
বন্দর প্রতিনিধি নারায়ণগঞ্জ বন্দরে বিভিন্ন এলাকায় ভূমিদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। ভুয়া ওয়ারিশ দাঁড় করিয়ে মিটিশন তৈরি করে ফসলি ও বসতি জায়গায় সাইনবোর্ড লাগিয়ে দখলের মহা উৎসবে মেতে উঠেছে ভূমিদস্যরা। এসব ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে মামলা, হামলার শিকার হচ্ছে প্রকৃত জমির মালিকরা। সম্প্রতি বন্দরের একটি অনুষ্ঠানে সদর-বন্দর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, বন্দরের বিভিন্ন এলাকায় ভূমি ন্দরের একটি অনুষ্ঠানে সদর-বন্দর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, বন্দরের বিভিন্ন এলাকায় ভূমি দস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। এরা কোন দলের নয়, কারো কোনো আত্মীয় হতে পারে না। ভূয়া ওয়ারিশের মাধ্যমে অন্যের জায়গা দখল করছে ভূমিদস্যুরা। তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে এ ব্যাপারে সঠিক ও কঠোর ভূমিকা রাখার জন্য নির্দেশ দেন এমপি সেলিম ওসমান। এরপরও থেমে নেই বন্দরে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের চেষ্টার ঘটনা। এমনই একটি অভিযোগ পাওয়া গেছে নারায়ণগঞ্জ বন্দর কলাগাছিয়া ২নং মাধাপাশা এলাকায়। স্থানীয় মৃত হাজী জয়নাল আবেদীনের প্রায় ৫০ শতাংশ ফসলি জমি ভুয়া ওয়ারিসের মাধ্যমে ওয়ারিশেন মাধ্যমে সাইনবোর্ড লাগিয়ে দখলের চেষ্টা চালিয়েছে এলাকার প্রভাবশালী আলাউদ্দিন ও ভেন্ডার ইমরান গংদের বিরুদ্ধে। এ ব্যাপারে মৃত হাজী জয়নাল আবেদীনের ছেলে শাহজাহান ভূমিদস্যদের হাত থেকে ফসলি জমি রক্ষা সহ পাওয়ার আশায় নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ প্রথম আদালতে দেওয়ানী মামলা করেন যার নং ৮৬ /২৩ । এছাড়া তিনি বানোয়াট ভূয়া মিটিশন বাতিলের জন্য বন্দর সহকারি ভূমি কমিশনার এর কাছে গত ২ মে লিখিত অভিযোগ করেছেন। আদালতে মামলা ও ভূয়া মিটিশন বাতিলের আবেদন করায় ভূমিদস্যদের হুমকির মুখে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে জমির মালিক শাহজাহানসহ তার পরিবারের সদস্যরা। ভূমিদস্যুরা এলাকার প্রভাবশালী আলাউদ্দিন ও ভেন্ডার ইমরান গংদের কারণে ফসলি জমিতে চাষাবাদ করতে যেতে পারছে না শাহজাহান ও তার পরিবারের সদস্যরা। এ ব্যাপারে এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় দিনমজুর কৃষক শাহজাহান। এ ব্যাপারে জমির মালিক কৃষক শাজাহান কান্না জনিত কন্ঠে বলেন, আজ থেকে প্রায় ৪৫ বছর আগে আমার বাবা মৃত হাজী জয়নাল আবেদীন ৮১৮০ ও ৩৮০৩ দুই দলিল মূলে মৃত আব্দুল মসজিদের কাছ থেকে ৬৩ শতাংশ কৃষি জমি ক্রয় করে পৈতৃক সূত্রে আমি ও আমার অন্যান্য ভাই-বোনেরা এই জায়গায় প্রায় ৪৫ বছর যাবত কৃষি কাজ করে আসছি। সম্প্রতি ফরাজী কান্দা এলাকার মৃত জামাল মিয়ার ছেলে প্রভাবশালী আলাউদ্দিন মিয়া ও এলাকার ফজলু মিয়ার ছেলে ভেন্ডার ইমরান গং ভূযা বানোয়াট ওয়ারিশ এর মাধ্যমে মিটিশন করে আমাদের জায়গায় সাইনবোর্ড লাগিয়ে দখলে করে রেখেছে। এ ব্যাপারে আমরা আদালতে মামলা ও মিটিশন বাতিলের জন্য ভূমি অফিসে আবেদন করেছি। দখলকারীরা বিভিন্ন সময় আমাদেরকে পুলিশ দিয়ে ও তাদের লালিত পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের হুমকি দিচ্ছে এবং জমিতে আমরা যাতে চাষাবাদ করতে না পারি সেজন্য তারা জমির সামনে পাহারা বসিয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯