আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:১৪

মনোনয়নে প্রত্যাশায় আ’লীগে বিভক্তি!

ডান্ডিবার্তা | ০৯ মে, ২০২৩ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট জাতীয় নির্বাচনের প্রস্ততি হিসেবে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে শুরু করেছে বর্তমান ক্ষমতাশীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। পাশাপাশি চলছে মাঠ পর্যায়ের কমিটি গঠনের প্রক্রিয়া। আর তাই একটু বেশি চাপে থাকতে হচ্ছে প্রতিটি জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দদের। সারা দেশের মতো নারায়ণগঞ্জের অবস্থাও এক। জানা গেছে, গত বছরের ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করে আওয়ামী লীগের হাই কমান্ড। দ্রুত মহানগরের আওতাধীন কমিটি গুলো সম্মেলনের মাধ্যমে গঠন করার নির্দেশ দেয় কেন্দ্র। চাপে পরে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। দুই নেতার সমন্বয়ে অনুষ্ঠিত হয় মহানগরের আওতাধীন ১১-২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন। তবে এর পর থেকেই স্থির হয়ে পরে সব। খোঁজ নিয়ে জানা যায়, সম্মেলনের পর থেকেই মতানৈক্য দেখা যায় মহানগরের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার মাঝে। আর হটাৎ করেই মহানগর আওয়ামী লীগের ১নং সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে, আনোয়ার হোসেন দেয়া শুরু করেন ঝাঁজালো বক্তব্য। শুধু তাই নয়, বনে যান সদর-বন্দর আসনের প্রার্থী। এরপর থেকে মহানগর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কোন সভা সমাবেশে দেখা মিলেনি আওয়ামী লীগের এই হেভি ওয়েট নেতার। শুধু তাই নয়, আলাদাভাবেও আনোয়ার হোসেন বা তার কোন অনুসারী নেতাকেও দেখা যায়নি কোন সভা সমাবেশে। তাছাড়া নারায়ণগঞ্জ জুড়ে সদর-বন্দর আসনে নৌকার প্রার্থী হিসেবে নিজেকে জাহির করে চলেছেন আনোয়ার হোসেন। লাগিয়েছেন পোস্টার-ব্যানারও। এদিকে, তৃনমূলকে সুসংগঠিত করতে ও নির্বাচনের প্রস্ততি হিসেবে গত ৫ মে থেকে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড গুলোতে শুরু হয় কর্মী সভা। গত ৫ ও ৬ মে আয়োজিত ২২-২৬নং ওয়ার্ডের কর্মী সভায় নামে নেতা-কর্মীদের ঢল। যাতে দেখা মিলেনি মহানগরের সভাপতি আনোয়ার হোসেনকে। প্রতিটি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকছেন মহানগরের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। আর এনিয়ে শহর জুড়ে চরছে নানা আলোচনা সমালোচনা। অনেকের মতে, ‘দল সুসংগঠিত করার সময় মনোনয়নের বাসনা ঠিক নয়। এতে দলের ক্ষতি হবে। একত্রিত হতে সমস্যা থাকলে আলাদা ভাবে হলেও দলকে সুসংগঠিত করা জরুরি।’ জানা গেছে, মনোনয়ন নিশ্চিতে আনোয়ার হোসেনের পাশে রয়েছেন নারায়ণগঞ্জের বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তবে, এত সহজে না। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকার প্রার্থী দিলে হতে পারে আনোয়ার হোসেনের স্বপ্ন পূরণ। তবে, এবারও মহাজোটের অংশ জাতীয় পার্টির জন্য দুইটি আসন ছাড় দেয়া হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা