আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:২০

লায়ন্স মাল্টিপল জেলার চেয়ারম্যান না’গঞ্জের আবদুল ওহাব

ডান্ডিবার্তা | ১০ মে, ২০২৩ | ৩:০৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের কৃতি সন্তান প্রকৌশলী আবদুল ওহাব লায়ন্স মাল্টিপল জেলা ৩১৫ এর কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হোটেল শেরাটনে অনুষ্ঠিত সাতটি লায়ন্স জেলার ৩৪০টি লায়ন্স ক্লাবের প্রায় ২২০০ ডেলিগেটের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে লায়ন প্রকৌশলী আবদুল ওহাব মাল্টিপল জেলার কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী। লায়ন প্রকৌশলী আবদুল ওহাব বন্দর উপজেলার নবীগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কদমরসুল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। পরে তিনি বিসিএস ১৩তম ব্যাচে বাংলাদেশ টেলিফোন সংস্থায় প্রকৌশলী হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিফোন সংস্থার ডাইরেক্টর হিসেবে কর্মরত আছেন এবং নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক। কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে লায়ন ওহাব লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির মাধ্যমে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবের সদস্য হয়ে ২০১২-১৩ বর্ষে লায়ন্স জেলা ৩১৫এ২ বাংলাদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা