
ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের মাঝে এখন তিনটি ধারা বিরাজমান রয়েছে। এই তিন ধারার মাঝে অন্যতম প্রধান ধরাটি রয়েছে জেলা বিএনপির বর্তমান আহবায়ক আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিনের হাতে। এই গ্রুপে যারা রয়েছেন তারা সাংগঠনিক ভাবে দক্ষ ও অভিজ্ঞ এবং পূরনো। এদের মাঝে রয়েছেন অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, স ম নূরুল ইসলাম, হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ, এডভোকেট বারী ভুইয়া, আলাউদ্দিন খন্দকার শিপন, লোকমান হোসেন, সুলতান মাহমুদ মোল্লা, হাসান আলী, মঈনুল হোসেন রতনসহ আরো অনেকে। এরা সকলেই সাবেক এমপি ও জেলা বিএনপির বর্তমান আহবায়ক আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিনের লোক। ফতুল্লা থানায় এরা আপোষহীন নেতা হিসাবে পরিচিত। দলের চরম দুঃসময়ে এরা কখনোই বিএনপির আদর্শ এবং নেতা পরিবর্তন করেননি। গিয়াস উদ্দিন আহবায়ক হওয়ার আগ পর্যন্ত এদেরকে বিএনপির কোনো পদে আসতে দেয়া হয়নি। বিশেষ করে বিএনপি থেকে পদত্যাগী নেতা আলহাজ¦ মোহাম্মদ শাহআলমের হাতে থানা বিএনপির নেতৃত্ব আসার পর এদেরকে কখনোই কোনো দলীয় কর্মসূচিরত ডাকা হয়নি। তবে এরা গিয়াসউদ্দিনের নেতৃত্বেও প্রতি অবিচল থেকে মাটি কামড়ে পড়েছিলেন। তাই এবার গিয়াসউদ্দিন নেতৃত্বে আসার পর আবারও সক্রিয় হয়ে উঠেছেন। অপরদিকে এই দলে দ্বিতীয় ধারাটি শাহআলমের অনুসারী হিসাবে পরিচিত। এদের মাঝে রয়েছেন জাহিদ হাসান রোজেল, পান্না মোল্লা ও সাবেক যুবলীগ নেতা একরামুল কবির মামুন প্রমুখ। এই ধরাটি শাহআলমের আর্থিক অনুদানে টিকে আছে বলে মনে করেন বিএনপির অনেকে। শাআলম দল থেকে চলে গেলেও এদেরকে পৃষ্টপোষকতা দিয়ে চলেছেন। এই গ্রুপটি কিছুতেই জেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিনের নেতৃত্ব মানতে নারাজ। দলের কোনো দায়িত্বে না থাকলে এই গ্রুপের নেতা জাহিদ হাসান রোজেল এবং পান্না মোল্লা এখনো নিজেদেরকে থানা বিএনপির আহবায়ক এবং সদস্যসচিব দাবি করেন। মূলত এরা শাহআলমের লোক এবং এরা মনে করেন মোটা অঙ্কের টাকা দিয়ে হলেও শেষ পর্যন্ত শাহআলম বাগিয়ে নেবেন বিএনপির মনোনয়ন। তাই এরা কোনো মতেই গিয়াস উদ্দিনের নেতৃত্ব মানতে রাজী নন। এছাড়া অপর একটি ধারা রয়েছে যারা নাকি গিয়াস উদ্দিন এবং ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শামীম ওসমানের মাঝামাঝি অবস্থানে। এই গ্রুপের মূল নেতৃত্বে রয়েছেন থানা বিএনপির বর্তমান আহবায়ক শহীদুল ইসলাম টিটু এবং বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এরা একদিকে যেমন সাবেক এমপি গিয়াসউদ্দিনের নেতৃত্ব মানেন অপরদিকে তেমনি তারা শামীম ওসমানের সাথেও যোগাযোগ রাখেন বলে অনেকে মনে করেন। তবে টিটু এবং রিয়াদ চৌধুরী এখন আর শাহআলমকে নেতা মানতে রাজী নন। ফতুল্লার রাজনীতিবিদদের মাঝে অনেকের পরিস্কার বক্তব্য হলো যে যাই মনে করুক না কেনো টিটুর মূল নেতা হলেন কুতুবপুরের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। তবে সেন্টুতে আওয়ামীলীগে যোগদানের পর থেকে তাকে শামীম ওসমানের লোক হিসেবে গণ্য করেন আওয়ামীলীগ নেতারা। তবে বেলা শেষে সেন্টুর মাধ্যমে শামীম ওসমানের হাতে টিটুর এক ধরনের সুতার টান থেকেই যায়। অপরদিকে রিয়াদ মোহাম্মদ চৌধুরী থানা যুবলীগের সভাপতি মীর সোহেলের মাধ্যমে শামীম ওসমানের সাথে এক ধরনের সখ্যতা রেখে চলছেন বলে অনেকে মনে করেন। যদিও শামীম ওসমানের সাথে কখনোই রিয়াদ চৌধুরীকে প্রকাশ্যে দেখা যায়নি। তাই এখানে রাজনৈতিক কৌশলের বিষয়টি রয়েছে বলে মনে করেন অনেকে। তবে বিএনপির নেতা কর্মীরা মনে করেন তারা যে যে ধরাতেই পরিচালিত হোন না কোনো সকলেই বিএনপি করেন। তাই গিয়াস উদ্দিনের উচিৎ হবে কারো কোনো কথা না শুনে সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্ঠা করা। তার কাছে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এমনটাই প্রত্যাশা করেন বলে জানান। এখন গিয়াস উদ্দিন কি করেন সেদিকেই রয়েছে সকলের নজর।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯