান করতে দেখা যায় একদল নেতাকর্মীদের। এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেনের ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি নেতাকর্মী নিয়ে অনুষ্ঠানস্থলের আশেপাশে অবস্থান নেন ও মহড়া দেন। কাঞ্চন বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া আরো বলেন, আমাদের নতুন কমিটি হয়েছে পৌরসভার সেই কমিটির নেতাদের পরিচিতি সভাই ছিল এটা। আমরা বেশ বড় আয়োজন করেছিলাম। দেড় হাজার লোকের আয়োজন ছিল খাবারের। সেগুলো সব নিয়ে যাওয়া হয়েছে। তারা আমাদের রান্না করা খাবারগুলি খেয়ে ফেলেছে। এ ছাড়াও এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি আশা করছিলাম আমরা। আমাদের এ আয়োজনে কোন ধরনের শঙ্কা না থাকলেও রাতভর এখানে দেশীয় অস্ত্র হাতে ক্ষমতাসীনদের মহড়া দিতে দেখা গেছে। এর মধ্যে রাতে ৫ প্লাটুন পুলিশ এসে আমাদের নানাভাবে ধমক দিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়ে সকল সরঞ্জাম নিয়ে চলে গেছে। তবে আওয়ামীলীগ যে মহড়া দিচ্ছে সেদিকে পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। তিনি জানান, আওয়ামীলীগের বাধা আমরা বাধা মনে করিনা কারণ তারা আমাদের কর্মসূচী হলেও বাধা দেয় মিছিল করে মহড়া দেয়। তবে পুলিশ যদি আমাদের আয়োজন বন্ধ না করতো তাহলে যেকোন মূল্যে আমরা অনুষ্ঠানটি করতাম। গত বুধবার বিএনপির আওয়ামীলীগ সমর্থিত একটি গ্রুপের ঈদ পুনর্মিলনী কাঞ্চন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাজারের পাশে অনুষ্ঠিত হয়েছে। এসময় পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদের পাহাড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন মজিবুর রহমান ভুঁইয়াসহ দলের নেতাকর্মীরা। এই কলি বাহিনীর বিরুদ্ধে হত্যাচেষ্টা, ভূমিদস্যুতাসহ নানা অভিযোগ রয়েছে। তার রয়েছে সন্ত্রাসী বাহিনীও। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়। এর আগে গত ২ এপ্রিল কাঞ্চন পৌরসভা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় মজিবুর রহমান ভুঁইয়াকে এবং সাধারণ সম্পাদক করা হয় মফিকুল ইসলাম খানকে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান্, এ ধরনের কোন অনুষ্ঠানের পূর্বানুমতি ছিলনা। পুলিশ সেখানে যেন কোন ধরনের সমস্যা না হয় তাই পরিস্থিতি শান্ত রাখতে নজর রাখছে। রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় বিএনপির পরিচিতি সভাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিতর্কিত কলি বাহিনীর প্রধান গোলাম রসূল কলির অনুসারীরা এই মহড়া চালিয়েছেন। কলির নেতৃত্বে সকাল থেকেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা সভাস্থল ঘেরাও করে রাখে। এসময় পুরে এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চালান তারা। দুপুর পর্যন্ত ঘেরাও করে রাখার পর দুপুরের খাবার শেষে সভাস্থল ত্যাগ করেন তারা। এসময় লিটু, শুভ, সিনতলার মুঞ্জুরের ছেলে রনি, নাহিদ, মারুফ, খা পাড়ার দিপু, সাগর, বিরাবোর রবিউল, মতিন, সোহাগ পিতা ইকবাল, রিদয়, আলামিন, রানা, জসিম, হাবিবুর, শিমুল, পলাশসহ কলি বাহিনীর অন্যান্য সদস্যরা মহড়ায় অংশ নেন। এ বিষয়ে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির ভাষ্য, বিএনপির ‘নৈরাজ্য’ ঠেকাতে সকাল ৭টা থেকে চরপাড়া এলাকায় অবস্থান নেন তারা। তার নেতৃত্বে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী বিকেলে ৩টা পর্যন্ত সেখানে ছিলেন। সেখানেই রান্না করে খাওয়া-দাওয়া করেন তারা। কলি বলেন, ‘চরপাড়ায় সভার নামে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছিল বিএনপি নেতাকর্মীরা। তারা যাতে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো নৈরাজ্যকর কোন পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা অবস্থান নেই। আমরা কারও সঙ্গে ঝামেলায় যাইনি।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯