
ডান্ডিবার্তা রিপোর্ট আওয়ামী লীগে ক্ষমতার দ্বন্দ্ব আর বিএনপিতে মামলার ভয়ের ফলে দুইটি দলের তৃণমূলে প্রকৃত অর্থে রাজনীতি নেই আছে সংঘাত আর ভয়। যদিও দুইটি দলই ২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে চাঙ্গা করতে মাঠে নামার কথা বলেছে। তবে ফতুল্লার অন্যতম জনবহুল ইউনিয়ন কুতুবপুরের চিত্র একেবারেই ভিন্ন। ইউনিয়নটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষমতার দ্বন্দ্বে সাংগঠনিক কর্যক্রম একেবারে নাই বললেই চলে। বিএনপির সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে। ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে যে যার মতো চলছে। সভাপতি হাজী জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মানিক চাঁনকে গুরুত্বপূর্ণ দলীয় সাংগঠনিক কর্যক্রমে অংশগ্রহণ করতেও দেখা মেলেনি। এভাবে আর কত দিন। অনেক কর্মীরা বলছেন, তাদের বয়স অনেক হয়েগেছে তাই তারা দলীয় কর্মসূচী পালনে ব্যার্থ। দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় এমন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়নের দায়িত্বে থাকার পরে-ও তাদের সাংগঠনিক কার্যক্রম হযবরল। তাই অতিদ্রুত জনবহুল ইউনিয়নে নতুন কমিটির মাধ্যমে নতুন নেতৃত্বের আহবান জানিয়েছেন। এদিকে কুতুবপুর ইউনিয়ন বিএনপি নেতারা তাদের মাঠ ঘোচাতে ব্যস্ত সময় পার করছেন। কুতুবপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডে নতুন আহবায়ক কমিটির মাধ্যমে দলকে চাঙ্গা করে তুলেছেন। জাতীয় সংসদ নির্বাচনের আগেই ইউনিয়ন বিএনপি ও প্রতিটি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে হবে বলেও জানা যায়। ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারে অধীনে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে হবে। তাই দলীয় কর্যক্রমের বিকল্প নেই। এখন ঘরে বসে থাকার সময় নেই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ত্যাগী নেতাদের নেতৃত্ব দেওয়া হয়েছে। তাতে করে কুতুবপুর ইউনিয়ন বিএনপি যে কোনো আন্দোলন সংগ্রামে রাজনৈতিক মাঠে থেকে তাদের দলীয় নেতাকর্মীদের অধিকার আদায় করতে সক্ষম হবে। নাম প্রকাশ্যে অনইচ্ছুক একজন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জানান, আমাদের কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আজ বেহাল দশা শুধু কয়েকজন ক্ষমতা লোভীদের জন্য তার মধ্যে অন্যতম জসিম উদ্দিন, মানিক চাঁন ও আলাউদ্দিন হাওলাদারের কারণে। একজন অন্যজনকে দেখতেই পারেন না। তারা নিজেদের স্বার্থ্য হাসিল করতেই দলের আজ এই পরিনতি। তারা দলীয় নেতাকর্মীদের চাইতে বিএনপি নেতাকর্মীদের মূল্যায়ন করে। সভাপতি জসিম উদ্দিন ও আলাউদ্দিন হাওলাদার বিএনপির নেতাকর্মী ছাড়া যেনো পেটের ভাত হজমেই হয় না। তাদের কারনেই আজ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কর্যক্রম এই অবস্থা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দল থেকে বিতর্কিত ব্যক্তিদের বেড় করে নতুন নেতৃত্বের আহবান জানান। তৃনমুল নেতাকর্মীদের চাওয়া, আসছে জাতীয় সংসদ নির্বাচনের আগে পুনরায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটির মাধ্যমে নতুন নেতৃত্বের জননেতা একেএম শামীম ওসমানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভুমিকা পালনে কাজ করবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯