
ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে ১নং খেয়াঘাটে অবৈধ দখলে থাকা দোকান পাট ও বাজার উচ্ছেদের চার দিন পরই আবারো দখল করে দোকানপাট বসাতে শুরু করেছে স্থানীয় প্রভাবশালীরা। তবে নজরদারি দেখা যায়নি পুলিশ কিংবা বিআইডব্লিউটি কর্তৃপক্ষের। অভিযোগ রয়েছে, প্রশাসন ও বিআইডব্লিউটিএ নাকের ডগায় এসব দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার বেলা ১২ টায় বন্দর খেয়াঘাট, ময়মনসিংপট্রি, রূপালী ও আমিন আবাসিক এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। থানা পুলিশ, নৌ-পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে বিআইডব্লিটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্নপরিচালক মো: শহীদুল্লাহ ও উপ-পরিচালক ইসমাঈল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, ওই অভিযানের চারদিন পরেই আবারো একইভাবে বেদখল হতে শুরু করেছে বিআইডব্লিউটিএর জায়গা। সেই আগের দখলদারদের হাতেই চলে যাচ্ছে উচ্ছেদকৃত জায়গাগুলো। আবারও তোলা হয়েছে আগের মতো দোকানঘর। গতকাল বরিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, বন্দর ১নং খেয়াঘাটে চলাচলের রাস্তাটির দু’পাশে আগের মতই দোকান বসিয়েছে। এছাড়াও কাঁচাবাজার, মাছ বাজার ও যাত্রী ছাউনীতে দোকান বসছে। এই দোকান গুলো থেকে প্রতিদিন চাঁদা উঠানো হয়। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে দোকান বসাতে হলে যুবলীগ নেতা ডালিম হায়দারের অনুমতি লাগে, তার অনুমতি ব্যতিত এখানে কেউ দোকান বসানোর কথাও চিন্তা করে না। যুবলীগ নেতা খান মাসুদের সেকেন্ড ইন কামান্ড হিসেবে তার সাম্রাজ্য দেখাশুনা করেন যুবলীগ নেতা ডালিম হায়দার। স্থানীয়রা জানায়, উচ্ছেদ অভিযানের তিনদিন অতিবাহিত হতে না হতেই একটি প্রভাবশালী মহল সরকারি জায়গা দখল করে দোকানাট সহ বাজার বসিয়ে পূর্বের মতো চাঁদা উত্তোলন করছেন তারা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোন নজরদারী নাই বললেই চলে। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বন্দর ১নং খেয়াঘাটে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযানের পর মানুষের মাঝে কিছুটা স্বস্তি এলোও পূনরায় আবারও দখল হয়ে গেছে। যার জন্য রাস্তার দু’পাশে হাটাঁচলা করতে সমস্যা হচ্ছে। ব্যবসায়ীদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুবলীগ নেতা খান মাসুদের দুই সহযোগী যুবলীগ নেতা ডালিম হায়দার ও খাইরুল আলম সুজন এই দুজনের নামে ফুট থেকে ১০০/২০০ টাকা পর্যন্ত প্রতিদিন চাঁদা তুলে। এছাড়াও ১০ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত এডবান্স নিয়ে কাঁচাবাজার ও মাছ বাজারের দোকান বসানোর অনুমতি দিয়ে থাকে। আমাদের পরিবার আছে তাদের নিয়ে আমার সংসার চালাতে হয়, এজন্য আমি এখানে দোকানদারি করি। তিনি আরও জানান, উচ্ছেদ অভিযানের পর যুবলীগ নেতা ডালিম হায়দার বলেছেন কয়েক টা দিন যাক তার পর দোকান বসানের ব্যবস্থা করছি। তবে প্রথম অবস্থায় ৮/১০টি দোকান বসানো যাবে, ধীরে ধীরে আগের মত করে সবাই বসতে পারবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯