
ডান্ডিবার্তা রিপোর্ট চলতি সপ্তাহের মধ্যেই নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা হতে পারে। ইতিমধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল আলাদা ভাবে কমিটির পুর্ণাঙ্গ খসরা তালিকা জমা দিয়েছেন। তালিকায় অনেকটা মিল থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সভাপতি-সাধারণ সম্পাদক এর নিজস্ব পছন্দ পরিলক্ষিত হয়েছে। এক্ষেত্রে, সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে সহ সভাপতি ও যুগ্ম সম্পাদক পদ নিয়ে। দুই নেতার পছন্দ ভিন্ন। কেননা এই দুটি পদ কমিটিতে বেশ প্রভাবশালী হিসেবে গণ্য করা হয়। জানা গেছে, বিলুপ্ত হওয়ার আগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটিতে সহ সভাপতি হিসেবে ছিলেন ৯ জন। তারা হলেন- মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, আরজু রহমান ভুইয়া, মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, মোহাম্মদ সানাউল্লাহ, আব্দুল কাদির, মোহাম্মদ শিকদার গোলাম রসুল, আদীনাথ বসু, খাজা রহমত উল্লাহ। এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে ছিলেন ৩ জন। তারা হলেন- জাহাঙ্গীর আলম, অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু, ইকবাল পারভেজ। তবে, এবার এই দুই পদেই নামের পরিবর্তন এসেছে। এক্ষেত্রে আলোচনায় এসছে জেলা আওয়ামী লীগের সাবেক দুই যুগ্ম সম্পাদককে নিয়ে। জাহাঙ্গির আলম ও অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু। কেননা সভাপতির পাঠানো খসরা কমিটির তালিকায় প্রথম যুগ্ম সম্পাদক রাখা হয়েছে জাহাঙ্গির আলমকে। অন্যদিকে, সাধারণ সম্পাদকের পাঠানো খসরা কমিটির তালিকায় প্রথম যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু। দুজন নেতাই ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে এসেছে বলে জানা গেছে। খোজঁ নিয়ে জানা যায়, সোনারগাঁয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক বিশাল অংশের নেতৃত্ব দেন অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু। সোনারগাঁ আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের অনেক নেতারাই তার নেতৃত্বে রাজনীতি করেন। পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন সভা সমাবেশও বেশ ঘটা করে পালন করতে দেখা যায় তাকে। বিভিন্ন সময় শত শত নেতাকর্মীদের নিয়ে নানা দলিও কর্মসূচিও পালন করতে দেখা গেছে তাকে। পাশাপাশি জেলা আওয়ামী লীগের কর্মসূচি গুলোতেও তার উপস্থিতি সরব। অন্যদিকে, জেলার প্রভাবশালী জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে জাহাঙ্গির আলমের রয়েছে ভালো সক্ষতা। তবে, সমর্থক বা রাজনৈতিক কর্মীর কোনটাই তার নেই। জেলা আওয়ামী লীগের সকল কর্মসূচিতেই তার দেখা মিলে। কিন্তু আলাদা ভাবে নেতাকর্মীদের নিয়ে কোন কর্মসূচি পালন করতে তাকে কখনোই দেখা যায়নি। বিভিন্ন প্রভাবশালী জনপ্রতিনিধি ও শীর্ষ আওয়ামী লীগ নেতৃবৃন্দদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হওয়াতেই সিমাবদ্ধ তিনি। এদিকে, অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরুকে ঘায়েল করতে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেকে তাকে সাবেক শিবিরের কর্মী হিসেবেও প্রমান করতে চাছেন বলেও জানা গেছে। তবে বিষয়টি সম্পুর্ন ভুয়া বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের এই পোড় খাওয়া নেতা। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু বলেন, ‘আমি যখন ছাত্রলীগ করতাম সেই সময় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন মোয়াজ্জেম ভাই, যিনি বর্তমানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি। আমার রাজনৈতিক জিবন স্পষ্ট করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ভাই মোয়াজ্জেম ভাইকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কি ছাত্রলীগ করতাম নাকি? তখন মোয়াজ্জেম ভাই জানিয়ে ছিলেন যে আমি ছাত্রলীগ করতাম। তখন মোয়াজ্জেম ভাইকে মির্জা আজম ভাই বলেছিলেন আমি নেত্রীকে আপনার রেফারেন্স দিলাম? মোয়াজ্জেম ভাই বললেছিলেন অবশ্যই। এছাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও তো বিষয়টি নিশ্চিত করেছে। এবং যাচাই বাছাই করেই নিশ্চিত করেছে। এখন অনেকে তো অনেক কিছু বলবেই। সেটা নিয়ে পরে থাকলে তো হবে না।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯