
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী নৌ ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে ব্যপক চাঁদাবাজি সহ নিরীহ মানুষকে হয়রানি করার একাধিক অভিযোগ পাওয়া গেছে। একটি সুত্র হতে জানা যায় ১৯৮৮ সালে ধলেশ্বরী, বুড়িগঙ্গা নদীতে ডাকাতি রোধ করার জন্য বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ি বক্তাবলী বাজারস্থ স্থাপন করা হয়। নদীতে ডাকাতি, চুরি সহ নানান অপকর্ম রোধ করার জন্য বক্তাবলীতে নৌ পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলেও বর্তমান ফাঁড়ির ইনচার্জ নান্নু মিয়া যোগদান করার পর হতে ব্যপক ভাবে চাঁদাবাজি, নিরীহ মানুষকে ফাঁড়িতে ধরে এনে মাদক বিক্রেতা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে বক্তাবলী বাসী জানান, এসআই মিজান, এসআই সৌরভ, এএসআই হাবিব ফাঁড়ির ইনচার্জ নান্নু মিয়া নির্দেশে বেশ কিছুদিন আগে একজন ট্রাক চালক আটক করে ৪হাজার ৫শ’ টাকা, মিশুক চালকের কাছ থেকে ৩ হাজার ৫শ’ টাকা, দুধের বেপারী আসাদুল্লাহ এর নিকট হতে ৭হাজার টাকা, ইটভাটার লেবাররা বিড়ি, সিগারেট খাওয়া কালীন সময় আটক করে ফাঁড়িতে এনে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ ছাড়াও ট্রাক চালকদের হুমকি দেয়া হয় তাদের মাসিক টাকা না দেয়া হলে ট্রাক চলতে দেয়া হবে। এলাকাবাসী তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন,বক্তাবলী নৌ ফাঁড়ি পুলিশে এর আগে অনেক ইনচার্জ ছিল। কিন্তু নান্নু মিয়ার মতো খাই খাই ইনচার্জ কখনো দেখিনি। এরা নদীতে তেমন ডিউটি না করে মিশুক ও অটোরিকশা চালকদের এবং সাধারণ মানুষ কে আটক করে মাদক সহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, নদী হতে মাটি কাটা, ইটভাটা হতেও নিয়মিত মাসোহারা নিয়ে থাকে। এ ব্যাপারে ভুক্তভোগী ও সচেতন মহল বক্তাবলী নৌ ফাঁড়ির ইনচার্জ নান্নু মিয়া ও তার সহযোগীদের প্রত্যাহার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ নান্নু মিয়া মুঠোফোনে তিনি বলেন, ভাই এ সব বিষয়ে আমি কিছুই জানিনা। তাছাড়া পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক হিসেবে কাজ করে থাকে। বিভিন্ন অভিযোগ সর্ম্পকে তিনি বলেন, ঐ দুধ বিক্রেতা গুড়া দুধ দিয়ে লিকুইড দুধ বানিয়ে বাজারে বিক্রি করে থাকে সে বিষয়ে কিছুটা শুনেছি। কিন্তু বাকী অভিযোগ সর্ম্পকে কিছুই জানিনা। এছাড়াও নদীপথে বিভিন্ন অভিযান চালাচ্ছি সেই বিষয়গুলোতে আপনাদেরকে জানাতে পারিনা। সহকারী পুলিশ সুপার (নৌ পুলিশ) মিনা মাহমুদ বলেন, আসলে এ বিষয়গুলো সর্ম্পকে আমি জানিনা। আমি বিষয়টি অবশ্যই দেখবো।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯