
ডান্ডিবার্তা রিপোর্ট ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে রাজপথে আন্দোলন সংগ্রাম এবং কেন্দ্রীয় কর্মসূচী পালনে বিএনপি তাদের অস্তিত্বের জাগান দিচ্ছে। তবে, জেলা ও মহানগর বিএনপির আন্দোলন সংগ্রামে দেখা যাচ্ছে না অণ্যতম শরীকদল জামায়াত ইসলামি নেতদাকর্মীদের। বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ও নির্বাচনী জোটভুক্ত দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আর চাচ্ছেনা বলে জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। একই দাবী উঠেছে নারায়ণগঞ্জ বিএনপির ক্ষেত্রেও। জামায়াত বিএনপির জন্য বিষফোঁড়া হয়ে উঠছে বলেও মন্তব্য করেন অনেকে। নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীদের অনেকেই মনে করেন, যুদ্ধাপরাধ সহ নানা কারণেই জামায়াত বিতর্কিত। বর্তমান তরুণ ভোটার ও এ প্রজন্মও আর জামায়াতকে ভালো চোখে দেখছে না। সুতরাং বিএনপির উচিত দ্রুত জামায়াতকে পরিত্যাগ করা। তারই ধারাবাহিকতায় প্রভাব পড়েছে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মাঝেও। মনে জামায়াতের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও জোটকে বিতর্কিত না করার জন্য মন্তব্য করা থেকে এড়িয়ে যাচ্ছেন কেউ কেউ। আবার একই সাথে সরকারের নির্যাতন ও প্রতিকূলতা সহ্য করে জামায়াত এখনো জোটে রয়েছে এই দিক ভেবে সঙ্গেই রাখতে চান। তবে নারায়ণগঞ্জ বিএনপির নেতারা জামায়াতকে নিয়ে কি ভাবছেন তা জানতে চাওয়া হয়েছিল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মাঠে থাকা নেতাদের কাছে। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি জামায়াত প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি হননি। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, এটা তো কেন্দ্রীয় নীতিনির্ধারকদের ব্যাপার, কোন সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আমাদের খুব বেশী কিছু করার আছে বলে আমরা মনে করি না। তবে এটা বুঝতে হবে রাজনীতি একটি চলমান প্রক্রিয়া, পারিপার্শ্বিক অবস্থা সহ সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আশা করব কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা সাধারন মানুষের পালস বুঝেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি আরো বলেন, বর্তমানে রাজনৈতিক যে ক্রাইসিস চলছে সেখানে অপশাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ব হয়ে আন্দোলন করতে হবে। তাছাড়া জামায়াত নিজেরাও বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। সুতরাং দেশের এমন একটি সময়ে তাদের বিচ্ছিন্ন করা বা জোটে শরীক রাখার সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতারাই সঠিক ভাবে নিতে পারবে আশাকরি। এছাড়া দেশের বিভিন্ন স্থানীয় নির্বাচনের ফলাফলকে সামনে এনে বলেন, পুরো ফলাফল সরকারের একটি দূরভিসন্ধি হতে পারে জোট থেকে জামায়াতকে বিচ্ছিন্ন করতে উৎসাহিত করার জন্য। সেক্ষেত্রে বিএনপি জামায়াতকে ত্যাগ করলে জামায়াত আওয়ামী লীগে যোগদান করতেই পারে যা অস্বাভাবিক কিছুই নয়। এদেশের রাজনীতিতে বহুকাল ধরে এমন ঘটনা চলে আসছে। সেক্ষেত্রে যে কোন সিদ্ধান্ত নিতে হলে বিএনপিকে ঠান্ডা মাথায় নিতে হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, নারায়ণগঞ্জে ১৯৯৭ এর পরে এমন কোন মিছিল নেই যেখানে আমি সামনের কাতারে ছিলাম না। কিন্তু ১২ বছরের জোটের ভেতর ২টি মিছিলেও নারায়ণগঞ্জের জামায়াত অংশগ্রহণ করেনি। আমরা কেবল মুখে মুখেই জোট বলি কিন্তু জামায়াত নারায়ণগঞ্জে আমাদের কোন কর্মসূচীতে যোগদান করে না। সিটি নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউপি নির্বাচনেও আমরা জামায়াতকে সাথে পাই নাই। তাই আমার মতামত আগামী নির্বাচনে জামায়াতকে বাইরে রেখেই বিএনপি নির্বাচন করুক, সেটা আমার মত সকল তৃণমূল কর্মীর প্রধান দাবি। জামায়াতকে ছাড়াই বিএনপি নির্বাচনে জয় লাভ করতে সক্ষম যা সিলেট নির্বাচনেই প্রমানিত হয়েছে। তবে জামায়াত থাকবে কি থাকবেনা তা নিয়ে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় রয়েছেন বেশীরভাগ নেতাকর্মী। স্থানীয় পর্যায়ে এ নিয়ে পক্ষ-বিপক্ষ থাকলেও কেন্দ্রের নির্দেশ পেলে তা মেনে নেয়ার ব্যাপারে প্রস্তুত রয়েছেন তারা। তবে নির্বাচনের আগেই দ্রুত জামায়াতের ব্যাপারে কেন্দ্রীয় সিদ্ধান্ত জানানোর অনুরোধ জানিয়েছেন বিএনপির তৃণমূল নেতারা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯